-
আপনি যদি একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তবে আপনি নিজের পকেট থেকে টাকা ডিপোর্জিট ছাড়াও ফরেক্সে ট্রেড করতে পারবেন আর এটির ব্যাবসস্থা আপনাকে করে দিবে ফোরাম। নিয়মিত ভাবে আপনি ফোরমের সকল নিয়ম নিষেধ অনুসরন করে পোস্ট করে ফোরাম থেকে বোনাস নিয়ে সেই বোনাস দিয়ে ফরেক্সে, রিয়াল ট্রেডিং করতে পারবেন এবং প্রফিটের স্বাধ উপভোগ করতে পারবেন।
-
বোনাস দিয়ে ট্রেড করার সবথেকে বড় সুবিধা হলো, আপনি রিয়েল মানি ইনভেস্ট ছাড়াই এইখানে কাজ করতে পারবেন।যার ফলে একাউন্ট কখনো ও জিরো হয়ে গেলে, আপনার রিয়েল ডিপোজিট নষ্ট হবার ভয় নেই। পরবর্তী মাসেই আবার ফোরাম পোস্টিং এর মাধ্যমে,ট্রেডিং এর জন্য বোনাস পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি প্রফিট উইথড্র করতে চান, তাহলে ঐ বোনাস পরিমাণ মানি একাউন্টে রেখে,এর অতিরিক্ত টাই কেবল উইথড্র করতে পারবেন। এছাড়াও আপনি যদি ফোরামের নিয়ম বহির্ভূত কিছু করেন, তাহলে আপনার একাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে।ওভার অল বলতে গেলে, আপনার সুবিধা টাই বেশি।
-
বোনাস ট্রেডিং এর অনেক সুবিধা রয়েছে। আপনার যদি বোনাস লেনদেন হয় তবে আপনার নিজের অর্থ দিয়ে বাণিজ্য করার জন্য আপনার পকেট থেকে অর্থ প্রদানের প্রয়োজন হবে না, তাই আপনি নির্ভয়ে বাণিজ্য করতে পারবেন। আপনি আবার ট্রেড করে আপনার যা কিছু পেতে পারেন।
-
আসলে, আমি মনে করি এই ফোরামের বোনাস প্রদান আমাদের পক্ষে খুব উপকারী। এবং গুরুত্ব সহকারে আলোচনার জন্য আমি কোনও সমস্যা দেখছি না। এটি এখানে দেখায় যে আমি আমার প্রকৃত মূলধনটি কম সময় এবং প্রচেষ্টা দিয়ে খেলতে পারি। এবং আমি যদি ভাল বাণিজ্য করতে পারি তবে আমি এমন একটি লাভ পাই যা আমি কখনই ভাবিনি। সুতরাং আমি মনে করি বোনাসের সাথে ব্যবসা করা কোনও সমস্যা নয়।
-
ফোরামের বাণিজ্য উত্সাহে আপনাকে কিছু ব্যয় করতে হবে না। বোনাসের অর্থ ব্যবহার করে আপনি সেখান থেকে নগদ তুলতে পারবেন এবং খারাপ দিকটি হ'ল আমি অনেকবার আইডিটি ব্লক করি। তারা কেন আইডিটি ব্লক করছে তা আমি জানি না।
-
আমরা এখানে ইনবেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে। এতে আমাদের কিছু শারিরিক শ্রম যাচ্ছে সেটা ফেইসবুক,টুইটার এ করলে ও যেত। ফরেক্স অ্যাকাউন্ট এ টাকা ডুকানোর জন্য কারোকাছে যেতে হবে না, বোনাস পাওয়ার জন্য ফোরামে পোস্ট করার পাশা পাশী ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করার সুবিধা, ডিপোজিট ছাড়া ফরেক্স ট্রেড আসুলে কল্পনাও করা যায়না এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
-
বোনাস দিয়ে ট্রেড করাতে আমি সুবিধা ছাড়া অসুবিধার কিছুে দেখিনা। এটা কে আমাদের জন্য সৌভাগ্য ও বলা চলে। কেননা আমরা বিভিন্ন জায়গাতে ই পোষ্ট করি যেমনঃ ফেইসবুক,টুইটার ইত্যাদি, কিন্তু তার বিনিময়ে কি আমাদের কে এমন কোন সুবিধা দেয়া হয় যে এই নাও টাকা ব্যবসা কর। কিন্তু আমরা এখানে ইনবেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে।
-
ফরেক্স ফোরাম আমাদের অনেক সুবিধা দিচ্ছে আমরা যারা ফরেক্স মার্কেটে রিয়েল ডলার ইনভেস্ট করার মতো স্বামর্ত নাই আমরা ফোরাম করে ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে অনেক টাকা করতে পারি। আপনি বিনা ইনভেস্টে ট্রেড করতে পারতেছেন, ডলারের জন্য কার কাছে যেতে হচ্ছে না এবং উক্ত বোনাস দিয়ে যা প্রফিট করতে পারতেছে সেটা দিয়ে প্রফিট করে ব্যাংক এ নিতে পারতেছেন।
-
ফরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ত করতে হচ্ছে না ।। আপনি বনাসের টাকা কাজে লাগিয়ে সেখান থেকে প্রফিট করে টাকা উইথড্র করতে পারবেন আর অশুবিধা হল অনেক সময় আইডি ব্লক করে দেই।। তবে আমি জানিনা কেন আইডি ব্লক করা হয়।
ফোরামের এই বোনাস পেমেন্ট আমাদের জন্য খুবি কল্যাণকর। আর তা দিয়ে রিয়েল ট্রেড করার ক্ষেত্রে আমি কোন অসুবিধা দেখতে পারছি না। এখানে দেখা যাচ্ছে আমি কম সময় আর খুবি অল্প পরিশ্রমে নিজের রিয়েল ক্যাপিটাল জুগার করতে পারছি। এবং ভাল ট্রেড করতে পারলে আমি প্রফিট পাচ্ছি যা এক সময় কল্পনা ও করি নি। তাই আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা নেই।বোনাস দিয়ে ট্রেড করার সুবিধাই সবটুকু ইনভেসট ছাড়া ট্রেড করতে পারবেন, ফরেক্স অ্যাকাউন্ট এ টাকা ডুকানোর জন্য কারোকাছে যেতে হবে না, বোনাস পাওয়ার জন্য ফোরামে পোস্ট করার পাশা পাশী ফরেক্স বিষয়ে জ্ঞান অর্জন করার সুবিধা, ডিপোজিট ছাড়া ফরেক্স ট্রেড আসুলে কল্পনাও করা যায়না এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আর অসুবিধা বলতে আমি যত টুকু বুঝি ফোরাম এ নিয়ম না মানলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় তাই পোস্টের প্রতি যত্নশীল হওয়া
-
আপনি বোনাস এ রেজিস্টশন করা লাগবে আর লস গেলে বোনাস লস যাবে আর অসুবিধা হল আপনি যা বোনাস পাবেন তা উঠাতে পারবোন না বরং আপনাকে আর কিছু কমিশন দেওয়া লাগতে পারে আর অন্য ব্যকারে আপনি বোনাস নিয়ে আপনি একবারই উইথ ড্র দিতে পারবোন। আমরা যদি থিক মত ট্রেড করতে পারি তাহলে আমরা জিবনে অনেক টকা আয় করতে পারব। আমাদের উচিত সব সময় বোনাস দিএ ট্রেড করা। অসুবিধা হল আমরা যদি লস করি আমরা বোনাস তুলে পারব না।