-
ফরেক্স মার্কেটে মুলত দুই ভাবে করা হয়। পার্টটাইম এবং ফুলটাইম কেউ কেউ পার্টটাইম হিসাবে একে বেছে নিয়েছে আবার কেউ কেউ ফুলটাইম হিসাবে বেছে নিয়েছে। এখানে কে কত মিনিট সময় ব্যয় করে এটা প্রত্যেকের নিজের উপর নির্ভর কে থাকে। আপনার যদি পর্যাপ্ত পরিমান সময় থাকে তাহলে আপনি বেশী পরিমানে সময় ব্যয় করবেন আর যদি কম থাকে তাহলে কম পরিমান ব্যয় করবেন।ফরেক্স করতে ভালবাশি আমি মনে করি ফরেক্স আমার জীবন কে পালটিয়ে দিবে | আমি ফরেক্স থেকে আয় করব ব্লে আমি ফরেক্স করি | আমি ফরেক্স মাকেটে ৪ থেকে ৫ ঘন্টা থাকি । ডেমো আমাকে ফোড়েক্স বুঝতে সাহায্য করে |ফরেক্স করি মাকেট বুঝার জন্য যাতে পরবতিতে ফরেক্স থেকে আয় করতে পারি|একজন ছাত্র আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স করি। আমি যখনই সময়(কমপক্ষে ৫ থেকে ৬ ঘন্টা) পাই তখনই ফরেক্স এ সময় দেই।কারন আমি ফরেক্স ভালো করে শিখতে চাই যাতে আমি একজন ভালো ট্রেডার হতে পারি।আপাদত এটা আমার পার্টটাইম জব আমি এখান থেকে পড়াশুনার খরচ চালানোর চেষ্টা করছি।
-
আমি একজন স্টুডেন্ট তাই ফরেক্সে প্রতিদিন বেশি সময় ব্যায় করা হয় না । কারণ ফোরামে এবং ডেমোতে সময় দিতে দিতে আসল যে কাজ সেটা করা হয় খুব কম । ফরেক্স ব্যবসায় করতে গেলে প্রথমে এটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে । বাংলদেশের প্রেক্ষাপটে ফরেক্স যেহেতু নতুন ব্যবসায় তাই তাই এটা আয়ত্ত করতে আমদের কিছুটা কষ্ট হলেও আমাদের মঙ্গলের জন্য সে কষ্ট স্বিকার করতেই হবে । প্রথমদিকে একটু বেশি সময় দিতে হয় ।