-
লোভে পড়ে লাভ করার চিন্তা মাথায় আসলে তখন কোন এনালাইসিস করে কূল কিনারা পাওয়া যায় না। কারণ, তাড়াহুড়া করে আর যাই হোক ফরেক্সে ভালো করা যায় না। তাই ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তারপর ঝোপ বুঝে কোপ মারতে হবে অর্থাৎ ট্রেড করতে হবে।ফরেক্সে ট্রেড করার সময় আর যাই করুন না কেন কখনই লোভ করবেন না কারন লোভ এমনই শত্রু যা আপনাকে যেকোনো সময় সর্বশান্ত করে মার্কেট থেকে ফেলে দিতে পারে। অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হবেন কারন তারা নিজেরাই হয়তোবা তার জলন্ত প্রমান।তাই ফরেক্স ট্রেডিংয়ে সব সময় লোভকে না বলুন।ফরেক্স মার্কেটের সাথে জড়িত রয়েছি তারা কখনোই লোভ করব না । লোভ ছাড়া ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর মোটেই লোভ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত যদি কাজ করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
লোভ করে যারা কোন কাজ করে তাদের 90%ই লস হয় বা সাফলতা অর্জন করতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ এই লোভ করা মানে ফরেক্স মার্কেট থেকে লস করা। লোভ করে ফরেক্স এ যারা আসে তারা ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই আামরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব।অবশ্যই লোভ করে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি । অামরা সব সময় দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হয়ে যাবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলে আমরা সফলকাম হতে পারব । আমরা ফরেক্স মার্কেটে কখনোই লোখ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।লোভের মধ্য আমরা আপতঃ দৃষ্টিতে কিছু অর্জন করার মত অবস্থা দেখতে পায় । কিন্ত মুলত লোভের কারণেই অনেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে লস করছে । তাই লসের হাত থেকে রক্ষার অন্যতম উপায় হল নিজেকে অভিজ্ঞ ও অনেক বেশি পরিমাণে দক্ষ করে গড়ে তোলা ।
-
আমি বুঝি যিনি শুধু মাত্র ফরেক্স ট্রেড করেন তাকে ফূলটাইম ট্রেডার বা প্রফেশনার ফরেক্স ট্রেডার বলা হয়। আর যারা অন্য পেশার পাশাপাশি করেন তারা হলে পার্টটাইম ট্রেডার।ফুলটাইম ট্রেডার বা পেশাদার ট্রেডার আমাদের সমাজে অত্যন্ত কম অর্থাৎ আমরা আমাদের আশেপাশে বাস্তব অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের তেমন একটা খুজে পাইনা৷তাই এই ফুল টাইম বা পেশাদার ট্রেডারদেরকে আমরা তেমন একটা চিনতেও পারিনা৷ফরেক্স মার্কেট থেকে নিয়মিত আয়-রোজগার করে জীবিকা উপার্জন করা এবং সংসার পরিচালনা করা যদিও খুব কঠিন ব্যাপার কিন্তু বর্তমান সময়ে অবশ্যই তা সম্ভব৷ফরেক্স মার্কেটে ফুলটাইম ট্রেডার হতে হলে দীর্ঘ কয়েক বছরের নিয়মিত শ্রম এবং অধ্যাবসায় বিনিয়োগ করতে হয়৷আমাদের মাঝে কত জনের এই ধরনের যোগ্যতা রয়েছে ? আর ভালো ট্রেডার বলতে আপনি কী বুঝাতে চেয়েছেন তা পরিষ্কার করে তেমন কিছুই এখানে লেখেননি৷তাই এই বিষয়টা আমার কাছে অপরিষ্কারই রয়ে গেল৷আশা করি আপনি অবশ্যই “ফুলটাইম ট্রেডার এবং ভালো ট্রেডার” এই দুয়ের মাঝে পার্থক্য পরিষ্কার করে আমাদের সবাইকে জানিয়ে দিবেন৷আর যারা মূলত ফরেক্স থেকে নিয়মিত লাভ করে থাকেন তাদের কে আমরা ভাল ট্রেডার বলে থাকি। মজার ব্যপার হলো ভাল ট্রেডার গনও কিন্তু লস করেন। কিন্তু তাদের লস হওয়ার পরও তারা লাভবান হয়ে থাকেন তার কারন হলো মানিম্যানেজমেন্ট একজন অভিজ্ঞ ট্রেডার কখনও ট্রেডিং সিস্টেম এবং মানিম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন না।
-
ফরেক্স মার্কেটে লোভ শব্দটি খুবই বিপদজনক। আমরা সবাই জানি প্রবাদ বাক্যে আছে লোভে পাপ পাপে মৃত্যু/ বিনাশ। আমরা কোন কাজে যদি অতিরিক্ত লোভ করে থাকে তাহলে সেটা সুফল বয়ে আনবে না। প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদের লোভ নিয়ন্ত্রণ করে করতে হবে। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।এনালাইসিস ছাড়া ট্রেড করা জাবেনা,ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা।তাই ফরেক্স মার্কেট এ লোব না করা ভালো হবে।আস্তে আস্তে ট্রেড করুন অভিজ্ঞতা অর্জন করুন ভাল কিছু করতে পারবেন
-
ফরেক্স একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা। ফরেক্সের ব্যবসাই অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যাই এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যাই। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে জাবেন।