-
হ্যা এমন একটি সময় ছিল যখন আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করতে ভালবাসতাম আর সেই ভালবাসা থেকেই আমি প্রথম স্ক্যাল্পিং করতে শুরু করি এবং পর পর বেশ ভালই প্রফিটের দেখা পাই কিন্তু এক সময় আমি এই স্ক্যাল্পিয়ের জন্য সর্বশান্তি হয়ে যাই সেই থেকে আমি আর কখনই এখানে স্ক্যাল্পি ট্রেড করি না।
-
আসলে আমি প্রথম দিকে প্রচুর স্কাল্পিং করতাম । কিন্ত বর্তমানে আমি স্কাল্পিং মোটেও পছন্দ করি না । কেননা স্কাল্পিং আমি মনে করি সেই সব ট্রেডারদের জন্য উপযুক্ত যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে ফরেক্স মার্কেট সম্পর্কে । তাই আমি মনে করি যে ফরেক্স ট্রেডার হতে হলে আমাদেরকে অবশ্যই বিচক্ষণ হতে হবে । আমার নিজের জন্য উপযুক্ত টাইম ফ্রেমটা নির্বাচন করতে হবে ।
-
এই স্ক্যল্পিং করতে গিয়ে কম একাউন্ট লাল করি নি। তবে এখন আর এই ভূল মাথার মধ্যে নেই। তাই আমি নিজের মধ্যে এই জিনিস তৈরী করেছি যে এটা অনেক বড় একটা বিষয় এবং অনেক পরের একটা বিষয়। কেননা এর জন্য অনেক ব্যালান্স দরকার হবে। তাই আমি এটা পছন্দ করিনা |
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ আমরা যারা আছি তারা অনেকেই স্কাল্পিং পছন্দ করি না কারন এটা হল অল্প সময়ের ট্রেড আর অল্প সময়ের ট্রেড থেকে অল্প লাভ ছাড়া বেশী লাভ করা যায় না । তাই যারা এটা ভাল বোঝে তারা স্কাল্পিং করে যারা বুঝে না তারা করে না ।
-
আমি স্কালপিং পছন্দ করি না। তবে অর্থ কম থাকায় স্কালপিং করতে হয়। কারণ স্পালপিং এ অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া ঘটে। তবে ১ঘন্টা ৪ ঘন্টার চার্ট ফলো করে স্কালপিং করলে সমস্যা থেকে এড়ানো যায়। তবে স্কালিং না করাটায় উত্তম।
-
ফরেক্স মার্কেটে স্ক্যালিং করে প্রচুর আয় করা সম্ভব।কিন্তু যে কোন ট্রেডার স্ক্যালিং করে কখনো অনেক টাকা আয় তো দূরে থাক তার থেকে বেশি লস হবে।কারন একজন দক্ষ ট্রেডারই স্ক্যালিং করতে পারে ভালভাবে।স্ক্যালিং বলতে শর্ট টাইম ট্রেড কে বোঝায়।যেমন ১ মিনিট থেকে ৩০ মিনিটের ভিতরে যে ট্রেড করা হয় তাই স্ক্যলিং ট্রেড।
-
আমি কোনভাবেই স্ক্যাল্পিং পছন্দ করি না । কেননা স্ক্যাল্পিং জিনিসটা অত্যন্ত কার্যকর হয় অভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে । কিন্ত আমরা যারা নতুন ট্রেডার কিংবা অদক্ষ ট্রেডার আছি তাদের সর্বদা উচিত হবে ফরেক্সে বেশি পরিমাণে লং ট্রাম ট্রেড করা । যত বেশি লং ট্রাম ট্রেড করা যাবে তত বেশি পরিমাণে সফলতা লাভ করা যাবে । ফরেক্সে সফল হতে হলে লং ট্রাম ট্রেডিং এর কোন বিকল্প নেই ।
-
স্ক্যাাল্পিং ট্রেডের মাধ্যমে আমরা নগদ আয় করতে পারি । কিন্তু সেটা স্থায়ী নয় । আমরা যদি স্থায়ীভাবে কোন ট্রেড করি তাহলে অবশ্যই আমাদের লং ট্রেড করতে হবে তা না হলে আমরা বিপদে পড়ে যাব । অতএব যে ট্রেডার যত ধৈর্য্য ধারণ করে ফরেক্স করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সকলেই স্কেল্পিং ট্রেড না করে লং ট্রেড করা শুরু করব ।
-
স্কাপ্লিং ট্রেদ করা ফরেক্স মার্কেটে অনেক ক্ষতিকর আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে চান তাহলে আগে মার্কেট থেকে জ্ঞান অর্জন করতে হবে।তবে আমার মতে লং টার্মের ট্রেড করা বেশি লাভজনক।দিনের যেকোন সময়ে ট্রেড করে আপনি লাভবান হতে পারেন লং টাইমের ট্রেডে।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা স্ক্যাল্পিং পছন্দ করে এবং প্রতিনিয়ত স্ক্যাল্পিং করে থাকে। আসলে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ তারাই কেবল স্ক্যাল্পিং করতে পারে। নতুনদের উচিত স্ক্যাল্পিং হতে দুরে থাকা। কেননা অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং করতে গেছে তাতে লসের সম্ভাবনাই বেশি হয়ে থাকে। না আমি কখনোই স্ক্যাল্পিং করি না।