-
আমার মতে ফরেক্সে ট্রেড করতে সিক্ষাগত যোগ্যতা না লাগলেও ট্রেড করে প্রফিট করতে হলে সকলেরই সিক্ষিত হওয়ার প্রয়োজন আছে।কারন ফরেক্স ও অন্নন্য ট্রেড কোম্পানিতে কাজ করতে হলে বুঝে নিজে নিজে করতে হয়।আর যদি সে নিজে বুঝতেই না পারে তাহলে সে কিভাব ট্রেড করে প্রফিট করবে।তাই অন্তত ট্রেড করার মতো সিক্ষা থাকা দরকার সকলেরই।
-
আমার মতে, ফরেক্স হলো আন্তর্জাতিক সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক একশত ভাগ হালাল ব্যবসা। যেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো বিকল্প নাই৷ফরেক্স মার্কেট ও ট্রেডিং কৌশল গুলো জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে মোটামুটি শিক্ষিত কিন্তু মেধাবী হতেই হবে৷ আমাদের দেশের ঘরে ঘরে এখন শিক্ষিত বেকারগণ অহেতুক বসে থেকে সময় নষ্ট করছেন৷তাদের সংখ্যা অনেক৷এই শিক্ষিত জনগোষ্ঠীর একাংশ এখানে আসতে পারেন৷আমাদের ফোরাম থেকে লেখাপড়া করে ট্রেডে বসতে পারেন৷ফরেক্স মার্কেট আসলে এই তাদের জন্যই উপযুক্ত ফ্লাটফর্ম৷
-
ফরেক্স করতে হলে নিদিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। আপনি যদি বেসিক জ্ঞান থাকে আর নির্ভুল বাংলা ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাহলেই যথেষ্ট। ফরেক্স করার জন্য সুনির্দিষ্ট কোন পুথিগত বিদ্যার প্রয়োজন পড়ে না।
এখানে আপনার কতটুকু সৃজনশীল জ্ঞান রয়েছে তা কাজে লাগাতে হবে ও প্রচুর ধৈর্য্যশীল হতে হবে। ধৈর্যের মাধ্যমে সঠিকভাবে ট্রেড করতে হবে ও সকল নিয়ম মেনে কাজ করতে হবে তাহলেই ফরেক্স থেকে আয় করা যাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়না। ফরেক্স সম্পর্কে বেসিক ধারণা নিয়ে যে কেউই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে। একজন ট্রেডারের শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা থাকলেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। হ্যাঁ তবে ফরেক্স মার্কেটে একাডেমিক যোগ্যতা দরকার না হলেও যথেষ্ট মেধার দরকার রয়েছে। ফরেক্স মার্কেটে দক্ষ অভিজ্ঞ হতে হলে অবশ্যই মেধার দরকার আছে। মেধা না থাকলে কখনোই সে ফরেক্স মার্কেটের গতিবিধি সম্পর্কে বুঝতে পারবে না।
-
ফরেক্স করার জন্য শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন নেই তবে ফরেক্স বিষয়ে ধারনা থাকতে হবে। তাহলেই এই মাধ্যম থেকে খুব সহজেই অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব। এজন্য বর্তমান সময়ে অনেকেই এই মাধ্যমে কাজ করছে।
-
ফরেক্স করার শিক্ষাগত যোগ্যতা
আমরা যখন ফরেক্স এ যোগ দেই তখন শিক্ষাগত যোগ্যতা বিচার করা হই না । আসলে ফরেক্স করতে হলে কতটুকু পড়াশোনা করা দরকার ? আপনাদের কি মতামত ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
আ্মার মতে ফরেক্স ট্রেড করার জন্য শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার নেই এর জন্য দরকার শুধু ভালরকম নেটওয়ার্ক অপারেশন কম্পিউটার চালনা এবং ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে পর্ষাপ্ত জ্ঞান এবং দক্ষতা আর এর জন্য শিক্ষার তেমন দরকার নেই কারন আমার গুরু মি: দুলাল এস এস সি পাশ আর আমি অনার্স তবে সে আমার চেয়ে ফরেক্সে অনেক বেশি আয়করে তবে লেখাপড়া জানা অবশ্যয় ভাল। ধন্যবাদ।
-
ফরেক্স করতে প্রাথমিক কোনো শিক্ষার প্রয়োজন নেই মানে ফরেক্সে আসতে কোনো শিক্ষার সার্টিফিকেট প্রয়োজন নেই ঠিক আছে।কিন্তু ফরেক্স শিখতে তো অনেক রকমের বাংলা ইংরেজি ভাষায় রচিত বই পড়তে হয়।এজন্য হলেও অন্তত্য প্রাতিষ্ঠানিক কিছু ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে হয়।এজন্য আমার মনে হয় দ্বাদশ শ্রেনি পর্যন্ত নূন্যতম পড়ালেখা করা ভালো
-
বৈদেশিক মুদ্রার জন্য কোনও শিক্ষামূলক ক্ষমতা প্রয়োজন হয় না। আমি বলতে চাইছি কোনও শিক্ষামূলক সক্ষমতার প্রমাণীকরণের প্রয়োজন নেই। আপনার যেমন শিক্ষণীয় দক্ষতা প্রমাণীকরণ না রয়েছে তা নির্বিশেষে যেমন হোন তেমনি হন, আপনি শেখানো হয়নি এমন পরিস্থিতিতে আপনি ফরেক্স করতে পারবেন না। যেহেতু ফরেক্স বিশ্বব্যাপী ব্যবসা is যে কোনও ইভেন্টে এইচএসসি পাস করা আরও স্মার্ট।