আপনার সাথে এক মত যে যারা বলে এই মার্কেট অনেক কঠিন ও এই মার্কেটে 95 % ট্রেডার লস করে । আমার মনে হয় ফরেক্স কিছুটা হলেও সহজ এবং 90% ট্রেডার লাভমান হয় ।
Printable View
আপনার সাথে এক মত যে যারা বলে এই মার্কেট অনেক কঠিন ও এই মার্কেটে 95 % ট্রেডার লস করে । আমার মনে হয় ফরেক্স কিছুটা হলেও সহজ এবং 90% ট্রেডার লাভমান হয় ।
কথাটা জেমন সঠিক তেমনি ভুল,নতুন ট্রেডার ছারা কখনই লচ করেনা।তাহলে যারা পুরাতন ট্রেডার আছে তারাতো লছ করে না।৯৫% ট্রেডার লছ করে ঠিক। তবে নতুনেরা
ফরেক্স মার্কেট অনেক বেশি জনপ্রিয়তা আছে তবে এই মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে থাকে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে কারন ফরেক্স ট্রেডার বেশির ভাগ লোক ফরেক্স সম্পর্কে ভাল না জেনে জারা নতুন ট্রেডার তারা বেশির ভাগ লস করে আর ফরেক্স করতে জারা আসে তারা লভকে নিয়ন্ত্রণ করতে পারেনা আর লস করে । এটা ভুল কথা ফরেক্স এ তারাই সফল জারা ফরেক্স ভাল করে বুজে বুজে ট্রেড করে ও ভাল করে ফরেক্স মার্কেট এর আপডেট নিউজ রাখে ।জারা বেশি লোভ করে তারাই ফরেক্স মার্কেট দিয়ে বার্থ হয়ে ফিরে যায় তাই ফরেক্স করার আগে ভাল করে ফ্রেক্স শিখতে হবে
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রাদের সফল হয়না তার কারন হচ্ছে এই মার্কেটে অনেকে আসে লভে পরে তারা কোন কিছু শিখে আসেনা। তারা চিন্তা করে এই মার্কেটে কত টাকা আমি গেলেই বুঝি পেয়ে জাব। তাই তারা লভে পরে আসে এবং সব কিছু হারিয়ে তার পরে যাই।
নতুন ট্রেডারদের মধ্যে ৯৫% ট্রেডারই সফল হতে পারেন না । এর পিছনে বেশ অনেক কারন রয়েছে । ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আসলে ,অনেক নিয়ম মেনে ট্রেডিং করতে হবে । আন্দাজে ট্রেডিং করার কারনে নতুনদের অনেকেই লস করে থাকেন । অভিজ্ঞতা না থাকলে ফরেক্স মার্কেটে লাভ করা সম্ভব নয় । ফরেক্স মার্কেট সম্পরকে দক্ষতার অভাবের কারনে অনেকেই লস করে থাকেন ।
প্রথমত, তারা রাতে ধনী হতে চান, তারা ভাই ফরেক্স সম্পর্কে জানেন। এর আগেও তারা দেখেছিল যে তারা বড় বড় টাকার মালিক হয়েছে। এবং তারপরে ধীরে ধীরে তাদের মধ্যে লোভ তৈরি হয়েছিল। এই লোভ তাদের ফরেক্স জীবনকে ধ্বংস করে দেয়। আবার, সবাই মনে করে যে কিছুক্ষণ পরে তিনি ফরেক্সে সফল হয়েছেন। বিভিন্ন বাজারের জন্য তাদের অনেক কিছু করার মূল কারণ এটি।
ফরেক্স এমন একটি লোভনীয় ব্যবসা এখানে যে কেউ আয়ের অবস্থা দেখে সবাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না । আর এই আবেগকে নিয়ন্ত্রণে না রাখার কারণে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে কোন কিছু না জেনেই ট্রেড করতে এসে লস করে ফেলে । আর এজন্যই ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে থাকে ।
কোন কাজ সঠিকভাবে বুঝতে ও শিখতে না পারলে সহজ নয় । ফরেক্স মার্কেট খুবই কঠিন মার্কেট এবং অনেক ট্রেডার বলেন যে ফরেক্স খুব একটা কঠিন না। এখন আমি আমার মতামত প্রকাশ করতে চাই সেটা হল যারা মনে করে যে ফরেক্স মার্কেট খুবই কঠিন মার্কেট আমার আত্মবিশ্বাস যে তার ভিতরে ফরেক্স সম্পর্কে গভীর কোন জ্ঞান নাই। ফরেক্সে ৯৫% ট্রেডাররা লস করে না বরং ৯৫% নতুন ট্রেডাররা লস করে।তাই খুব ভালোভাবে ফরেক্স না শিখে ট্রেডিং এ আসা উচিৎ না।
লস করার অনেক উপায় আছে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার সফল না হওয়ার পিছনে অনেক কারন আছে। এই কারনগুলো মধ্যে অন্যতম হল- বেশির ভাগ ট্রেডারই নতুন, কিংবা না বুঝে ট্রেড করা, কিংবা মার্কেট ঠিক মত এ্যানালাইসিস না করা। কিংবা অধিক লোভ অথবা সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা। এই সেন্টিমেন্টালের কারনেই আমার বেশির ভাগ সময়ে আমাদের এ্যাকাউন্ট শূন্য করে ফেলি।
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রাদের সফল হয়না তার কারন হচ্ছে এই মার্কেটে অনেকে আসে লভে পরে তারা কোন কিছু শিখে আসেনা। তারা চিন্তা করে এই মার্কেটে কত টাকা আমি গেলেই বুঝি পেয়ে জাব। তাই তারা লভে পরে আসে এবং সব কিছু হারিয়ে তার পরে যাই।আর তখন তাদের ভিতর একটু একটু করে লোভ তৈরি হয়। আর এই লোভ ই তাদের ফরেক্স জীবন কে নষ্ট করেদেয়। আবার সবাই মনে করে যে একটু পরেই ফরেক্সে সফল হইয়া যায়। এটাই মূল কারন তারা বেশি একটা পরেনা মার্কেটের বিভিন্ন বিষয়ে।ফরেক্স মার্কেটে নতুন আগমন কারী ৯৫% ট্রেডাররা তাদের লোভ, ইমোশন, অল্প ট্রেডিং জ্ঞান, আর কম আভিজ্ঞতার কারনে তারা রস করে।