-
ফরেক্স মার্কেটে টিকে থাকাটা নির্ভর করে দক্ষতা এবং ট্রেডিং এর সঠিক নিয়ম মেনে ট্রেড করার ওপর। ইনস্টাফরেক্স ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেটে 1 ডলার ডিপোজিট করেও ট্রেড করা যায়। তবে এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ অল্প ডিপোজিট করে ট্রেড করাটা ঝুঁকিপূর্ণ। তাই ফোরামে নিয়মিত পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে ডিপোজিট বৃদ্ধি করুন। ডিপোজিট বেশি থাকলে একদিকে যেমন ট্রেড করতে আপনার ঝুঁকি কম হবে এবং অন্যদিকে একটা ভালো এমাউন্ট প্রফিট করতে সুবিধা হবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে টিকে থাকার ব্যপার টা নির্ভর করে সম্পূর্ন দক্ষতার উপর। এখানে অল্প কিংবা বেশি পুঁজি মোটেও খুব বেশি প্রভাব ফেলেনা। যদি কারো দক্ষতা থাকে তবে সে অল্প পুজি নিয়েও টিকে থাকতে পারবে, কারন সে মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড নিবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। তাই আমি মনে করি দক্ষতা থাকলে অল্প পুজি নিয়েও টিকে থাকা সম্ভব।
-
আসলে অল্প ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকলেও আপনি ট্রেডিং করে খুব বেশি লাভ করতে পারবেন না । কারণ লাভ করার জন্য যেমন ট্রেডিং জ্ঞান দরকার তেমনই আপনার ট্রেডিং এ আরও ভাল ফলাফল এর জন্য আপনাকে অবশ্যই একটু ভালো পরিমাণে ডিপোজিট করতে হবে । তবেই আপনি ফরেক্স ট্রেডিং থেকে একটু ভালো পরিমাণে লাভ করতে পারবেন ।
-
বিষয়টা অল্প বা বেশি পুঁজির না।ফরেক্স মার্কেটের সফিলতা নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর । আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন আপনি ত্ত ভালো ট্রেড ওপেন করতে পারবেন । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনার অনুশীলন করতেই হবে । তানাহলে অনেক বেশি পুঁজি থাকা স্বত্তেও আপনার একাউন্ট জিরো হতে পারে । আপনার পুঁজি অল্প বলে আপনি নিরাশ হবেন না এনালাইসিস করে ট্রেড করুন দেখবেন সফলতা আপনি একদিন আপনার কাছে ধরা দিবে । আর এত লাভজনক একটা ব্যাবসা একটু সময় তো দিতেই হবে ।আপনি যখন পর্যাপ্ত অভিজ্ঞ হতে পারবেন তখনি আপনি লাভ করতে পারবেন।
-
আসলে অল্প পুজিতে টিকে থাকাটা কঠিন তবে অসম্ভব নয়। লোভ না করে ট্রেড করলে অল্প ডিপোজিট নিয়েও ফরেক্সে টিকে থাকা যায়। আপনি যদি লোভ ত্যাগ করে মানি-মেনেজমেন্ট মেনে ট্রেড করে থাকেন তবে আপনি ১০০% টিকে থাকতে পারবেন। তবে আর একটা বিষয় আপনাকে মানতে হবে তাহলো ওভার ট্রেড না করা। আপনি যদি এই বিষয়গুলো মানতে পারেন তবে আপন টিকতে পারবেন।
-
হ্যাঁ অবশ্যই অল্প ডিপোজিট নিয়ে ও ফরেক্স মার্কেট এ টিকে থাকা সম্ভব । একটা কথা আমরা সবাই জানি যে ফরেক্স যেমন অনেক লাভজনক ব্যবসা আবার সাথে সাথে এটা অনেক ঝুঁকিপূর্ণ ও বটে । তাই অনেক বেশি সতর্কতা সহকারে কাজ করতে হবে । অনেক অল্প ডিপোজিট দিয়ে ও ট্রেড করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে, মানি ম্যানেজমেন্ট বুঝে, মার্কেট আনালাইসিস করে তারপর ট্রেড দিতে হবে । আর তাহলেই লস কম হবে এবং ফরেক্সে টিকে থাকা যাবে ।
-
ফরেক্স শোকেসের সাফল্য আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। আপনি যত বেশি ক্ষমতা সুরক্ষিত করবেন, ততই ভাল এক্সচেঞ্জগুলি খুলতে পারবেন। ফরেক্স শোকেসে আপনাকে যে ইভেন্টটি করতে হবে তাই আপনার ইভেন্টটি রিহার্সেল করতে হবে। তানাহলে আপনার রেকর্ড শূন্য হতে পারে তবুও অনেক প্রগতিশীল মূলধন থাকলেও। আপনার মূলধন সামান্য হলে আপনার বিভ্রান্ত হবে না। তদন্ত এবং বিনিময়। আপনি দেখতে পাবেন যে কৃতিত্ব একদিন আপনি পাবেন। আরও কী, এই জাতীয় লাভজনক ব্যবসায়ের একটি সংক্ষিপ্ত সময় দেওয়া দরকার।
-
অল্প ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ডিপোজিট অনুযায়ী ট্রেড করতে হবে। ছোট ছোট ভলিউমে ট্রেড করতে হবে। অল্প আয় নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই অল্প ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব।
-
অল্প ডিপোজিট নিয়ে ফরেক্সে টিকে থাকা যায় ঠিকই তবে মানি ম্যানেজমেন্ট,টেক প্রফিট-স্টপ লস ইত্যাদি মেইন্টেইন করে চলতে হবে। অল্প অল্প করে প্রফিট করতে হবে এবং সময় মত ট্রেড ক্লোজ করে রাখতে হবে। তবে ফরেক্সে যত বেশী ডিপোজিট থাকে তত বেশী সুবিধা ও সহজ হয় ট্রেড করতে। প্রফিট করতে ও সুবিধা হয়। ব্যালেন্স সংরক্ষণ করা ও সহজ হয়। অল্প ডিপোজিট হলে যে কোন সময় মার্কেট বেশী মুভ করলেই একটু অসাবধানতার কারণে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
-
অল্প ডিপোজিট দিয়ে অবশ্যই টিকে থাকা সম্ভব। কিন্তু আমরা মানি ম্যানেজমেন্ট যদি না মানি তাহলে যত ব্যালেন্স ই থাকুক না কেন আমাদের একউন্ট কখনোই টিকে থাকবে না্। আমাদের সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট থাকলে ১০ ডলার ডিপোজিট দিয়েও মার্কেট টিকে থাকা সম্ভব।