আমি কোনদিন রোবট ব্যাবহার করিনি, তবে আমি রোবট সম্পর্কে জানি। রোবটের সাহায্যে নিজে না থেকেও ট্রেড করা যায়। রোবটটি যদি লাভজনক হয় তাহলে খুব ভাল। আর যদি লাভজনক না হয় তাহলে নিজের টাকা রোবটের হাতে না দেয়াই ভাল। নিজে ট্রেড করাই ভাল।
Printable View
আমি কোনদিন রোবট ব্যাবহার করিনি, তবে আমি রোবট সম্পর্কে জানি। রোবটের সাহায্যে নিজে না থেকেও ট্রেড করা যায়। রোবটটি যদি লাভজনক হয় তাহলে খুব ভাল। আর যদি লাভজনক না হয় তাহলে নিজের টাকা রোবটের হাতে না দেয়াই ভাল। নিজে ট্রেড করাই ভাল।
রোবট ব্যবহার যদিও লাভজনক তবুও নতুনদের জন্য ব্যবহার একটু রিস্কি । অনেক ধরনের রোবট আছে তবে ea সবচেয়ে জনপ্রিয়। আমি ব্যক্তিগতভাবে রোবট ব্যবহারের পক্ষপাতি না।
আমি রোবট ব্যাবহার কে অনেক বেশী সমর্থন করি কারন আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে বেশী করে ট্রেডিং এ যোগ দিয়ে আমাদের কে ট্রেড শিখতে হবে এ জন্য আমাদে রক বেশী করেই এই মার্কেট হতে ভাল করে ট্রেডশিখতে হবে ।
রোবট ব্যবহারের আমি পক্ষ নেই না । সেটা নিজের সাহায্যে কখনোই করা উচিত নয় । রোবটের সাহায্যেই অর্জন করা খুবই কষ্টের ব্যাপার । রোবট ব্যবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে । রোবট ব্যবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে । আমরা ভালো ফলাফল পেতে চাইলে অবশ্যই নিজে নিজে ব্যবহার করতে হবে ।
ফরেক্স এ রোবট বা এক্সপার্ট এডভাইজর ব্যবহার করে অনেক ভাল এবং ধারাবাহিক ভাবে প্রফিট করা যায় । কারন এখানে অনেক ভালো স্ট্রাটাজি প্রগ্রাম করা থাকে ।তবে অনেক রোবট ব্যবহার করে লাভের পরিবর্তে লস হতে পারে । তাই রোবট ব্যবহার করার আগে ডেমো একাউন্ট এ টেস্ট করে নেওয়া উচিত ।
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷আমি নিশ্চিত যে কোনো প্রকার ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না,না,না...৷
ফরেক্স মার্কেট এ আমি রোবট দিয়ে ট্রেড করি না তবে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি কয়েকটা রোবট টেস্ট করছিলাম বেশির ভাল রোবট লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে আর একটা রোবট ৩০০ % পর্যন্ত লাভ করে তার পর অ্যাকাউন্ট জিরো করে ফেলে তারপর থেকে ফরেক্স মার্কেট এ আমি নিজে ট্রেড করি আর নিজে ট্রেড করা আমার কাছে অনেক ভাল মনে হয় ফরেক্স মার্কেট এ তাই আমার নিজে নিজে ট্রেড করা
রোবট একটি software যা কারো না কারো ট্রেডিং স্টাজেডির উপরে নির্মিত। আর ফরেক্স মার্কেট চলে সবসময় বর্তমান বিম্বের অর্থনৈতিক অবস্থার উপর সুতরাং রোবট না ব্যবহার করাই ভাল। তাছাড়া আপনার সাথে আরো বোবটের সাথে সময়ের কমবেশি হয়ে যাবে ফলে কোনো কিছুই মিলবে না।
হ্যাঁ রোবট ব্যাবহারে আমি সমরতন করি! কিন্তু রোবট ব্যবহারের আগে আমাদের সবাইকে রোবট সম্পর্কে ধারনা থাকা দরকার। কারণ রোবট ব্যাবহার না জানলে ট্রাডিং এ সমস্যা হতে পারে।
আসলে রোবট ব্যাবহারের মধ্যে আমি যদি লাভ করতে পারি তাহলে আমি এটাকে অবশ্যই সমর্থন করব আমি মনে করি ফরেক্স মার্কেট এ সকল রোবট ভাল না কিছু ভাল রোবট আছে আবার কিছু খারাপ রোবটও আছে । এখানে আপনাকে বেছে নিতে হবে রোবট কিনে প্রতারণার শিকার হবেন না ।