-
অামি সধারনত শুক্রবার ট্রেড করি না। কারন শুক্রবার মার্কেট বেশি মুভমেন্ট করে যার কারনে ট্রেড করতে সমস্যা হয় আর তাছাড়া শনিবার ও রবিবার আবার মার্কেট বন্ধ থাকে এই জন্যও আমি শুক্রবার ট্রেড করি না। আর কোন ট্রেডার যদি শুক্রবার ট্রেড করে সে মাজা পায় তাহলে তা সেটা ভাল।
-
আমি শুক্রবার দিন মাঝে মাঝে ট্রেড করে থাকি। শুক্রবারে ট্রেড করা অনেক রিক্স এর কারণ হলো ঐ দিন মাঝে মাঝে মার্কেট অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে।
-
না।আমি শুক্রবার দিন ট্রেড করি না।কারন শুক্রবার দিন মার্কেট বেশী মুভমেন্ট করে।ফরেক্স মার্কেট সাপ্তহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।তবে আপনি চাইলে শুধু শুক্রবার কোন অন্য যে কোন দিন ও ট্রেড করতে পারেন।
ধন্যবাদ
-
আমি শুক্রবার দিন ট্রেড করি। তবে সবসময় নয়। যখন আমার মনে হয় এখন ট্রেড ওপেন করলে লাভ করতে পারবো আমি তখন ট্রেড ওপেন করি। তবে এটা ঠিক শুক্রবার দিন মার্কেট অনেক মুভ করে। এই সময় ভালভাবে বুঝে ট্রেড করতে পারলে অনেক লাভ করা যায়। তবে মার্কেট ভালভাবে না বুঝলে লোভ করে ট্রেড করা ঠিক নয়। তাতে লস হবার সম্ভবনা বেশি থাকে।
-
আমি শুক্রবার দিন ট্রেড করি। কারন আমি লং টাইমফ্রেমে ট্রেড করি আর এই জন্য আমার সব সময় মার্কেটের দিকে নজর রাখতে হয়ে না তাই আমি মাঝে মাঝে শুক্রবারও ট্রেড করে থাকি। আর মার্কেট তো সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর বাকি ২ দিন শনি ও রবিবার বন্ধ থাকে তাই শুক্রবার আপনারা চাইলে ট্রেড করতে পারেন তাতে কোন সমস্যা নেই।
-
আমি শুক্রবার দিনে ট্রেড করা থেকে বিরত থাকি কারন ঐ দিনে মার্কেট অনেক উঠা নামা করে। আমি একবার শুক্র বারে ট্রেড করে আমার মূলধন সব হারিয়ে ফেলি এর পর থেকে আর শুক্রবারে কোন ট্রেড করি নাই।
-
ফরেক্স বুজলে শুক্র বার শনি বার নাই আপনি যে কোন দিন ট্রেড করতে পারবেন।
মনে রাখবেন আপনি যদি ফরেক্স এর মভমেন্ট গুলা বুজতে পারেন, তাহলে যেকোনো
সময় আপনি ট্রেড করতে পারবেন। আমি প্রতি দিন ট্রেড করি, কই আমার ত্ব কোন সমস্যা হয় নাহ।
-
শুক্রবারদিন ট্রেড নাকরাই উত্তম কারন মার্কেটের সম্বন্ধে যখন ভাল ধারনা থাকবে তখন কেবল আমরা অর্ডার প্লেস করব শুক্রবার দিন মার্কেট বেশি উঠানামা করে আমরা যদি ট্রেড করিও অনেক সচেতনতার সাথে অর্ডার প্লেস করব
-
আমি শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকে কারন শুক্রবার মার্কেট বিভিন্ন দিকে মুভ করে মারকেটের মুভ বজা জায় না আর মুভ বুঝতে না পারলে ট্রেড করলে লসের সম্মুক্ষিন হতে হয় তাই ট্রেড করা থেকে বিরত থাকি
-
ওভার শিওর না হলে আমি কখনোই শুক্রবার রিয়েল ট্রেড করি না। বেশির ভাগ সময়ই আমি শুক্রবারের ট্রেড পর্যবেক্ষন করি। শুক্রবারে মার্কেটের মুভমেন্ট ঠিক থাকে না। মানে আমি মার্কেটের মুভমেন্ট ধরতে পারি না। তবে রিয়েল ট্রেড বন্ধ রাখলেও ডেমো চালিয়ে যাই। বিশেষ করে আমি প্রতিশুক্র বার ইন্সেটাফরেক্স এর প্রতিযোগীতা করি। তবে এখনো কোন পুরুষ্কার পাই নি। একবার ৫ জনের মধ্যে ছিলাম। কিন্তু কি কারনে যে পুরুষ্কার পাই নি তা আমি বুঝতে পারিনি।