-
যদি এই গুন কোন ট্রেডারের মধ্যে না জন্মায় তার জন্য ফরেক্স এ সফল হওয়া অনেক কঠিন একটা ব্যপার হতে বাধ্য। তাই আমাদের মনের জোর বাড়াতে হবে। এখানে লাভ এবং লস দুটোই হবে। তাই মন টাকে সেভাব গড়ে তুলতে হবে। লাভ লস মিলিয়েই কিন্তু ফরেক্স । আপনি যদি লাভ লস স্বাভাবিক ভাবে মেনে না নিতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য । কারন মানুষ যখন বেশি খুশি হয় বা বেশি টেনশন করে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যার্থ হয় । আর আপনি যদি লস করেন তাহলে সেই সময় আপনাকে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ।আমার ক্ষেত্রে বলব আমি লস করলে আর অ্যাকাউন্ট ফিরে পাই না। তখন কিরকম যেন উল্টোপাল্টা ট্রেড হয়ে যায়।
-
ফরেক্স মার্কেটে লস করলে প্রথম অবস্থায় মানা একটু কষ্টকর। কিন্তু আস্তে আস্তে মেনে নেওয়া যায় যখন দেখী এটি আমার ভুলের কারনেই হয়েছে।ফরেক্সে লাভ লস আছেই এবং লস প্রতিটা বিজেনেসেরই একটা অংশ।তবে এটা ধ্রুভ সত্য যে বেশীরভাগ নতুন ট্রেডার ফরেক্সে লস মেনে নিতে পারে না তাই তারা স্টপলস ছাড়াই ট্রেড করে এবং আমি নিজেও প্রথম দিকে স্টপলস ছাড়াই ট্রেড করেছি।জার ফলাফল ছিল খুবই ভয়াবহ।তাই আপনাদের প্রতি পরামর্শ সব সময় স্টপলস ব্যাবহার করবেন এবং লসটাকে মেনে নেয়ার চেষ্টা করবেন।আপনাকে লস মানার ক্ষমতা থাকতে হবে। প্রথম অবস্থায় মানা কষ্টকর ধিরে ধিরে লস মানার ক্ষমতা এসে পরে জখন লাভের মুখ দেখে । কারন লাভ বেরে জায় লস কমেজায় তাই ।
কারন আপনাকে মনে রাখতে হবে যে, প্রত্যেকটি লসই অনেক বড় কিছু শিক্ষা দেয়।
-
গোড়ামি বিষয়টি বরাবরই খারাপ ফলাফল বয়ে আনে। লস মানার ক্ষমতা থাকা একটি বিশাল গুন। কারণ লস মানতে না পারলে আরো নানা রকম সমস্যার জন্ম হয়। তাই লস কে স্বাভাবিক ভাবুন, সতর্ক হোন আর বুঝে শুনে ট্রেড করুন।
-
ফরেক্স একটি ব্যবসা এখানে লাভ লস হবে এইটা স্বাভাবিক । ফরেক্স যেমন খুব লাভবান একটি বিনিয়োগ বাজার তেমনি খুব লোকসান হওয়ার ও সম্ভবনা আছে । পৃথিবীর সকল ব্যবসায়ের ই লাভ লোকসান আছে । লাভ লোকসান ছাড়া কোনো ব্যবসায় হয় না । তাই আমাদের লোকসানকে ইতিবাচক ভাবে নিতে হবে ।ফরেক্স করতে করতে অনেক সময় দেখা যায় যে আমাদের লস হয় । এটা খুবই স্বাভাবিক ব্যাপার । লস করলে সেটা নিয়ে মন খারাপ না করে সেখান থেকে শিক্ষা গ্রহন করে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য চেষ্টা করতে হবে।
-
লস এবং লাভ এই দুইটি একটি ব্যবসার ক্ষেত্রে মূল অংশ । আমি মনে করি যে পৃথিবীর বুকে এমন কোনো ব্যবসা নেই যেখানে শুধুমাত্র এক তরফ লাভ হয়ে থাকে । ব্যবসা করতে গেলে কোন সময় লস হবে এবং কোন সময় লাভ হবে এটা স্বাভাবিক নিয়ম এবং এটাই মেনে নিয়ে সামনের দিকে সকলের এগিয়ে যেতে হয় । লস হলেই যে ভেঙ্গে পড়তে হবে বা মন খারাপ করে বসে থাকতে হবে তা কিন্তু নয় । এক্ষেত্রে আমি মনে করি তারাই একমাত্র সফল যারা লসকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারে অর্থাৎ মন খারাপ করে বসে না থেকে বরং লস কেন হল সেটা বিশ্লেষণ করে লসের পরিমাণ কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারা যায় সেটা চিন্তা করে । লস বিভিন্ন কারণে হতে পারে, আর এজন্য অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং সচেতন হয়ে তারপর ট্রেডিং করতে হবে । তাই লাভ হলে যেমন কাজের প্রতি আগ্রহ বাড়ে তেমনি লস হলে লসকে মেনে নেয়ার ক্ষমতা তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে ।
-
ফরেক্স এ তো লস হতেই পারে । এ নিয়ে তো এত মন খারাপ করার কিছুই নেই । ফরেক্স একটি ব্যাবসা । আর এটিকে ব্যাবসা হিহেবে নিতে পারলেই আমাদের জন্য অনেক ভালো হবে । ফরেক্স করতে করতে অনেক সময় দেখা যায় যে আমাদের লস হয় । এটা খুবই স্বাভাবিক ব্যাপার । লস করলে সেটা নিয়ে মন খারাপ না করে সেখান থেকে শিক্ষা গ্রহন করে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য চেষ্টা করতে হবে।ফরেক্স মার্কেটে ও আপনাকে লস কে মানতে হবে আপনি যদি মনে করেন আপনি ভুল ট্রেড ওপেন করেছেন অথবা মার্কেট আপনার উল্টা দিকে যাছে তাহলে লস মেনে আপনার ট্রাড ক্লোজ করা উচিত তাতে হয়তো আপনি বড় ধরনের লস থেকে বাচতে পারবেন ফরেক্স এর ক্ষেত্রে কথাটার সত্যতা আরো বেশি। তাই আপনি যদি ফরেক্স এ লস করে থাকেন তাহলে তা নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে এই লসকে কাটিয়ে উঠা যায় তা নিয়ে আপনাকে ভাবতে হবে। তারচেয়েও বড় কথা হল আপনার লসের কারন খুজে বের করে তা সংশোধন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস করলে প্রথম অবস্থায় মানা একটু কষ্টকর।কিন্তু আস্তে আস্তে মেনে নেওয়া যায় যখন দেখী এটি আমার ভুলের কারনেই হয়েছে।আপনাকে লস মানার ক্ষমতা থাকতে হবে। কারন আপনাকে মনে রাখতে হবে যে, প্রত্যেকটি লসই অনেক বড় কিছু শিক্ষা দেয়।কোন ট্রেড এ আপনার লস হইতেছে আর আপনি লস মেনে নিতে পারতেছেন না। তাই আপনি ঐ একাউন্ট কে বাচানোর জন্য আরো ডলার ইনভেষ্ট করলেন।এটা আপনার জন্য আরো বড় লস। আপনি জানেন মার্কেট আপনার দিকে মুভ করবে অনেক দেরিতে বা আদো করবে কিনা সন্দেহ। তাই ফরেক্সে টিকতে হলে লস মেনে নিতে হবে। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা অনেক বেশি লসের মুখোমুখি হয়ে থাকি যখন মার্কেট আমাদের বিপরীতে চলে যায় তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে অনেক বেশি দ্বায়িত্বশীল হতে হবে এবং সবসময় একজন ভালো ট্রেডার হওয়ার চিন্তা করার পাশাপাশি অবশ্যই একজন ভালো বিশ্লেষক হতে হবে। এই মার্কেটে লাভ ও হয় আবার লসও হয়। দক্ষতার সাথে ট্রেড করতে পারলে লাভের সম্ভবনা বেশি আর অদক্ষ হলে লসের সম্ভবনা বেষি। আর লস বা লাভ যাইহোক ধৈর্য্য ধরে তা মানার চেষ্টা করতে হবে এবং মেনেও নিতে হবে।
-
প্রতিটা কাজে হার জিত লাভ লস হবেই এবং সেটা মেনে নিয়েই কাজ করতে হবে। তবে এখানে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ট্রেডিং করলে লসের পরিমাণ খুব কম হবে। আর আমি মনে করি ফরেক্স মার্কেটে লস হলে সেটা রিকোভার করার সক্ষমতা নিয়ে কাজ করা উচিত এখানে অনেকে আছেন যারা পুরোপুরি দক্ষ না হয়ে এবং লোভের বশবর্তী হয়ে ট্রেড করেন আর তারাই এখানে বেশি পরিমাণে লস করেন। তাই এগুলো পরিহার করে এখানে ট্রেড করা উচিত বলে আমার কাছে মনে হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস মানার ক্ষমতা থাকতে হবে ক্ষমতা রাকখতে হবে জেন লস হলে কোন প্রকার প্রবাভ পরতে দেয়া যাবে না লস করলে কেন লস হবে সেই দিক নজর দিয়ের জেন আর লস না হয় সেদিক খেয়াল রাখতে হবে।ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে লস লাভ মেনে কাজ করতে হবে । তাই আমর মনে হয় ফরেক্স এ লাভ করা যেমন যায় তেমনি লস করাও হতে পারে । তাই যারা ফরেক্স করতে তাদের সবার ফরেক্স এ লস করার ক্ষমতা রাখতে হবে ।
ফরেক্স একটি ব্যাবসা । আর এটিকে ব্যাবসা হিহেবে নিতে পারলেই আমাদের জন্য অনেক ভালো হবে । ফরেক্স করতে করতে অনেক সময় দেখা যায় যে আমাদের লস হয় । এটা খুবই স্বাভাবিক ব্যাপার । লস করলে সেটা নিয়ে মন খারাপ না করে সেখান থেকে শিক্ষা গ্রহন করে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য চেস্টা করতে হবে।