-
ফরেক্স মার্কেটে আমি মিনিমাম ১০০$ ডলার বিনিয়োগ করতে চাই তাই আমি ফরেক্স মার্কেটের ট্রেডিং শিখতেছি যাতে মার্কেটে টিকে থাকতে পারলে ভাল প্রফিট করা যাবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ভাল করে ট্রেডিং করতে হবে ফরেক্স শিখার জন্য ডেমো ট্রেডিং করতে পারি।
-
ফরেক্স মার্কেট এ যত খুশি বিনয়গ করা যায়। তবে প্রথম যারা ফরেক্স করতে চান তাদের ফরেক্স মিনি অ্যাকাউন্ট ব্যবহার করাটা ভাল।
কারন এতে লস কম হবে । ডেমো ট্রেডিং এর পারে মিনি অ্যাকাউন্ট বাবহার করা ভাল। আর ৫০ থেকে ১০০ ডলার নিয়ে কাজ
করা ভাল।
-
কার ও যদি টাকা থাকে তাহলে সে যে কোন পরিমান টাকা ইনভেস্ট করতে পারে। কারন টাকা ইনভেস্ট এর কোন লিমিট নাই। ফরেক্স এ আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই মার্কেট এ যার যত বেশী মূলধন সে বেশি আয় করতে পারে।
-
ফরেক্স র্মাকেটে আমি ১০০০ ডলার বিয়োগ করতে চাই।ফরেক্স হচ্ছে একটি ইন্টারনেশনাল ট্রেডিং ব্যবসা। আর ট্রেড করার ক্ষেত্রে খুবই সাবধানতার পরিচয় দিতে হবে। সখের বসে বা মনের আনন্দে ট্রেড করা যাবে না।আমাদের ডিপোজিট নিয়ে ফরেক্স হতে বেশী করে ট্রেড করে আমরা এখানে ভাল ট্রেডার হতে পারি।
-
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি বিনিয়োগ না করে সর্বপ্রথম ডেমো ট্রেড করে ব্যবসায় কৌশল সম্পর্কে জানুন। তারপর এই মার্কেটে কিছু ডলার বিনিয়োগ করুন। যদিও সর্বপ্রথম ফরেক্স মার্কেটে বেশি বিনিয়োগ না করে অল্প কিছু বিনিয়োগ করে মার্কেট থেকে ট্রেডিং সিস্টেম শিখুন । তরপর বড় ধরনের টাকা বিনিয়োগ করতে পারনে।
-
ফরেক্স মারকেটে বিনিয়োগ করতে হবে একটু বেশি তবে সেটা এত বেশি নয় যেটা নিয়ন্ত্রন করা কঠিন হবে । আমার মনে হয় প্রথমে ৫০০ ডলার বিনিয়োগ করা উচিত । তবে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । তা না হলে নিজের বিনিয়োগ নিজেই ধ্বংশ করার সামিল হবে ।
-
একজন ট্রেডার ফরক্স এ কত ইনভেস্ট করবে তা নির্ভর করে সে ফরেক্স কতটা জানে । যদি আপনি অনেক অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি অনেক ইনভেস্ট করতে পারেন এতে আপনার কোন সমস্যা নেই। আর যদি আপনি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে। আপনার ১০ ডলার থেকে ১০০ ডলার এর মধ্যে ইনভেস্ট করতে পারেন।
-
ফরেক্স মারকেট এ প্রথমে কম ডিপোজীট করে ট্রেড করা উচিত। কারন কম ডিপোজিট করলে আপনি রিস্ক ও কম নিবেন। আর বেশী ডলার একাউন্ট এ থাকলে আমরা রিস্ক বেশী নিতে চাই। যার ফলে একাউন্ট টিকিয়ে রাখা সম্ভব হয় না অনেক সময়।
-
এই মার্কেটে আসলে ভাল বিনিয়োগ না করতে পারলে সহজে ভাল প্রফিট আসেনা, যেটা আসে সেটা দিয়ে মনের চাহিদার অসম্পূর্ণতা থেকে যায় । মাঝে মাঝে মনে হয় যদি দুই চার কিংবা পাঁচ হাজার ডলার ইনভেষ্ট অর্থাৎ বিনিয়োগ করতে পারতাম তাহলে অনেক সুবিধা হত, ইনকামটাও বাড়ত এই আরকি ।
-
ফরেক্স মার্কেট যেমন লাভজনক তেমনি অত্যান্ত রিস্কি মার্কেট। এখানে ডলার ইনভেষ্ট করতে হলে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করা উচিত। আগে ভালভাবে মার্কেট এর ব্যপারে বুঝতে হবে না হলে লস করার সম্ভাবনা থাকে। সুতরাং ডেমো ট্রেড করে আপনার নিজের কৌশল গুলো আয়ত্বে অানতে হবে। ডেমো ট্রেড করতে হবে অন্তত ১ বছর তারপর প্রাথমিক অবস্থায় ৫০ ডলার অথবা ১০০ ডলার ইনভেস্ট করে মার্কেট থেকে কিছু যদি প্রফিট করতে পারেন তারপর আরও কিছু ডলার দিয়ে আপনি আপনার ট্রেডিং শুরু করতে হবে। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে এসব প্রক্রিয়া করতে আপনার ৩-৫বছর লেগে যেতে পারে সুতরাং ততদিন আপনাকে ধৈর্য্য ধারন ট্রেডিং এর কলা কৌশলগুলো শিখতে হবে।