- 
	
	
	
	
		ফরেক্স এমন একটা মার্কেট যেখানে সবাই কমবেষি লস করে।তবে যারা লস করে আবার ভালো কামব্যাক করতে পারে তাদের লসকে স্বাভাবিকভাবেই নেওয়া যায়।কিন্তু এমন কিছু ট্রেডার রয়েছে যারা অনবরত লসই করে যায়। আর যারা এভাবে অনবরত লস করে তারা নাজেনে আন্দাজে ট্রেড করার কারনে লস করে। 
 
- 
	
	
	
	
		মুল  ধনের  চেয়  বেশি  ঝুকি  নিয়ে  ট্রেড  করলে  ক্যাশ  জিরো  হয়ে  যেতে  পারে  ।  সঠিক  মারকেট  এনালাইসেস  জানতে  হলে  ভালভাবে  ফরেক্স  স্কুলে  শিখতে  হবে  ।  তবে  আপনি  লসের  পরিমান  কমাতে  পারেন  । 
 
- 
	
	
	
	
		ফরেক্স  মারকেট  থেকে  তাড়াতাড়ি  বিদায়  হওয়ার  কারন  হলো  না  জেনে  ভুল্ভাবে  ট্রেড  দিয়ে  লস  করে  বিদায়  ।   তার  চাইতে  ভালভাবে  শিখে  তার  পরে  ট্রেড  করলে  লস  হবেনা  তখন  কেউই   বিদায়  হতে  চাইবে  না  । 
 
- 
	
	
	
	
		নাহ বুঝে ট্রেড করা আর আনলিমিটেড ট্রেড ওপেন করা ,মিনি মেনেজমেন্ট ফল না করা। 
 
- 
	
	
	
	
		ফরেক্স এ লসের বেশ কিছু কারন রয়েছে। তার মধ্যে বেশী লোভ করা হল অন্যতম কারন। এছাড়া না বুঝে ট্রেড ওপেন করলে এবং মার্কেট ভাল ভাবে এনালাসিস না করে ট্রেড ওপেন করলে লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে। 
 
- 
	
	
	
	
		আমরা সবাই জানি যে লোভে পাপ আর পাপে মৃত্যু । আর ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । ব্যলেন্স শূন্য হওয়ার নানাবিধ কারনের মধ্যে না বুঝে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না করা, মার্কেট এ্যনালাইসিস না করা, বড় লটে ট্রেড করা, নিউজ না দেখা ইত্যাদি উল্লেখ যোগ্য । 
 
- 
	
	
	
	
		বাস্তব থেকে বলছি অনেকেই ফরেক্স এর মাধ্যমে খুব কম সময়ে বড় লোক হওয়ার চিন্তা করে, এই ধরনের লোকেরা ই বেশি লসের সম্মুখীন হয় । কারন ফরেক্স বিজনেস এ খুব তারা তারি অনভীজ্ঞরা লাভ করতে পারে না, ফরেক্স বিজনেসে নিজেকে ভাল স্থানে দাড় করাতে চাইলে তাকে অবস্যই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । ফরেক্স এর লাইভ অ্যাকাউন্ট এ আসার আগে তাকে ডেমো অ্যাকাউন্ট ভাল ভাবে শিখতে হবে । আমি মনে করি অনভিজ্ঞতা ই হলো লসের প্রধান কারন । 
 
- 
	
	
	
	
		ফরেক্স লসের যে কারন গুলো তা হল:
 ১) লোভ করা
 ২) বেশী লটে ট্টেড করা
 ৩) ধৈয্যে অভাব
 ৪) জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
 ৫) মার্কেট এনালাইসিস না করা
 ৬) মানি ম্যানেজমেন্ট না ফলো করা
 
 
- 
	
	
	
	
		আমার মতে লস করার প্রধান কারন হল ফরেক্স মার্কেট সম্পর্কে অবিজ্ঞতার অভাব , দক্ষতার অভাব , এবং আবেগের কারনে ট্রেড করা এ সকল বেপারে সচেতন হতে পারলে আমরা আমাদের লস কে প্রতিরোধ করতে পারব । ফরেক্স মার্কেট এ লস কমাতে হলে আপনাকে লোভ করা পরিহার করতে হবে তাহলে এখানে আমরা আমাদের লস কে কমিয়ে নিয়ে আসতে পারি । 
 
- 
	
	
	
	
		ফরেক্স তো একটা ব্যবসা তাই লস তো হবেই । লস এর জন্য তো ভয় পেলে চলবে না । তবে আমি মনে করি না বুঝে ট্রেড করা, আবেগের বশে ট্রেড করা, স্টপ লস ব্যবহার না করা , বড় ইনভেস্ট না করা এই সব হল লসের প্রধান কারন । আমি সব সময় সতর্ক হয়ে ট্রেড করি ও অনেক অনেক প্রফিট করি ফরেক্স মার্কেট থেকে ।