-
আমরা একটি সফল ব্যবসায়ীর নাম রাখি যিনি দীর্ঘমেয়াদে ফরেক্স মার্কেটের বাজারের অভ্যন্তরে টিকে থাকতে পারেন। এবং ফরেক্সে অব্যাহত রাখার জন্য একটি পদ্ধতির মধ্যে রয়েছে সামান্য বিপদ নিয়ে পরিবর্তন। মানসিকতার ভিতরে আত্মবিশ্বাস রয়েছে যে কম বিপত্তি নিয়ে কেনা বেচার ক্ষতি কমিয়ে দেবে। প্রতিটি বিকল্পের কোনও ক্ষতি হবে তা নয়। যদি ধৈর্য ধরে একটি ছোট ঝুঁকির সাথে ব্যবসা করে তবে লাভের চেয়ে লাভটি ভাল।
-
ট্রেডারদের একটা চরম লোভ হচ্ছে কম টাকা ইনভেস্ট অতি অল্প সময়ে বেশি টাকা আয় করা। আসলে ফরেক্স এ টাকা আয় করার জন্য শর্টকার্ট রাস্তা নয়। এখানে ধীরে সুস্থে ট্রেড করে লাভ করতে হয়। কম রিস্ক যেমন কম লাভ হবে তেমনি লস হলেও খুব কম লস হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে একজন ট্রেডার কে সব সময় অল্প রিক্স নিয়ে ট্রেড অংশগ্রহণ করতে হবে। তাহলে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে। বেশি রিক্স নিয়ে ট্রেড অংশগ্রহণ করলে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেডারের অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। এইজন্য মার্কেট এনালাইসিস মার্কেট মুভমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে অল্প অল্প করে ট্রেড অংশগ্রহণ করা উচিত। তাহলেই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করা সম্ভব হবে। ধীরে ধীরে অল্পতে খুশি থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যদি কোনো ট্রেডার অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হতে চায় সে ক্ষেত্রে বেশি ঋণ নিয়েছে অংশগ্রহণ করলে লস এর সম্মুখীন হওয়া বাঞ্ছনীয়। তাই অল্প রিক্স নিয়ে ছোট ছোট করলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।,,,,,,ধন্যবাদ।
-
ফরেক্সে যতবেশী ঝুকি ততবেশী মুনাফা। আবার ঝুকির মাত্রা বেশী হলে আপনি আপনার সর্বস্বও হারাতে পারেন। তাই আমিও আপনার সাথে একমত । আমাদের সবসময় লট হিসেব করে ট্রেড নেয়া উচিৎ। কারন আগে টিকে থাকা তারপরে প্রফিট করা। আর ছোট ছোট ট্রেড নিলে রিক্স কম আবার একাউন্ট শূন্য হবার সম্ভাবনাও কম। তাই আমার মনে হয় একাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে লট নেয়া উচিত হবে।
-
আমরা একটি সফল ব্যবসায়ীর নাম রাখি যিনি দীর্ঘমেয়াদে ফরেক্স মার্কেটের মধ্যে গল্পটি বলতে বাঁচতে পারেন। এবং ফরেক্সে গল্পটি বলতে বাঁচার একটি পদ্ধতি হ'ল সামান্য ঝুঁকি নিয়ে বিকল্প হওয়া। মানসিকতার মধ্যে আস্থা আছে যে কম বিপদে ব্যবসা করলে ক্ষতি কমে যাবে। এটি সর্বদা নয় যে প্রতিটি বাণিজ্যের ক্ষতি হবে। যদি ধৈর্য সহকারে একটি ছোট বিপদ সহ কেনা বেচা হয় তবে ক্ষতি হওয়ার চেয়ে আয় ভাল। ।
-
অল্প রিক্স স্থায়ী সফলতা
বড় রিক্স নীলে কখনো কখনো বড় ধরনের লোকসানের সম্ভাবনা থাকে, কিন্তু কথা আছে, no risk no gain, আর তাই রিক্স নিতেই হবে, কিন্তু ছোট ছোট রিক্সার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করার পর কাজে অগ্রসর হলে সফলতার স্থায়িত্ব আসে
-
ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
-
ফরেক্স মার্কেটে পুরাটাই রিক্স তাই বলে ট্রেড না করে বসে থাকলে কিছু শেখা যাবে না। এ মার্কেটে ভাল ভাবে টিকে থাকাটা খুব কঠিন একটা ব্যাপার আপনি লোভ করলে ফরেক্স এ বেশি দিন টিকে থাকতে পারবেন না তাই কম লোভ করে কম লাভ এ ফরেক্স করলে আপনি বেশি প্রফিতে পাবেন
-
আমার মতে ফরেক্স এ টিকে থাকতে হলে অল্প রিক্স নিয়ে ট্রেড করা ভাল। কেননা, আপনি যত কম রিক্স এ ট্রেড করবেন ততই আপনার জন্য ভাল হবে ফরেক্স এ। বেশী লটে ট্রেড করা, বেশী পেয়ার এ ট্রেড করা ও লং টাইম এ ট্রেড করলে অনেকটা ঝুঁকিতে থাকতে হয়। তাই কম লটে কম পেয়ারে ট্রেড করুন এবং মার্কেট এনালাসিস করে ট্রেড করুন তাহলে আপনি রিক্স কম এ সাফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা সারা পৃথিবী জুড়ে একটা অনলাইন ভিত্তিক ব্যবসা যেখানে সারা পৃথিবীর মুদ্রা কেনা বেচা করা হয়। ফরেক্স ট্রেডিং ব্যবসা মানেই রিস্ক কারণ এখানে প্রতি টি ট্রেডিং অনিশ্চিত অবস্থায় করা হয় তাই আমি ও মনে করি অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা উত্তম।