-
ফরেক্সকে আমি ফ্রিলান্সিং বলে মনে করি না কারন ফরেক্স করতে হলে আমাদেরকে ইনভেস্ট করেই করতে হবে। ইনভেস্ট ছারা ফরেক্স এ ট্রেডিং করা সম্ভব নয় যদিও আমরা ফোরামের মাধ্যমে বোনাস ডলার পেয়ে থাকি যার মাধ্যমে প্রফিটও করে থাকি তবে মনে রাখতে এটা সবসময়ের জন্য নয়। একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আমাদেরকে অবশ্যই ফরেক্সে ইনভেস্ট করেই ট্রেড করতে হবে তাই ফরেক্সকে ফ্রিলান্সিং ভাবা ঠিক হবে না।
-
আমি যতদূর জানি ফ্রিল্যান্সিং এ বিভিন্ন কাজ করে আয় করতে হয়। আর কাজ করে অর্থ উপার্জন হচ্ছে একপ্রকার চাকরি অন্যথায় টাকা বিনিয়োগ করে উপার্জন করাকে বলা হয় ব্যবসা্। কিন্তু না করে দিলে কোন লস নেই। কিন্তু ফরেক্স কারো কাজ করে দেওয়া নয়। এটা সম্পুর্ণ একটা ব্যাবসা। ঠিকমত কাজ করলে লাভ আছে আর ভুল করে ফেললে লস। তাই ফরেক্স নিশ্বন্দেহে একটি ব্যাবসা।
-
ফ্রিলেন্সিং এবং ফরেক্স এর মদ্ধে অনেক পার্থক্য। একজন ফ্রিলেন্সার কে কাজ পাওয়ার জন্য বিড করতে হয় এবং ওন্নের কাছ থেকে কাজ পাওয়ার জন্য অপীখা করতে হয়। কাজ থাকলে টাকা ইনকাম হবে আর না পেলে হবে না। কিন্তু ফরেক্স এ আপনি সাথে সাথে আয় করতে পারেন কার জন্য অপেক্ষা করতে হয় না। ফরেক্স পরে ব্যাবশার আওতায় ফরেক্স আর ফ্রিলেন্সিং পরে চাকরির আওতায়।
-
ফরেক্সে ব্যবসা করতে হলে বিনিয়োগ করতে হয়। অনেক পরিশ্রম করতে হয়। ফরেক্স ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত না। ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে ভাল ট্রেডার হতে হবে এবং ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করে এই ব্যবসা করতে হবে। আমাদের ইনভেস্ত করতে হচ্ছে। আর ফরেক্স করতে হলে তা অনন্য জবের মত এপ্লাই করে পেতে হয় হয় না। ইনভেস্ত করে নিজের মেধা শক্তি কে কাজে লাগিয়ে তা করতে হয়। তাই আমি করি ফরেক্স ফ্রিলেন্সিং এর আওতাভুক্ত নয়।
-
ফরেক্স কোন ফ্রিল্যান্সিং নয় কিন্তু মাস শেষে আয় করা যায় ফ্রিল্যান্সিং এর মতই। ফরেক্স একটি আন্তজার্তিক শেয়ার মার্কেট যা প্রথিবীর সব দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। আর এই ক্রয়-বিক্রয় মধ্যে ট্রেড করে আমরা যা আয় করি তাই ফরেক্স। আর ফ্রিল্যান্সিং হল অফিস এর ডকুমেন্ট, হিসাব-নিকাশ করা, ফটো ইডিটিং করা, গ্রাফিক্স এর সমস্ত কাজ করা, মার্কেটিং করা ইত্যাদি হল ফ্রিল্যাসিং কাজ। তাই ফরেক্স ও ফ্রিল্যান্সিং এক নয় তবে আয় হয় একই মত। ধন্যবাদ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড একটি ব্যবসা। কারন ফরেক্সে লাভ-লস দুটাই হয়। ফরেক্সে ব্যবসা করতে হলে বিনিয়োগ করতে হয়। অনেক পরিশ্রম করতে হয়। ফরেক্স ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত না। কাজ থাকলে টাকা ইনকাম হবে আর না পেলে হবে না। অপর দিকে ফরেক্স হলো মূদ্রাবাজার নিয়ে কারবার। এটা একধরনের বিজনেস।
-
না যে ফরেক্স ফ্রিল্যান্সিং এর পর্যায়ে পরে না । আমি মনে করি ফরেক্স একটি আধুবিক ব্যবসা যা করে যে কেউ তার জীবনের উন্নতি করতে পারে । ফরেক্স এ ঈনভেস্ট করে বিজনেস করতে হয় এখানে লাভ ও লস থাকে তাই আমি বলব যে ফরেক্স ফ্রিল্যান্সিং এর পর্যায়ে পরে না ।অনেকে বলে যে ফরেক্স একটি ব্যবসা । আমার কাছে মনে হয় ফরেক্স একটি ব্যবসা ফ্রিল্যান্সিং না ।
-
আমার মতে ফরেক্স ফ্রিল্যানসিং নয় , বরং এটি একটি আন্তরজাতিক মানের ব্যাবসা আমরা জানি ফ্রিল্যানসিং হল অনলাইনে কার কাজ করে দেওয়া যে যে কাজ ভাল করতে পারে । আর ফরেক্স হল নিজের মূলধন বিণিয়োগ করে তার পর সেখান থেকে কিছু লাভ করতে পারলে সেইটা ও মূলধন সহ নিজের আওতায় নিয়ে আসা । তাই আমি মনে করি ফরেক্স একটি আন্তরজাতিক অনলাইন ব্যাবসা । কেননা ফ্রিল্যান্সিং হচ্ছে ক্লাইন্টের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট একটি প্লাটফর্মে কাজ করে দেওয়াকে বুঝায় । অপরদিকে ফরেক্স হচ্ছে একটি আর্ন্তজাতিক মানের ব্যবসায় যা ঘরে বসেই নিজের ইচ্ছে অনুযায়ী করা যায় ।
-
যে কেউ ফরেক্স মার্কেটে তাদের ইচ্ছেমত ট্রেড করতে পারে এবং ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা তুলতে কোন ঝামেলাও নেই তবে ফরেক্স ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত নয়। ফরেক্স অনলাইন ট্রেডিং মার্কেট অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে অনেক ভাল একটি ব্যবসা এবং ফরেক্স মার্কেট হল একটি আন্তর্জাতিক বাজার যেখানে ফ্রিল্যান্সিং এর মত এত কঠিন প্রতিযোগিতা ফরেক্স ট্রেডিং মার্কেটে নেই। তাছাড়া ফরেক্স মার্কেটে কোন ঝামেলা নেই।
-
আমার মতে ফরেক্স ট্রেডিং কে ফ্রীলেন্সিং এর অবতা ভুক্ত করা যায়না আবার ফ্রীলেন্সিং এর বাইরেও ফেলা যায় না ফরেক্স ট্রেডিং হলো একটি বেবসা যেখানে কি না আমরা বৈদেশিক মুদ্রার কেন বেসা করতে পারি এর জন্য কোনো প্রকার বায়ার এর দরকার হয়না কাজের কোনো ডেডলাইন নেই টাকা উপার্জনের ক্ষেত্রেও তেমন কোনো লিমিটেসন নেই আমরা আমাদের নিজের মতই কাজ করতে পারি ফরেক্স মার্কেট এ ফ্রি লেন্সিং মানে কোনো একজন বায়ার এর কাস থেকে কাজ এনে তা করা ঘরে বসে যার সাথে ফরেক্স এর কোনো মিল ই নেই