না ভাই আপনি ফরেক্সকে যতটা সহজ মনে করছেন আমি ততটা মনে করি না । ফরেক্স থেকে অনেক বেশি পরিমানে উপার্জন করা যায় এটা ঠিক কিন্তু সল্প সময়ে যে করা যায় এমন টা কিন্তু না । আমরা যদি ফরেক্স থেকে ভালো প্রফিট করতে চাই এবং এটাকে আমাদের একটা সফল পেশা হিসেবে ধরে রাখতে চাই তাহলে আমাদের আগে দীর্ঘদিন ধরে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং ফরেক্স এ অভিজ্ঞ হবার জন্য বেশি বেশি ডেমো তে অনুশীলন করতে হবে ।