আমি অবস্যই ফরেক্স অন্য কাউকে সেখাতে চাই তবে যাকে সেখাব তার শেখার আগ্রহ থাকতে হবে এবং ফরেক্স এ ট্রেড করার পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে
Printable View
আমি অবস্যই ফরেক্স অন্য কাউকে সেখাতে চাই তবে যাকে সেখাব তার শেখার আগ্রহ থাকতে হবে এবং ফরেক্স এ ট্রেড করার পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে
যতটুকু জানি ততটা তো শিখানো যায়। আসলে সবাই তো আর শেখাতে পারেনা। এটা তো একটা গুন। ফরেক্স শেখানোর জন্য তো গুন থাকতে হবে। আপনি ইছছা করলেই শেখাতে পারবেন না। এর জন্য আপনার কুয়ালিটি থাকতে হবে।
ফরেক্স আমি নিজেই শিখতে পারিনি তবে শিখলে শিখানোর চিন্তা করব,ফরেক্স মার্কেট না শিখে না বুঝে ফরেক্স ট্রেড করলে লস সম্ভাবনা বেশি।
বাংলাদেশে বেকার সমস্যা অনেক বড় সমস্যা। ফরেক্স এই সমস্যা অনেকটাই সমাধান করতে পারে। কারও যদি ফরেক্স শেখার আগ্রহ থাকে আমি অবশ্যই তাকে ফরেক্স শেখাব। এছাড়া আমি আমার পরিবারের অন্য সদস্যকে ফরেক্স শেখাব।
আমি নিজেই বেশ কিছুদিন যাবত ফরেক্স শিখছি। এর মাঝেই দুইজন কে ফরেক্স সম্পর্কে হাল্কা পাতলা শিখিয়েছি, হাল্কা পাতলা ধারনা দিয়েছি। আবার অনেকেই আমার কাছে ফরেক্স সম্পর্কে জানতে চান। তাই ভেবেছি ফরেক্স আগে নিজে ভালোবভাবে শিখবো। তারপর অনেককেই ফরেক্স শিখানোর চেষ্টা করবো। শেখানোয় আলাদা মজা আছে।
ফরেক্স ট্রেডিংয়ে আমি নতুন হওয়ায় এখন পর্যন্ত কাউকেই ফরেক্স শিখাতে পারিনি।তবে ইচ্ছে আছে যদি নিজে সফল হতে পারি তবে অনেককেই শিখাব।এরইমধ্য আমি কয়েকজনের সাথে নিয়োমিত আলোচনা করি।আশা করছি কিছুদিনের মধ্য মোটামুটি শিখতে পারবো।মূলত আমি মনে করি সবার ভেতরই এই শিক্ষা দেওয়ার মানসিকতা থাকা উচিত নতুবা নতুন কেউ ফরেক্স ট্রেডিং শিখতে পারবে না।কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফরেক্স ট্রেডিং শিক্ষা জরুরি মনে করছি।
আমি আপনার সাথে একমত। আমি এখনো পুরোপুরি অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করতে পারিনি। কাউকে শিখাতে হলে আগে নিজের জ্ঞান অর্জন করতে হবে। আমি যখন নিজে লাভবান হবো তখন আমার অর্জিত জ্ঞান অন্যদের সাথে শেয়ার করবো এতে করে আমার জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাবে।
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এবং আমি প্রতিদিনই মার্কেট থেকে কিছু না কিছু শিখছি এবং আমি আমার এই শেখাটাকে অন্য যারা নতুন ট্রেডার আমার আশ পাশে আছে আমি তাদের সাথে শেয়ার করে তাদের শেখানোর পাশাপাশি আমার জ্ঞানকে আরও শাণিত করি। ধন্যবাদ।
হ্যাঁ, আমি আমার একটা বন্ধু কে ফরেক্স শিখাতে চাই কারণ সে আমার কাছে ফরেক্স সর্ম্পকে জানার পর ফরেক্স করার জন্য আগ্রহ দেখিয়েছে। তার আগ্রহ দেখে আমার শেখাতে ইচ্ছা হল। আমি চাই আমার মতো সে ও ইনকাম করুক।
নিজে শিখা আর অন্যকে শিখানো উভয়টি একটি মহৎ কাজ । আর এই মহৎ কাজে সবার এগিয়ে আসা উচিৎ । আর তা যদি হয় ফরেক্স তাহলেত কোন কথাই নেই , কারণ ফরেক্স হচ্ছে ফরেক্স হচ্ছে এমন একটি বিদ্যা যেটি শিখলে একজন মানুষ খুব সহজে ঘরে বসে টাকা আয় করতে পারবে । এবং যে শিখাবে তার জ্ঞানের পরিধি আর বাড়বে । তাই আমি অন্যকে ফরেক্স শিখাতে চাই । তবে তার আগ্রহ থাকতে হবে । যদি তার আগ্রহ না থাকে তাহলে এই শিখানো তার কুনো কাজে লাগবেনা । শুধু শুধু সময় নস্ট করা ছাড়া আর কিছুই না ।