-
বেশীরভাগ নতুন ট্রেডাররা ফরেক্সে এ লস করে থাকেন, এটাই স্বাভাবিক । ফরেক্স মার্কেটে আমাদের লসের প্রধান কারন হচ্ছে অভিজ্ঞতা এবং ধৈর্য এর অভাব। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই অভিজ্ঞতা এবং ধৈর্য দরকার। এই ছাড়া ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে আমরা লস করে থাকি। ফরেক্স বিজনেসে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ট্রেড ওপেন করার আগে ভালোভালে বোঝে শুনে এনালইসিস করে ট্রেড ওপেন করতে হবে। একজন দক্ষ ট্রেডার এনালইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝতে পারে এবং মার্কেট কোন দিকে যাবে এবং তখন কী কাজ করতে হবে ।
-
আপনি অভিজ্ঞতা ছাড়াই লাভ নামের ঘোড়ার পিঠে চড়তে চেয়েছেন। তাই আছাড় খেয়েছেন। আপনি ছোট বেলার সেই কবিতাটি স্মরণ করার চেষ্টা করুন। ঘোড়ায় চড়িল আছাড় খাইল। আবার চড়িল আবার পড়িল। এভাবেই শিখিল। তাই আপনাকে ও আগে ভাল করে ট্রেড শিখতে হবে।
-
আমার মনে হয় ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান ও দক্ষতা নাথাকার কারনে আমরা লস করি। বেশীরভাগ নতুন ট্রেডার ফরেক্সে লস করে এটাই স্বাভাবিক।আর এই লস করার পিছনে একটাই কারন সেটা হচ্ছে এটা ভালোভাবে না শিখে এখান থেকে আয় করতে চাওয়া।আপনি আগে ফরেক্সকে ভালোভাবে রপ্ত করেন।আশা করি এর পর আপনার লাভ ছাড়া লস হবেনা।
-
ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়।
-
ফরেক্স এ লস করার বিভিন্ন কারন আছে তার মধ্য টেকনিক্যাল এনালাইসিস এর প্রতি বেশি গুরুত্ব না দেওয়া।ডেমোতে অভিজ্ঞ না হয়ে রিয়েল ট্রেড শুইরু করা।প্রাইসের মুভমেন্ট এর উপর নজর না দেওয়া। অধিক লোভ করা।ট্রেড এ কোন কৌশল অবলম্বন না করা ইত্যাদি কারনে আমরা লস করে থাকি।
-
ফরেক্স এ লস করার কারন আমরা টেকনিকাল এনালাইসিস কে গুরুত্য দেই না এবং ডেমো প্রাকটিস করি না।।শিখার জন্য কারো কাছে কোন হেল্প নিই না।।।
-
ফরেক্স এ লস করার পেছনে অনেক কারন আছে।। এর মধ্যে একটি ভুল হলেও অনেক লস হওয়ার সম্ভাবনা থাকে।। ফরেক্সে লস হওয়ার সবচেয়ে বড় কারন হল মানি ম্যানেজমেন্ট না করা।। মানি ম্যানেজমেন্ট না করলে আপনি যত বড় দক্ষ ট্রেডার ঈ হন না কেন আপনি লস করে একাউন্ট জিরো করতে বেশি সময় লাগবে না।। তাই ট্রেডিং এর আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে।।। ট্রেডিং স্ট্রাটেজি মেনে ট্রেড করতে হবে।।।
-
ফরেক্স এ লস হওয়ার বিভিন্ন ধরনের কারণ রযেছে।তার মধ্যে অন্যতম হচ্ছে অনভিজ্ঞতা।এছাড়া অনেকেই নতুন ট্রেডার হওয়ার কারণে ভালোভাবে না বুঝেই অনেক সময় ট্রেড করে থাকে যার ফলে তারা লস খায়।এছাডা হঠাৎ মার্কটেরে আপ-ডাউন এর জন্যেও লস হতে পারে।ধন্যবাদ
-
ফরেক্স এ লসের মুল কারন হল আমাদের লোভ এবং ওভার ট্রেড। এই দুই কারনেই আমরা সাধারনত লস করে থাকি। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে সব সময় লোভ হতে দুরে থাকতে হবে। কখনোই লোভ করা চলবে না। এবং কখনোই একের অধিক ট্রেড করা যাবে না। বেশির ভাগ ক্ষেত্রে আমরা ওভার ট্রেডের কারনেই লস করে থাকি।
-
ফরেক্সে আমাদের লস করার কারন হচ্ছে আবেগ নিয়ন্ত্রন না রাখা, লোভ করা, মানি ম্যানেজমেন্ট না করা ইত্যাদি। এসব কারনে আমরা ফরেক্সে লস করে থাকি। সব ট্রেডারই মোটামুটি মার্কেটের অবস্থা বুঝতে পারে। কিন্তু এসব কারনেই মাঝ নদীতে তরী ডুবিয়ে দেয়। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এসব ব্যাপারে। আবার অনেক সময় বিভিন্ন নিউজ থাকে; যাএ ফলে মার্কেটে বড় ধরনের মোভমেন্ট হয়। এগুলির দিকেও আমাদের নজর রাখতে হবে।