ফরেক্স এ আমি প্রতিটি ট্রেড এ স্টপ লস ব্যবহার করে থাকি। আমি যখন মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করি তখন অনেক পিপস নিয়ে টার্গেট করে ট্রেড করে থাকি। তাই আমি স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে থাকি। কেননা, ফরেক্স মার্কেট এর যে কোন সময়তে গতি অনেক বৃদ্ধি হয়ে থাকে। যে কোন সময়তে যদি আমার টার্গেট অনুযায়ী যদি মার্কেট বিপরীত দিকে মুভমেন্ট করে তাহলে আমার অনেক লস হয়ে যাবে। তাই আমি কোন প্রকার ঝুকি নেই না। তাই আমি স্টপ লস ব্যবহার করে থাকি।