-
আমি মনে করি ফরেক্স শুধু মাত্র আয়ের উৎস নয়। ফরেক্স থেকে আমরা শুধু আয়ই করি না বরং তার পাশাপাশি আরও অনেক কিছু শিখি। আমরা যারা ফরেক্সে কাজ করছি আমরা জানি ফরেক্স থেকে টাকা ইনকাম করা কতটা কঠিন। টাকা ইনকাম করতে আমাদের কত কিছু জানতে হয়েছে। এখানে কাজ করার পাশাপাশি আমরা ব্যবসার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরেছি যা ফরেক্স ছাড়া সম্ভব হত না।
-
ফরেক্স শুধু মাত্র আয় করার জায়গা নয় এখানে এসে একজন নিয়মতান্ত্রিক জীবন যাপনের শিক্ষাও পেয়ে থাকেন। তাই আমি বলবো ফরেক্স শুধু আয় সংশ্লিষ্ট বিষয় নয় সাথে আছে এক মানুষের জীবন যাপনের পদ্ধতি। আসলে আমরা ভূল ভেবে ফরেক্স এ ট্রেড করার জন্য আসি অনেক আশা এবং অনেক আয় করবো এই চিন্তা নিয়ে। যখন শুরু করি আসল বিষয় নিয়ে প্রায় সব ট্রেডারাই বন্ধ করে দেন ফরেক্স কারন তারা শিখতে চান না শুধু আয় করতে চান। আর যারা বুঝতে পারেন যে, শিখতে হবে তারপর আয় করতে হবে তারাই একমাত্র ফরেক্স এ সফল ট্রেডার।
-
ফরেক্স যে কেবল আয়েরই উৎস এটা বল বাহুল্য। এটা শুধু আয়েরই উৎস না এখান থেকে অনেক কিছু শেখার আছে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করেই ফরেক্স বিজনেস গড়ে উঠেছে। তাই আমরা ফরেক্সের মাধ্যমে কোন দেশের মুদ্রা সম্পর্কে কিছু জানতে পারি। যে দেশের মুদ্রা নিয়ে আমরা ট্রেড করি তার পূর্বে আমরা ওই দেশের অর্থনৈতিক অবস্থাটা ভাল করে জেনে নিয়ে তারপর ট্রেড করি। এতে আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ হয়। এছাড়াও কিভাবে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হয় ফরেক্স আমাদের সেই শিক্ষাটা দেয়। কিভাবে ধৈর্য্য সহকারে কাজ শিখে ট্রেড এ সফলতা পাওয়া যায় সেই শিক্ষাটা আমরা ফরেক্স থেকে পাই।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু আমি মনে করি এটি শুধুমাত্র একটি আযের উৎস। কারণ সবাই আয় করার জন্যই ব্যবসা করে থাকে। আর আমিও এটি করে থাকি শুধুমাত্র আয় করার জন্য। তবে এই ব্যবসা হতে আয় করা কিন্তু এতটা সহজ নয়। কারণ এটি একটি জটিল ব্যবসা। এর থেকে আয় করার জন্য অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই আমি যদি আয় করতে চান তাহলে অবশ্যই পরিশ্রম করবেন।
-
ফরেক্স হল আন্তজার্তিক মুদ্রা বাজার বিশ্বের সকল দেশের মুদ্রা এখানে ক্রয়-বিক্রয় করা হয়।তবে এই ফরেক্স যে শুধুই একটা ব্যবসা তা কিন্তু নয়।ফরেক্স আমাদের একদিকে যেমন শুধু ব্যবসা শেখায় অন্যদিকে আমাদের ভবিষ্যৎ জীবন কিভাবে চালাব সেই শিক্ষাও আমরা ফরেক্স থেকে পাই।ফরেক্স আমাদের শেখায় বিপদে পড়লে কিভাবে ধৈর্যশীল হতে হয় কিভাবে বিপদ মোকাবেলা করতে হয়।ফরেক্স আমাদের নিয়মানুবর্তিতা কর তোলে যা আমাদের সমাজে বসবাস করার জন্য সমাজে টিকে থাকার জন্য অনেক বেশি প্রয়োজন।তাই বলা যায় ফরেক্স শুধু ব্যবসাই না এটা এক ধরনের জীবন ব্যবস্থা।
-
না ফরেক্স শুধুমাত্র আয়ের উৎস না,বরং একটি শিক্ষা ক্ষেত্র ও বালা যায়,কারন ফরেক্স থেকে আয় করতে হলে যে শিক্ষা বা বৈশিষ্ট গুলো আয়ত্ব করতে হয়,তা বাস্তব জীবনে চলার পথে ব্যাপক ভুমিকা পালন করে থাকে,যেমন ফরেক্সে কাজ করার জন্য আপনাকে নিয়মানুবর্তি হতে হবে,কঠোর পরিশ্রমী ও অধ্যাবসায়ি হতে হবে,ধৈযধারন করে কাজ করার মানুষিকতা তৈরী করতে হবে,লোভকে নিয়ন্ত্রন করতে শিখতে হবে,অনুসন্ধানি মনের মানুষে পরিনত হতে হবে,কোন বিষয়ে বিশ্লেষন করতে হবে,এই শিক্ষা গুলো আপনার বাস্তবিক জীবনে অথ্যাৎ আপনি চাকরি,ব্যাবসা যা ই করেন না কেন,সকল ক্ষেত্রে উন্নতিতে গুরত্বপূৃর্ন ভুমিকা পালন করবে,আর এই শিক্ষা গুলো আপনি ফরেক্স থেকে পাবেন,আথ্যাৎ ফরেক্স আপনার জন্য শুধুমাত্র আয়ের উৎসই নয়,এটা বাস্তব জীবনের প্রয়োজনিয় শিক্ষা ও প্রদান করে থাকে।
-
ফরেক্স হচ্ছে এক টি বিজনেস। আমরা জানি বিজনেস মানি লাভ আর লস। তাই ফরেক্স কে আয়ের উৎস না বেবে ফারটাইম ফরেক্স করা বেস্ট। কারন ফরেক্স জটিল সমিকরনের মধ্য দিয়ে চলমান। তাই আপনি শুধু ফরেক্সর উপরে নির্ভর না হয়ে পাশাপাশি অন্য কিছু করেন।
-
ফরেক্স কে আমরা সবাই টাকার উৎস মনে করলেও আসলে ফরেক্স টাকার উৎস এর পাশাপাশি মানুষকে অনেক বিষয়ে শিক্ষা দেয়। ব্যবসা করার নিয়ম নীতি একজন মানুষ ফরেক্স থেকেই ভালোভাবে শিখতে পারে। কারণ ফরেক্সে ট্রেডিং করতে করতে মানুষ ব্যবসা সম্পর্কিত অনেক তথ্য লাভ করে। ব্যবসার মূল মন্ত্র যে অধ্যাবসায় তা মানুষ ফরেক্স থেকেই লাভ করে থাকে। এছাড়াও ব্যাবসায় লোভের কোন স্থান নেই তাও ফরেক্স থেকে জানা যায়।
-
ফরেক্স মার্কেটিং এর দারা শুধু যে আয় করা যায় তা নিয়। এটি শেখার একটি উৎস বটে। ফরেক্স শুধু আয়ের উৎস নয় ফরেক্স থেকে অনেক কিছু শেখার আছে এটার মাধ্যমে অনলাইন ব্যাবসা শিখা যায় । এর মাধ্যমে অধ্যাবসায়ের অনুশীলন হয়, নিমানুবর্তিতা ও ধৈর্যশীল হওয়া যা। ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যা থেকে বৈদিশিক মূদ্রার অনেক খবর জানা যায়। এটার মাধ্যমে আমাদের জ্ঞান প্রসারিত হয় এটা আমাদের ধৈর্যশালী করে তুলে যা বাস্তব জীবনে খুবই দরকার । তাই আমি মনে করি ফরেক্স আয়ের সাথে-সাথে জ্ঞানের ও উৎস ।
-
আমি বলবো ফরেক্সকে আপনি আসলে যতোটা কঠিন ভাবছেন এটা মোটেই অতোটা কঠিন নয়।আপনি আস্তে আস্তে সেখা শুরু করেন দেখবেন দুনিয়াতে এর চেয়ে সহজে আয়ের কোন পথ নেয়।আপনি প্রথমে ফরেক্সের বেসিক শেখা শুরু করেন তারপর আস্তে আস্তে এডভান্স লেভেলের দিকে এগুতে থাকুন।দেখবেন এটা আপনার কাছে আস্তে আস্তে সহজ হতে শুরু করছে।এটা সত্যিই চমৎকার একটা আয়ের পথ।