ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আপনি যদি ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়ে কাজ করেন তাহলে মাঝে মাঝে লাভ এবং মাঝে মাঝে দুটই হবে।আমি মনে করি ইন্ডিকেটরেন উপর নির্ভর না হয়ে আমরা মারর্কেট ভালো করে বুঝার চেষ্টা করি এবং ট্রেড করি।
Printable View
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আপনি যদি ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়ে কাজ করেন তাহলে মাঝে মাঝে লাভ এবং মাঝে মাঝে দুটই হবে।আমি মনে করি ইন্ডিকেটরেন উপর নির্ভর না হয়ে আমরা মারর্কেট ভালো করে বুঝার চেষ্টা করি এবং ট্রেড করি।
আসলে এখানে নানা গুরুর নানা মত। কেউ বলেন ইনডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আপনাকে গোল খাওয়াবে। আবার কেউ বলেন আপনি রোবট ব্যবহার করুন আর বসে বসে প্রফিট এর টাকা গুনেন। মর্কেট এর মুভমেন্ট বুঝার জন্য আর ট্রেড এন্টি একটু বেশী কনফারম হবার জন্য । আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি যে তারও ইন্ডিকেটর ব্যবহার করে শুধু মাএ ট্রেড কনর্ফাম এর জন্য ।
ইনডিকেটর আপনাকে মার্কেট এর গতিবিধি বুঝতে সহায়তা করে। কিন্তু হাই নিউজ টাইম ট্রেডিং এর সময় মার্কেটের গতিবিধি যেকোনো দিকে জেতে পারে। সে ক্ষেত্রে ইনডিকেটর তেমন সাহায্য করতে পারে না। আপনাকে ইন্ডিকেটর নির্ভর হওয়া যাবে না তবে আপনি এমটি ৪ এ কিছু ইন্ডিকেটর পাবেন সে গুলো ব্যাবহার করে দেখতে পারেন মার্কেট আপ এ আছে না ডাউন আছে এটা বুঝার জন্য।
না, কখনই না। ইনডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে, সিগনাল প্রদানকারী হতে পারে না। তাই প্রত্যেক ট্রেডার এর উচিত ইনডিকেটর কে সাহায্যকারী হিসেবে গ্রহন করা। যদি ইনডিকেটর সঠিক সিগনাল দিতে পারত তাহলে ফরেক্সে কেউ লস খেত না। সুতরাং ইনডিকেটর এর উপর কারই নির্ভর হওয়া উচিত না।
আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না মার্কেট কোন দিকে যাবে তা ইন্ডিকেটর কখনই বলতে পারবে না আমরা নিজেরা ট্রেড এনালাইসিস করে ইন্ডিকেটর দেখে ট্রেড কনফার্ম করতে পারি তবে একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে। অন্যথাই ভাল ফলাফল আশা করা যাবে না । ফান্দামেন্তাল এনালাইসিস কে সরবোচ্ছ অগ্রাধিকার দিতে হবে ।
ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিত নয়।
ইন্ডেকেটর নিভর হওয়া পুরাপুরি ভালো না কিন্ত আপনি কিছুটা ইন্ডেকেটর দেখে এনালাইসিস করতে পারেন । ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
ইন্ডিকেটর উপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। অনেক সময় ইন্ডিকেটরের রেজাল্ট বা তথ্য ভুল প্রদান করে থাকে। সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দক্ষতার সঙ্গে ট্রেড নিয়ম নীতি অনুসরণ করে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত। একজন নতুন ব্যাটারি ক্ষেত্রে ইন্ডিকেটর না অনুসরণ করাই শ্রেয়। এতে করে ফরেক্স এনালাইসিস করার জন্য অনেক তথ্যই থেকে যায়।
হাই নিউজ টাইম ট্রেডিং এর সময় মার্কেটের গতিবিধি যেকোনো দিকে জেতে পারে। সে ক্ষেত্রে ইনডিকেটর তেমন সাহায্য করতে পারে না। তাই সবসময় ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করা বোকামি। আমরা চেষ্টা করবো যেন কোন ধরনের লস না হয় । তাছাড়া আমরা যখন ট্রেড করবো তখন অবশ্যেই নিজে বুঝে করতে হবে । তাই আমি বলবো ইন্ডিকেটর করলেও কম করার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য ভালো হবে।
যারা ফরেক্স জগতে এসে বিভিন্ন সিগন্যাল, ইন্ডিকেটর খোঁজেন তাদের বলব এসব ইন্ডিকেটরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন নইলে খুব দ্রুত আপনি ফরেক্স মার্কেট থেকে বিদায় নিবেন। কারণ ইন্ডিকেটর মার্কেটের সাথেই চলাচল করে। এটা কখনও আপনাকে একজন বড় ট্রেডার হতে দিবে না। হাবি যাবি ইন্ডিকেটর বাদ দিয়ে মার্কেটের ট্রেন ধরা এবং আকা শেখেন। মার্কেটের চার্ট প্যাটার্ন বোঝেন। সাপোর্ট, রেসিস্টান ড্র করা শেখেন। মার্কেটের ক্যান্ডেলিস্টিক গুলি জানেন এবং কোন ক্যান্ডেল এর কি কাজ সেইটা পড়েন বোঝেন।