না বুঝে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্বাবনা বেশী থাকে।বা হবেই। ফরেক্স মাকে'টে ট্রেড করতে হলে প্রথম শত' হল স্টপ লস বসিয়ে ট্রেড করা।এবং লট সাইজ একবার নেওয়ার পর বার বার নেওয়া যাবে না। একই যায়গায় একাধিক লট নেওয়া যাবে না। এ সমস্ত নিদে'শনা ফলো করলে ব্যালান্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে।