-
ধরুন আপনি একজন বেকার মানুষ তাহলে আপনার কাছে কিন্তু তখন অবসর সময় বলে কিছুই থাকবে না। মানে আপনি সব সময় ই অবসর তখন। আবার আপনি একটা কম্পানিতে জব করেন বা অন্য কোন প্রফেশনের সাথে জড়িত আছেন । তখন আপনি চাইলেই কিন্তু আপনার অফিসের কাজ ফেলে দিয়ে ফরেক্স নিয়ে বস্তে পারবেন না। সো আপনাকে আসলে দৃষ্টি ভংগী চেঞ্জ করতে হবে যে ফরেক্স টা আপনার কাছে ঠিক কেমন ভাবে আছে
-
ফরেক্স এ কাজ করার জন্য নির্দিষ্ট কোনো সময় এর প্রয়োজন হয় না। এটা আপনি কাজের সময় করতে পারেন। অবসর সময়ে করতে পারেন।ফরেক্স করার জন্য শুধু ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিলেই ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু পাওয়া সম্ভব।
-
যদি কেউ ভাবে যে সে অবসর সময়ে করবে তা হলে তার জন্য এটা অবসর সময়ের কাজ তবে আমার মতে ফরেক্স কে অবসর সময়ের কাজ হিসেবে না নেওয়াটাই ভাল কেননা অবসর সময়ের কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়না ফরেক্স সকলের জন্য উন্মুক্ত তবে ফরেক্স কে আপনার গুরুত্তের সাথে নিতে হবে সময় দিতে হবে এখানে নারী পুরুষ সবাই ফরেক্স থেকে আরনিং করতে পারে আর তাদের ক্যারিয়ার ও গড়তে পারে ।
-
একটা সময় ছিল যখন মানুষ কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করার চিন্তা করতো কিন্তু যেকোন দিন পাল্টেছে , ফরেক্স এখন আর কোনো পার্ট টাইম কাজ নয় বরং অনেকেই এখন ফরেক্স কে পেশা হিসেবে নিচ্ছে। ফরেক্স এ ভালো করতে হলে অথবা ফরেক্স থেকে ভালো মানের আয় করতে হলে ভালো সময় দিতে হবে , আর পূর্ণাঙ্গ সময় দেয়া মানে হচ্ছে রেগুলার কাজ। সুতরাং ফরেক্স এখন আর অবসর সময় এর কাজ নয়
-
পর্যায়ে পরে। কারন সবাই এখন সময়কে অনেক মূল্য দিয়ে থাকে। কারন যদি কেউ মনে করে ফরেক্স আমার দৈনিক উপার্জন করার একটি পথ।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করার পর ডেমো একাউন্টে ট্রেড করে রিয়েল একাউন্টে ট্রেড করে সফলতা আনতে হবে।তবে এটা আপনি অবসর সময় বা যেকোনো সময় করতে পারেন। ফরেক্স আপনি পার্ট টাইম বা ফুল হিসাবে নিতে পারেন। এখানে ফরেক্স এর এটী একটা বিশেষ সুবিধা। কারন অনেকে আছেন যারা চাকরি করেন। তারা কিভাবে ফরেক্স করবে। মেটাট্রেডার এ বিভিন্ন টাইম্ফ্রেম দেওয়া আছে।
-
ফরেক্স কোনো অবসর সময়ের কাজ না। ফরেক্স কোন শথ নয় এটা একটা ব্যবসা। তাই এটা অবসরের কাজ হতে পারে না। যাই হোক আমি মনে করি এটা তাদের জন্য একটা চ্যালেন্জ যারা ফরেক্স করে দীর্ঘদিন ঠিকে থাকতে পারে। কেউ কেউ মনে করেন যে ফরেক্স অন্যন কাজ করার পাশাপাশি এ একটা এক্সট্টা আয় করার একটা জব। এখন ধারনা করা যায় যে ফরেক্স অবসর সময়ের কাজ বলা যায়, আবার সবসময়ের কাজ ও বলা যায়।
-
ফরেক্স মাকেট যেহুতো সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টাই খোলা থাকে সেহুতো এটাতে সব ধরনের কমজিবি বা বেকরা লোকবল টেডিং করতে পারে।আবার অনেকেই রয়েছে যারা তাদের অধিকাংশ সময় ফরেক্সে ট্রেড করে আয় করে এটি যার যার নিজের ইচ্ছা ও সমায়ের উপরে নির্ভর করে।আর যারা চাকরি করার পর অবসর সময়ে ফরেক্স করতে চান তারাও ভাল পারবেন শুধু একটু চেষ্ট ও শ্রম দরকার। সময়কে কাজে লাগিয়ে ফরেক্স ব্যবসা করতে হয়।
-
কোন ব্যবসার ক্ষেত্রে মনোযোগ ও গুরুত্বের সাথে না করলে যেমন উন্নত করা সম্ভব নয় ঠিক তেমনি ফরেক্স এর ক্ষেত্রে অবসর সময়ে ফরেক্স মনে করে কাজ করলে ফরেক্সে সাফল্য সম্ভব নয়। আমাদের যে অবসর সময়ে রয়েছে তা পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য ফরেক্স করা উচিত এই মনোনিবেশ থাকতে হবে। মনোযোগ সহকারে ফরেক্সে কাজ না করলে কখনোই সাকসেস পাওয়া যাবে না। বরং আমরা অতিরিক্ত সময় ফরেক্সে সময় দিয়ে কাজে লাগাতে পারি।
-
ফরেক্স মার্কেটে অনেকে এখন পেশা হিসাবে বেছেনিয়েছে।তবে আমার মতে বেশিভাগ ফরেক্স ট্রেডার ফরেক্স মার্কেটে পার্টটাইম জব হিসাবে কাজ করছে।আপনি যদি চাকরিজিবী হন বা ছাত্র হন। আর যদি আপনি ফুল টাইম করে থাকেন সেটা আপনার ব্যাপার। তাহলে তো আর আপনি অন্য কোন কাজ করতে পারবে না। তাই আপনার উপরই নির্ভর করে আপনি কি হিসেবে করবেন।