ফরেক্স শিখতে হলে অনেক কিছি দরকার হয় যেমন ফরেক্স করতে হলে বা শিখতে হলে লাগবে ফরেক্স সম্পরকে জানা বা ধৈর্য থাকতে হবে পরিশ্রম করতে হবে লভকে করলে হবে না ইমশন থাকলে হবে না আত্তবিসাস থাকতে হবে তাহলে ফরেক্স শেখা যাবে ।
Printable View
ফরেক্স শিখতে হলে অনেক কিছি দরকার হয় যেমন ফরেক্স করতে হলে বা শিখতে হলে লাগবে ফরেক্স সম্পরকে জানা বা ধৈর্য থাকতে হবে পরিশ্রম করতে হবে লভকে করলে হবে না ইমশন থাকলে হবে না আত্তবিসাস থাকতে হবে তাহলে ফরেক্স শেখা যাবে ।
ফরেক্স ট্রেডিং এ প্রাথমিক জ্ঞান অর্জন এর পর, ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন কৌশল শিখতে হবে। সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় , ট্রেনড লাইন আকা, টেকনিক্যাল এনালাইসিস , ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস , মানি ম্যানেজম্যান্ট ইত্যাদি ভালোভাবে বুঝতে ও শিখতে হবে। তবে ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ১ বছর৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷
ফরেক্স শিখতে হলে আপনাকে সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেক পরিশ্রমের সাথে আপনাকে ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে প্রাক্টিকাল জ্ঞান অর্জন করতে হবে। নিজের ইচ্ছে মত মার্কেট এনালাইসিস করে আপনার জ্ঞান এবং দক্ষতাকে রাঁড়াতে হবে। তাহলেই আপনি ফরেক্স শিখতে পারবেন। ফরেক্স ট্রেডিং করতে হলে সর্বপ্রথম বস্তুগত উপাদানের উপস্থিতি নয় বরং মেন্টালি ভালো প্রিপেয়ার হতে হবে।এজন্য ইমোশনকে কন্ট্রোল করতে হবে।ধৈর্য্য ধারন, সাহস,ভয়-ভীতি পরিহার,পরিশ্রম করার অদম্য ইচ্ছা,প্রচুর অধ্যাবসায় করার মানসিকতা ইত্যাদি।ট্রেড করার জন্য সর্বপ্রথম এসবকিছু মেইনটেইন করে চললে ভালো হবে বলে আমি মনে করি।
ফরেক্স যদি করতে চান তাহলে আগে আপনাকে ফরেক্স এর বেসিক লেভেল গুলা যানতে হবে,ফরেক্স এর বেসিক গুলা জানার পর আপনাকে এ্যাডভান্স লেভেল গুলা শিখতে হবে,আপনি যখন বেসিক টু এ্যাডভান্স লেভেল গুলা শিখে যাবেন,তখন আপনি ডেমো তে একটানা ৬ মাস ট্রেডিং অনুশীলন করবেন,আপনাকে ফরেক্স করতে হলে আগে সাপোর্ট রেসিস্টেন্স জোন গুলা এবং ট্রেন্ড লাইন ড্র করা শিখতে হবে,এই দুই টা জিনিস যদি আপনি আগে ভালো ভাবে শিখতে পারেন তাহলে আপনি এই বিজিনেস পরিচালনা করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন খুব সহজে।
ফরেক্স সম্পর্কে শিখতে হলে সর্বপ্রথম ফরেক্স বিষয়ে পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি ডেমো ট্রেডিং প্রাকটিস করত হবে।এজন্য অনলাইনে বিভিন্ন ব্লগ সাইটে ঘুরাঘুরি করতে পারেন অথবা ফরেক্স বিষয়ক পিডিএফ ডাউনলোড কররে নিতে পারেন।এভাবে নিয়মিত ফরেক্স বিষয়ে পড়াশোনা করবরবেন এবং ডেমো তে অ্যাকাউন্টে ট্ররড প্রাকটিস করবেন।ডেমো প্রেকটিস করতে ইচ্ছা করত না এখন বাস্তবের সাথে একত্রিত হলাম একন বুঝতেছি কি করা উচিত ছিল আমার ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের আগে সিরিয়াসলি ভাবে ডেমো প্রেকটিস করতে হবে। ডেমোতে কম ভলিউমে ভাল সফলতা পান তাহলে আপনি সফল ট্রেডার হতে পার বেন না হয় লস ছাড়া এই মার্কেটে কিছুই পাবেন না। শুধু ইন্টারনেট কানেকশন থাকলে আপনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে এটা করতে পারবেন ।
ফরেক্স শিখতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই ফরেক্স সর্ম্পকে অনেক পড়তে হবে তারপর আপনাকে এটি বুঝে তারপর এটি সর্ম্পকে যে ডেমো ট্রেডিং আছে তাতে আপনি আপনার দক্ষতা কতটুকো অর্জন করতে পারছেন তা যাচাই করুন ফরেক্স ডেমো ট্রেডিং এর মাধ্যমে যদি দেখেন আপনি ক্রমতোই সাফ্যল অর্জন করছেন এবং এই ভাভে আপনি ৬ মাস সাফল্য অজর্ন করছেন তাহলে আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড শুরু করতে পারেন তাহলে আমি মনে করি আপনি সাফল্য অজর্ন করতে পারবেন।ফরেক্স শিখতে হলে প্রথমেই ফরেক্স সম্পর্কিত বইপুস্তক পড়ে ধারনা অর্জন করতে হবে অথবা অনলাইন থেকে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে ।এখান থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে আপনাকে কয়েকমাস ডেমো ট্রেডিং করতে হবে পাশাপাশি নিয়মিত এনালাইসিস করতে হবে এভাবেই ফরেক্স শিখতে পারবেন ।