আমি মনে করি খুব বেশি ইংরেজী জানার প্রয়োজন নেই। ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে কিছুটা শেয়ার ব্যবসার মত জ্ঞান থাকলেই হবে। তবে কয়েকটি ইংরেজী জানা বাধ্যতা মূলক। এর জন্য আপনাকে কিছুটা সময় দিতে হতে পারে।
Printable View
আমি মনে করি খুব বেশি ইংরেজী জানার প্রয়োজন নেই। ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে কিছুটা শেয়ার ব্যবসার মত জ্ঞান থাকলেই হবে। তবে কয়েকটি ইংরেজী জানা বাধ্যতা মূলক। এর জন্য আপনাকে কিছুটা সময় দিতে হতে পারে।
হ্যাঁ ইংলিশ জানা না থাকলেও ফরেক্স করে সফল হওয়া যায়। কারন এখন অনেক বাংলা ভাষায় ফরেক্স এর সাইট আছে যেখানে ট্রেড করতে পারবেন বাংলাতে । এর জন্য শুধু ফরেক্স এর নিয়ম-কানুন জানা থাকলে হবে।
আসলে ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে যে শিক্ষিতই হতে হবে বিষয়টা কিন্তু ঠিক তা নয় আপনার অ্যাকাডেমিক বিষয়াবলি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কোন বিবেচ্য বিষয় নয় তবে এটি সবাইকে মানতেই হবে যে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান লাভ করতে হলে আপনাকে প্রতিটি বিষয় ভাল ভাবে অধ্যায়ন করতে হবে আর তার জন্যতো কিছু না কিছু শিক্ষার প্রয়োজন পরে।
ফোরেক্স এর জন্য ইংলিশটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আবার গুরুত্বপূর্ণ বটে। কারন অধিকাংশ ট্রেডার কিছু ইন্ডিগেটর আর মার্কেট নিউজের এবং ক্যান্ডেল স্টিকের উপর নির্ভর করে এর জণ্য ইংরেজী খুব বেশি যে জানতে হবে তা নয়। তবে প্রতিদিনের তথ্যাবলি জানতে হলে কিছু ইংরেজী জানতেই হবে।
ফরেক্স মার্কেট এর সবকিছুই ইংরেজীতে লেখা। ফরেক্স মার্কেট যেহেতু আন্তজার্তিক ব্যবসা। তাই এই ফরেক্স মার্কেট ইংরেজীতে হয়ে থাকবে। ফরেক্স মার্কেট করতে হলে যদিও ইংরেজী না পারার মত তাও একটু না একটু ইংরেজী জারতে হবে। ইংরেজী না জানা থাকলে ফরেক্স করতে একটু অসুবিধা হয়ে যাবে ।তাই ইংরেজী জানা থাকাও জরুরী।
ইংরেজী না জানা থাকলে ফরেক্স এ সফল হওয়া যায় ঠিটি তবে পরিশ্রম বেশী হয় । কেননা ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা । ফরেক্স জানতে গেলে অনেক নিউজ আপনাকে ইংলিশেই সংগ্রহ করতে হবে হবে এবং পড়ে বুঝতে হবে । আপনি যদি ইংলিশ না জানেন তা হলে সমস্যাতে পড়বেন এবং সফল হতে সময় বেশী লাগবে ।
ফরেক্স ব্যবসা করতে হলে আসলেই ইংলিশ জানা দরকার । কিন্তু তার মানে এই না যে ইংলিশ জানা না থাকলে ফরেক্স এ সফল হওয়া যাবে না । কারন ফরেক্স হল ব্যবসা । তাই যে কেউ এই ব্যবসা করতে পারবে ও সফল হতে পারবে । কিন্তু যারা ইংলিশ জানে তারা ফরেক্স থেকে খুব তাড়াতাড়ি সফল হতে পারবে ।
আমি মনে করি ফরেক্সে সফল হতে হলে আপনাকে ভালভাবে ইংলিশ শিখতে হবে। আপনি যদি ভালভাবে ইংলিশ না পারেন তাহলে মার্কেট আনালাইসিস করতে পারবেন না। আপনি ফরেক্স থেকে যদি আয় করতে চান তাহলে আপনাকে মার্কেট আনালাইসিসি করে ট্রেড ওপেন করতে হবে । এছারা ফরেক্সের সক কাজ ইংলিশ এ হয় টাই ইংলিশ দক্ষতা ছাড়া ফরেক্স করা যাবে না।
বর্তমানে ফরেক্স শেখার জন্য ইংলিশ জানতেই হবে এমনটা নয়।ফরেক্স শেখার জন্য অনলাইনে অনেক বাংলা সাইট রয়েছে,সেখান থেকেও ভালভাবে ফরেক্স শেখা যাবে।তবে ইংলিশ সম্পর্কে মোটামুটি ধারনা থাকলে ফরেক্স ট্রেডিং করার জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।
ফরেক্স করতে হলে ইংলিশ টা কোন ব্যাপার না আপনি যদি বেসিক টা জানেন তাহলে আমার মনে হয় আপনি পারবেন, যোগ্য তাই হল আপনার মূল ইংলিশ টা আপনার জন্য কোন হেল্প হবে বলে আমার মনে হয় না। আর ইংলিশ যানা থাকলে অনেক শুবিধা হয়। ইংলিশ না জানলে সকলের উচিট ব্যাবহারিক ইংলিশ গুলো জেনে নেয়া।