একেক জনের লস এর কারন একেক রকম। কেউ একাধিক কারেসিতে ট্রেড করে লস করছেন। আবার কেউ মানি ম্যানেজমেন্ট না মানার কারনে লস করছেন। আবার কেউ লোভ করে শুধু প্রফিট এর আশায় মনগড়া ট্রেড দিয়ে লস করছেন। ফরেক্স এ একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। তা না হলে ফরেক্স থেকে কিছু আশা করা যাবে না।