-
যারা ফরেক্স ট্রেডিংয়ে একেবারে নতুন ফরেক্স ট্রেডিং সম্পর্কে যাদের জ্ঞান নেই বললেই চলে তাদের জন্য আমি মনে করি ডেমো ট্রেডিংয়ের কোন বিকল্প নেই। ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্সে কিভাবে ট্রেড করতে হয়,কিভাবে ট্রেড করে প্রফিট লাভ করতে হয় মার্কেট মুভমেন্ট কিভাবে কাজ করে ইত্যাদি বিষয়ে পরিপূর্ন জ্ঞান লাভ করার সুযোগ পাওয়া যায় আর যতদিন প্রর্যন্ত উল্লেখিত বিষয় সমূহ পরিপূর্ন ভাবে রপ্ত করা সম্ভাব না হয় তত দিন প্রর্যন্ত ডেমো ট্রেডিংয়ে নিয়মিত ভাবে অনুশীলন করে যাওয়া উচিত বলে আমি মনে করি।
-
ডেমো ট্রেডিং এর জন্য আসলে কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যত বেশি পারেন ততবেশি ডেমোতে অনুশীলণ করবেন। কারণ আপনি যতবেশি ডেমোতে অনুশীলণ করবেন ততবেশি শিখতে পারবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর আপনি যদি বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে রিয়েলে শুরু করেন তাহলে আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। তাই চেষ্টা করুন যতবেশি আপনি ডেমো করতে পারেন।
-
অনেক এ ডেমো ট্রেড এ ২মাস, ৩মাস, ৬মাস সময় নিয়ে ট্রেড করতে বলেছেন। আমার মনে হয় ফরেক্স ট্রেড প্রাথমিক জ্ঞান আসে তাও ১ বছর পর থেকে তাও লস করতে হবে শুধু এই লস সাধারনত ২ বছর চলতে পারে। তবে আমার মনে হয় আপনি যদি সঠিক রেজাল্ট চান কম লস করে তাহলে ডেমোতেই অন্তত ২ বছর কাটানো উচিত। তারপর একজন ট্রেডার নিজেই বুঝতে পারেন কখন তার রিয়েল ট্রেড করা উচিত। আসলে ডেমো ট্রেড করা নিজেকে যাচাই করা এটা সম্পূর্ন একজন ট্রেডারের ব্যপার। অনেকের ৫ বছরেও হয় না আবার অনেকের ২ বছরে হয়ে যায়। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে।
-
ট্রেড শেখার মূল অংশটাই হলো ডেমো ট্রেড। কারন আপনি যখন যা শিখবেন বা যা আপনি পরীক্ষা নিরিক্ষা করতে চান সম্পূর্নটাই আপনাকে করতে হবে ডেমো ট্রেড এ। কারন ডেমো ট্রেড হলো ১০০ ভাগ ঝুকিহীন। আপনি রিয়েল মার্কেট এ তখন ঝুকি নিবেন যখন আপনি ঝুকির কত লস সেটা বুঝতে পারবেন। তাই ডেমোতে আপনি যতবেশী কলাকৌশল প্রয়োগ করতে পারবেন তত বেশী আপনার জন্য লাভবান। আমরা সবাই লাভ করার জন্য ফরেক্স ট্রেড করতে চাই কিন্ত দেখা যায় সময় নিয়ে না শেখার কারনে অনেক লস গুনতে হয় বা ফরেক্স ট্রেড করাও ছেড়ে দিতে হয় অনেক সময়। তাই আগে শিখুন এবং বুঝুন তারপর ট্রেড করুন।
-
আমি ব্যক্তিগতভাবে মনে করি যত দিন ফরেক্স মার্কেটের সাথে সংযুক্ত থাকবেন তত দিনই ডেমো ট্রেডিং দ্বারা আবদ্ধ থাকতে হবে। কারণ ডেমো ট্রেড দ্বারা আপনি খুব সহজেই এই মার্কেটের সকল ধরনের জ্ঞান অভিজ্ঞতা প্রয়োগ করে এর সঠিক ব্যবহার সম্পর্ক জানতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে অনেক বেশি সচেতন হওয়া সম্ভব। যা রিয়েল ট্রেডে করতে গেলে আপনাকে অনেক বেশি ঝুকির মুখে পড়তে হতে পারে। অতএব বুঝতেই পারছেন কতদিন ডেমো ট্রেড করলে রিয়েল ট্রেডের সাথে এগোতে পারবেন।
-
একজন ট্রেডার ঠিক কতদিন ধরে ডেমো ট্রেডিং করবেন তা নির্দিষ্ট করে বলা যায় না।কারণ ফরেক্স এমন একটি মার্কেট যেখানে শেখার কোন শেষ নেই।আমরা প্রতিদিনই ফরেক্স থেকে কিছু না কিছু শিখে থাকি।তবে একজন ট্রেডার যদি কমপক্ষে তিন মাস ডেমো ট্রেডিং করে তাহলে ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুটা হলেও আয়ত্ত করতে পারবে।
-
আমরা ফরেক্স করছি কিন্তু ডেমো প্রথম ফরেক্স শিখার সুচনা কারণ আমরা অনেকে এমন প্রথমে ডোমে একাউন্ট করে ফরেক্স শিখেছে আবার কেউ নতুন থেকেও রিয়াল মানি দিয়ে ফরেক্স শিখেছ,তবে আমি এটুকু বল্লো প্রথমে ডেমো একাউন্ট করে ফরেক্স করা ভাল, কারণ রিয়াল মানি হারাবার কোন ভয় থাকেনা আমি এমন অনেকর দেখেছি যারা নতুন তাহারা কেউ এক দিন ডেমো একাউন্ট করে তারপরের দিন রিয়াল মানি দিয়ে ট্রেড করতে , আবার অনেকেই ৫',৬,১০,১৫ দিন একমাস ডেমো করে রিয়াল শুরু করে ভালই প্রফিট পাইছে তাই আমার মনে হয় নিজের ভাল ভাবে চেষ্টায় থাকলে করলে, এমনই সময় লাগতে পা্রে, তবে শিখার শেষ নিজের চেষ্টার উপরে নির্ভর করবে।
-
একজন নতুন ফরেক্স মেম্বারকে ফরেক্স সম্পর্কে জানতে প্রাথমিক অবস্থায় ডেমো ট্রেডিং করতে হয়। ডেমো ট্রেডিং করার জন্য ডেমো একাউন্ট খুলতে হয়। ডেমো একাউন্টটি অনেকটা রিয়েল একাউন্টের মত কিন্ত এখানে ব্যালেন্সর এমাউন্টটি ভার্চুয়াল। কেবল ট্রেড প্রাক্টিস করার জন্য ডেমোতে ট্রড করতে হয়। ডেমো ট্রেডিং কতদিন করা উচিৎ তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ এক এক জনের মেধা এক এক রকম। এই ক্ষেত্রে আমি মনে করি একজন নতুন ফরেক্স মেম্বার যতদিন না ফরেক্স সম্পর্কে দক্ষতা অনায়ন করতে না পারছে ততোদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ। সেখানে একবছর সময় লাগলেও ধৈর্য্য সহকারে ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।
-
আমার মতে কমপক্ষে ৬ থেকে ১২ মাস ডেমো প্রাকটিস করা উচিৎ।কারণ ডেমো প্রাকটিস করলে আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড করতে পারবেন।আর যেকোন কাজে ভালোভাবে প্রাকটিস করা ভালো প্রাকটিস করে যখোন কোন কাজে হাত দেওয়া হয় তখোন সে কাজ টা সহজ মনে হয়।ফরেক্স এর ডেমো একাউন্ট খুলে প্রাকটিস করতে হবে তারপর ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হবে।
-
শেখার কোন শেষ নেই যতটা শিখবেন ততটা অভিজ্ঞ হয়ে উঠবেন,ডেমো ট্রেড করার জন্য নিদিষ্ট বা বাধা ধরা কোন সময় নেই,আমার মতে ততদিন ডেমোতে ট্রেড করা উচিত যত দিন নিজেকে একজন দক্ষ ট্রেডার মনে না করবেন এবং বুযতে পারবেন যে এখন লস এড়িয়ে ট্রেড করতে পারবেন,তবে কমপক্ষে ৬ মাস ডেমোতে ট্রেড করা উচিত,আর যখন থেকে মূল একাউন্টে ট্রেড শুরু করবেন, তখন মূল একাউন্টের সাথে ডেমোতে ট্রেড করে প্রাকটিস করা উচিত।