-
আমি ফরেক্স মার্কেটে একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার।দৈনিকই যে ট্রেড করতে হবে আর প্রফিট করতে হবে সেটা আমার মূল লক্ষ্য নয়। কাজের ফাকে ট্রেডিয় করি বলে যখন সময় পায় তখন ট্রেড করি। নির্দিষ্ট কোনো সময়ে ট্রেড করিনা। সাপোট এবং রেসিসটেন্স বুঝে ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এবং এভাবেই এন্টি ক্লোজ করার চেষ্টা করি।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
আসলে ফরেক্স এমন একটা পেশা যেটা যে কেউ চাইলে যে কোন সময়ে করতে পারে কেননা এর সময় বন্টনটা অত্যন্ত চমৎকার । কয়েকটা সেশনে পুরো চব্বিশ ঘন্টাই মার্কেটে লেনদেন তথা ক্রয় বিক্রয় হয়ে থাকে । এ ক্ষেত্রে অবশ্যই আমি রাতেই বেশিরভাগ ট্রেড করি । কেননা দিনে অনেক ব্যাস্ত থাকাতে এদিকটা সামাল দিতে পারি না ঠিকমত । তবে রাতেই সবচেয়ে ভাল পরিবেশ পায় ট্রেড করার ক্ষেত্রে ।
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আসলে আমি ফরেক্স এ নতুন।তবে আমি যতদূর জানি অভিজ্ঞ ট্রেডাররা রাতেই ট্রেড করে।কারন তখন মার্কট অনেক উঠানামা করে।
-
আমি ফরেক্স বেশীর ভাগ রাতে করে থাকি। কারন আমি দিনে পরালেখা ও কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই আমি রাতে সময় পাই এবং রাতে ফরেক্স এ কাজ করে থাকি। এছাড়া্ রাতে ফরেক্স এ কাজ করাটা মজাই আলাদা। কারন রাতে অনেকটা নিরব ও নিটাল থাকে ঠান্ডা মাথায় বুঝে শুনে ফরেক্স ট্টেড করা যায় ও অনেকটা লাভ ও করা যায়।
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু দেকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। শের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং
-
আমি সবসময়ই করি বিশেষ করে রাতে ।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।