-
ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা লেনদেনের মার্কেট আপনে ফরেক্স মার্কেট যত বেশী সময় দিবেন ততবেশি ফরেক্স সম্পর্কে শিখতে পারবেন।নতুন অবস্থায় আপনাকে ফরেক্স ব্যবসা অনেক বেশি পড়াশুনা করতে হবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স ব্যবসা নিউজ ফলো করতে হবে ডেমোতে কমপক্ষে ৫-৬ মাস প্রাকটিস করতে হবে।
-
ফরেক্স মার্কেটে শেখার কোন শেষ নাই। আপনি যত সময় দিবেন ততই শিখবেন। অবসর সময়ে আমাদের উচিত বিভিন্ন ফরেক্স সম্পর্কিত বই পড়া, ডেমোতে প্রচুর প্রাকটিস্ করা, এবং বিভিন্ন এনালাইসিস নিয়ে বিস্তারিত ভাবে পরিক্ষা করা. এগুলো ভালবাবে করতে পারলেই আমাদের জন্য অনেক ভাল হবে
-
ফরেক্স মার্কেটে লাভ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান আর দক্ষতা অর্জন করতে হবে। তাই দক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেটে সময় দিতে হবে। আপনি যদি বেশি বেশি সময় ফরেক্স মার্কেটে দেন তাহলে আপনি অনেক তারাতারি ফরেক্স শিখতে পারবেন। তবে অনেকই আছে অন্য কাজ করে, তারও ফরেক্স মার্কেটে কম সময় দিয়ে ফরেক্স শিখতে পারবে।
-
ফোরেক্স মার্কেটে শেখার কোন শেষ নেই। তাই এই মার্কেট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে এই মার্কেটে সময় দিতে হবে। তবে এই নয় আপনাকে সারাদিন এই মার্কেটে থাকতে হবে। আপনি যে পেয়ার নিয়ে মার্কেট করছে সেই পেয়ার কখন ওডেন হচ্ছে কখন বন্ধ হচ্ছে এর দিকে লক্ষরেখে আপনাকে দিনে ৩/৪ ঘন্টা সয় দিতে পারলেই আপনি অনেক বেশি বেনিফেটেড হবেন।
-
এই মার্কেট এর প্রতিটি বাপার আপনি জত ভাল করে জানবেন তত ভাল করবেন , যেমন মুদ্রা সম্পরকিত বিভিন্ন বাঙ্কের তথ্য যা পানাকে এই বাযারে আশ্তে সাহাজ্জ করবে । এবং এই মার্কেট থেকে ভাল করতে বাদ্ধ করবে ।
-
শুধু ফরেক্সে সময় দিলেই ফরেক্স শিখা হয় না, শিখার চেষ্টা থাকলে তবেই ফরেক্স সম্পর্কে শিখা যায়। আর ফরেক্স সম্পর্কে যে যত বেশী জ্ঞান অর্জন করতে পারবে সে তত বেশী প্রফিট নিতে পারবে।
-
ফরেক্স খুবই শিক্ষামূলক বিষয়।স্বাভাবিক ভাবেই যারা ফরেক্স করে তারা প্রতিনিয়তই অনেক কিছু শিখতে ও অনেক নতুনত্বের সাথে পরিচিত হয়।আর ফরেক্সের মত পরিবর্তনশীল মার্কেটে পরিবর্তনের স্বাভাবিকতা মানতেই হবে।এজন্য নতুন নতুন অনেক কিছুই জানার জন্য সময় দেওয়ার প্রয়োজন।এ কাজে যে যত বেশি সময় দিবে সে তত বেশি শিখবে এটাই আমার কাছে স্বাভাবিক বিষয় মনে হয়।
-
ফরেক্স আপনি একজন বই অধ্যয়ন করতে পারেন বা সিনিয়র এবং অভিজ্ঞতা ব্যবসায়ীদের কাছ থেকে পথ নির্দেশ লাগতে পারে কিন্তু আমি তাদের জন্য সবচেয়ে দরকারী জিনিস এই ফোরামে উপস্থিতি। আছারা অও ফরেক্স সম্প্রকে আর ওবেষী জ়াণাড় জ়োণো বই পরতে হবে ।তা হলে ফোড়ক্স হাকে লাভোবাণ হোয়া জ়াবে
-
কনো কিছু ভালো ভাবে শিখতে হলে চর্চা করা প্রয়োজন, আর চর্চা করতে হলে সময় প্রয়োজন। ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক বাজার এবং এখানে অনেক অভিজ্ঞ লোক ট্রেড করে তাই রিয়েল একাউন্টে ট্রেড করার আগে মার্কেট সম্পর্কে ভালো করে জানা উচিত। কেউ যদি সময় নিয়ে মার্কেট বুঝে ট্রেড করে আশা করি তিনি লাভবান হবেন।
-
ফরেক্স কে একটি মহাসমুদ্রের সাথে তুলনা করা যায়। ফরেক্সের শেখার কোনো শেষ নেই। নতুন অবস্থায় ফরেক্সে প্রায় সবাইই লস করে থাকেন না জানার কারনে। সবাই প্রথম প্রথম অদক্ষ থাকে। পরে ট্রেড করতে করতে দক্ষ হয়ে যায়। যত বেশি ট্রেড করা যায় দক্ষতা তত বাড়ে। ফরেক্স সম্পূর্ন শিখন নির্ভর। যত বেশি সময় দেয়া যাবে এখানে ততই শেখা যাবে।