ফরেক্স অত্যন্ত জনপ্রিয় তার প্রধান কারনএটা স্বাধীনভাবে করা যায়, অল্প মূলধন বা মূলধন ছারাই করা যায়।
24 ঘন্টা মার্কেট খোলা থাকার কারনে যে কোন সময় ব্যবসা করা যায় কাজেই সময় কোন বিষয় না।
লাভের সম্ভবনা অফুরন্ত....
Printable View
ফরেক্স অত্যন্ত জনপ্রিয় তার প্রধান কারনএটা স্বাধীনভাবে করা যায়, অল্প মূলধন বা মূলধন ছারাই করা যায়।
24 ঘন্টা মার্কেট খোলা থাকার কারনে যে কোন সময় ব্যবসা করা যায় কাজেই সময় কোন বিষয় না।
লাভের সম্ভবনা অফুরন্ত....
ফরেক্স অত্যন্ত জনপ্রিয় তার প্রধান কারনএটা স্বাধীনভাবে করা যায়, অল্প মূলধন বা মূলধন ছারাই করা যায়।
24 ঘন্টা মার্কেট খোলা থাকার কারনে যে কোন সময় ব্যবসা করা যায় কাজেই সময় কোন বিষয় না।
লাভের সম্ভবনা অফুরন্ত....
ফরেক্স এজন্যই এত বেশি জনপ্রিয় কারন এই মার্কেটে বিশ্বের যে কোন দেশের মানুষ ব্যবসা করতে পারবেন এই প্ল্যাটফর্ম এ, এটি একটি স্বাধীন ব্যবসা, অল্প মূলধন নিয়ে ট্রেড করা সম্ভব, ঘরে বা বাইরে যে কোন স্থান হতে এটি পরিচালনা আপনি করতে পারবেন, ২৪ ঘন্টা মার্কেট চালু থাকে সে অনুযায়ী আপনি যে কোন সময় এটি পরিচালনা করতে পারবেন, অফুরন্ত সময় নিয়ে আপনি এই ব্যবসা পরিচালনা করে সফলতা লাভ করতে পারবেন। পাশাপাশি অন্য যে কোন কাজর ফাকে এই ব্যবসাটি পরিচালনাও করতে পারবেন। এজন্য আমার মতে ফরেক্স বিশ্বের প্রায় সকল মানুষের কাছে এত বেশি জনপ্রিয়।
একদম সঠিক এবং সত্য কথাই বলেছেন, আসলেই এই ব্যবসাটা অনেক জনপ্রিয়তা পাওয়ার কারন হচ্ছে খুব সামান্য বিনিয়োগে যে কেউ এটা শুরু করতে পারবেন । যদি সেটাও সম্ভব না হয় তাহলে এই ফোরামের টাকা দিয়েই ট্রেড করতে পারছেন, এখানে ইনকামের কোন লিমিটেশন নেই, বাহিরে যাবার প্রয়োজন নেই, আপনি ঘরে বসেই দিন রাত যে কোন সময় একাই সব কাজ সেরে ফেলতে পারছেন, ইত্যাদি আরও অনেক কারন রয়েছে তাই ফরেক্স এত জনপ্রিয় ।
ফরেক্স একটি স্বাধীন পেশা। এ ব্যবসা বিশ্বব্যপী ২৪ ঘন্টা মার্কেট খোলা যেকোন সময় এমার্কেটে ব্যবসা করা যায়। অল্প মূলধন নিয়েও এ ব্যবসা করা যায়। আপনার নিজের পছন্দ অনুযায়ী সময়ে ব্যবসা পরিচালনা করা যায়। ভালভাবে ব্যবসা করতে পারলে ভাল টাকা ইনকাম করা যায়। তাই ফরেক্স এত জনপ্রিয় বিশ্বব্যপী। তবে ঝুকিপূর্ন ও বটে, তাই ফরেক্স ব্যবসা করার আগে ভালভাবে জেনেবুঝে এ ব্যবসা করবেন। না জানা পর্যন্ত কোন ইনভেষ্ট নয়। ভালভাবে ডেমো প্র্যাকটিস করে মার্কেট এর মুভমেন্ট ভালভাবে বুঝার পর রিয়েল ট্রেড করবেন।
ফরেক্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা এবং স্বাধীন। এই মার্কেট ২৪ ঘন্টা সপ্তাহে ৫ দিন খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে প্রবেশ করে ট্রেড ওপেন করতে পারবেন এবং লাভও করতে পারবেন। তবে এখানে ব্যবসা করে লাভ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ শ্রম ও অভিজ্ঞ হয়ে উঠতে হবে। তা না হলে আপনি ক্রমানয়ে লস খেতে থাকবেন। যদিও কম ইনভেস্ট করে আপনি এখান থেকে ভাল লাভ করতে পারবেন। তবে এর জন্য আগে আপনাকে মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। আর এটা বিশ্বের যে কোন প্রান্ত থেকে করা যায় বলে এজন্য সকল ট্রেডারের কাছে এত বেশি জনপ্রিয় একটি ব্যবসা।
ফরেক্স একটি স্বাধীন পেশা। এ ব্যবসা বিশ্বব্যপী ২৪ ঘন্টা মার্কেট খোলা যেকোন সময় এমার্কেটে ব্যবসা করা যায়। অল্প মূলধন নিয়েও এ ব্যবসা করা যায়। আপনার নিজের পছন্দ অনুযায়ী সময়ে ব্যবসা পরিচালনা করা যায়। ভালভাবে ব্যবসা করতে পারলে ভাল টাকা ইনকাম করা যায়। তাই ফরেক্স এত জনপ্রিয় বিশ্বব্যপী। তবে ঝুকিপূর্ন ও বটে, তাই ফরেক্স ব্যবসা করার আগে ভালভাবে জেনেবুঝে এ ব্যবসা করবেন। না জানা পর্যন্ত কোন ইনভেষ্ট নয়। ভালভাবে ডেমো প্র্যাকটিস করে মার্কেট এর মুভমেন্ট ভালভাবে বুঝার পর রিয়েল ট্রেড করবেন।
ফরেক্স এর জনপ্রয়তার কারন হচ্ছে এটি একটি ওয়ার্ড ব্যাপি ব্যবসা এবং এর মাধ্যমে আপনি অনেক ডলার ইনকাম করে থাকেন। এবং এটা আপনার ব্যাক্তিগত জীবনে অনেক কাজে আসতে পারে আর এদেশের বেকার সমাজের জন্য এটা আরো জনপ্রিয়ো হয়ে উঠেছে। আরো এটি সব শ্রেনীর লোকেরাই করতে পারে এই জন্য এটা এতো জনপ্রয় তা পেয়েছে।
আসলে ফরেক্স ব্যবসাটা অন্যান্য ব্যবসার তুলনায় একটু আলাদা তাই এটি এত জনপ্রিয়। তবে এর জনপ্রিয়তার পেছনে আরও অনেকগুলো কারন রয়েছে যেমন: এই ব্যবসাটা পৃথিবীর সব পেশার মানুষের জন্য উন্মুক্ত। সবাই এটাকে সবার নিজের মত করে সাজিয়ে নিয়ে এখানে ট্রেড করতে পারবেন। এবং আপনি চাইলে যে কোন একটা টাইমফ্রেম নিয়ে এখানে কাজ করতে পারবেন। এছাড়াও এখানে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন। তাই ফরেক্স এত জনপ্রিয়।
ফরেক্স এই আধুনিক সময়ের সব চেয়ে জনপ্রিয় ব্যবসা,এবং এর জনপ্রিয়তা বেড়েই চলছে,আর এর কারণ হয়ছে আমরা এই বিজিনেস যে কনো সময়ে যে কনো জায়গা ই বসে করতে পারি শুধু মাত্ররো ইন্টারনেট আর মোবাইল ইউজ করে,এবং আপনি যদি সঠিক ভাবে ট্রেড শিকতে পারেন তাহলে অল্প সময়ে অনেক উপার্জন করতে পারবেন,তাই এই বিজিনেস অনেক জনপ্রিয়।