-
ট্রেডিং এর ক্ষেত্রে ক্যাপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্যাপিটাল এর বাংলা অর্থ হল মূলধন। ফরেক্স ট্রেডিং এ যার ক্যাপিটাল বা মূলধন যত বেশি তার ইনকাম তত বেশি। মূলধন বেশি হলে অধিক সংখ্যক ট্রেড ওপেন করা যায়। ফলে প্রফিটও বেশি অর্জন করা যায়। তাছাড়া ক্যাপিটাল বেশি হলে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং করলে অধিক প্রফিট অর্জনের পাশাপাশি মূলধন নিরাপদ থাকে। আমরা অনেকেই ফরেক্স মার্কেটে কম মূলধন বিনিয়োগ করে বেশি প্রফিট অর্জন করতে চাই। যা অন্তত ফরেক্স মার্কেট থেকে কখনোই আশা করা ঠিক নয়। কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে নিয়ম-নীতি মেনে ট্রেডিং না করলে পুরো মূলধন হারাতে বেশি সময় লাগে না। এ কারণে বেশি প্রফিট অর্জনের আশা করতে হলে বেশি মূলধন বিনিয়োগ করতে হবে। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্সে ক্যাপিটাল সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনার ক্যাপিটাল অবশ্যই বেশি হলে ভাল এই জন্য যে আপনি সারাদিন ট্রেড দিয়ে যখন দেখবেন যে আপনার অনেক কম লাভ হয়েছে তখন আপনি নিজের কন্ট্রোল করতে পারবেন না। দেখা যাবে আপনি তখন বেশি লাভের আশায় বড় ট্রেড দিয়ে বসবেন আর জিরো হওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশি ক্যাপিটাল হলে লাভ বেশি হবে আর আপনার নিজের আশা পূরন হবে।
-
আপনাকে সবসময় ক্যাপিটালের উপর অবশ্যই খেয়াল দিতে হবে কখনো যেন ক্যাপিটাল খুব বেশি কমে না যায়। আর ক্যাপিটাল অনুযায়ীই আপনাকে ট্রেড করতে হবে যদি ওভার ট্রেডিং করেন বা বেশি লাভের আশায় বেশি ভলিউমে ট্রেড করেন তখন ক্যাপিটাল রিস্ক হয়ে যাবে এবং ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে তাই বেশি রিস্ক না নিয়ে সবসময় ক্যাপিটাল সেফ রাখার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ক্যাপিটাল এর গুরুত্ব সবচেয়ে বেশি তার কারণ হল ক্যাপিটাল ছাড়া কেউ কোন ট্রেড ওপেন করতে পারবেনা। যার ক্যাপিটাল যত বেশি সে তত বেশি ট্রেড ওপেন করতে পারবে। আর যদি ক্যাপিটাল কম থাকে সে কম ট্রেড ওপেন করতে পারবে।
-
ক্যাপিটাল অনেক বড় ভুমিকা রাখে ফরেক্স মার্কেটে। কারন ক্যাপিটালের উপর ট্রেড করাটা নির্ভর করে। যার ক্যাপিটাল যত বেশি তার ট্রেডিং করার ক্ষমতা বেশি আর ক্যাপিটাল কমে গেলে ট্রেড করার ক্ষমতা কমে যায় এবং একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
-
ক্যাপিটাল ফরেক্স অনেক গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স ট্রেডিং এর মুল ভিত্তি হল ক্যাপিটাল।তবে আমাদেরকে অবশ্যই ক্যাপিটালের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ট্রেড করতে হবে।অন্যথায় খুব সহজেই আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে।
-
ফরেক্স এ ট্রেডিং এর প্রথম শর্ত হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালের ওপর ট্রেডিং স্ট্রেটেজির অনেক কিছু নির্ভর করে। যেমন মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট করা হয় ক্যাপিটালের ওপর বেজ করে। ক্যাপিটাল বড় হলে লট সাইজ ও বড় করা যায় যার ফলে অধিক লাভ করা সম্ভব হয়। আর মূলধন কম হলে লট সাইজ ও ছোট হয় এবং অনেক ধরনের মেটালে ট্রেড এন্ট্রি নেওয়া রিস্কি হয়ে যায়। মূলধন কম হলে ইচ্ছেস্বাধীন ট্রেড করা সম্ভব হয় না এবং সবসময় একটা ভয় কাজ করে একাউন্ট জিরো হওয়ার। আমি মনে করি ট্রেডের জন্য বড় একাউন্ট বেশি কার্যকরী।
-
ফরেক্স মার্কেটে ট্রেডের ক্ষেত্রে ক্যাপিটাল অনেক বড় ভূমিকা রাখে । ক্যাপিটাল যদি বড় হয় তাহলে বেশী লাভ করার প্রেসার অনেকাংশেই কমে যায় ফলে একজন ট্রেডার অল্প পিপ্সে ট্রেড ক্লোজ করার পরেও লট ভলিউম বেশী থাকার কারনে ভাল একটি অর্থ উপার্জন করতে পারে । এছাড়াও ট্রেড যদি লসে যায় সে ক্ষেত্রে মার্কেটে অনেকদিন পর্যন্ত ট্রেডটি রাখা যেতে পারে । অন্যদিকে ক্যাপিটাল কম থাকলে যেমন রিস্ক নেয়া যায় না মার্কেট বিপরীত দিকে গেলে তেমনি লাভও হয় কম । ফলে অনেকের মনেই লোভ বিষয়টি চলে আসে ।
-
ফরেক্স মার্কেটে ক্যাপিটাল অনেক গুরতপূর্ণ বিষয় । আপনার ক্যাপিটাল যত বেশী থাকবে তত বেশী নিরবর হয়ে ফরেক্স করতে পারবেন । তবে যদি এমন হয় আপনার ক্যাপিটাল আশে অভিজ্ঞতা নেই তাহলে আপনার ক্যাপিটাল কোন কাজে আসবে না । অভিজ্ঞতা সহ কারে মানি ম্যানেজম্যান্ট সঠিক করে আপনে আশুন ।
-
ফরেক্সে ক্যাপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ ক্যাপিটালের উপরই নির্ভর করে একটা ভাল মানি ম্যানেজমেন্ট সেটাপের। যত কম ক্যাপিটাল হবে প্রফিট তত কম হবে। অবশ্য প্রফিট যত বেশীই হোক না কেন লস হলে অনেক বেশী হয়ে যায়। এ ক্ষে্ত্রে ফরেক্স সম্পর্কে আপনার কতটা জ্ঞান,দক্ষতা এবং কৌশলী তার উপর সফলতা নির্ভর করে এবং তখনই ক্যাপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।