-
ফরেক্স ট্রেডিং আমরা করি তার কারন হল বর্তমান কালে সারা বিশ্ব ব্যাপি অনেক বেশি জনপ্রিয় এবং লাভ জনক ব্যাবসা হিসাবে ফরেক্স ট্রেডিং বেশ ভাল একটি জায়গা করে নিয়েছে আর এর মাধ্যমে যে সত্যিই আয় করা সম্ভাব এটি এখন প্রমানিত। আমাদের দেশের অনেক ট্রেডার একান এখান থেকে অনেক অনেক ডলার আয় করছে আমি নিজেও এখান থেকে আয় করেছি।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স এমন একটা স্বাধীন ব্যবসা যেটা সবাই করতে পারে। আর যে যার ইচ্ছামত সময়ে ফরেক্স ট্রেডিং করতে পারবে বলে চাকুরীর পাশাপাশি বা অন্যান্য কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবেও ফরেক্সে ট্রেড করা যায়। এতে করে বাড়তি কিছু আয়ের ব্যবস্থা হতে পারে। মূলত ফরেক্সের মত ফ্লেক্সিবল একটা ব্যবসা আমরা সহজসাধ্য ভাবেই করতে পারি।
-
ফরেক্স এখন একটা জনপ্রিয় ব্যবসায় মার্কেট । ফরেক্স করবো কারন ফরেক্স থেকে প্রতি মাসে ভালো টাকা আয় করা যায় । ফরেক্সে যেকেউ কাজ করতে পারে বলে এতে কোন ঝামেলা নেই । সব শ্রেণীর বা পেশার মানুষ এই ফরেক্স মার্কেটে কাজ করে ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে টাকা আয় করা যায় । তাই ফরেক্সের কাজের প্রতি সবার একটা আগ্রহ হয় । যারা ফরেক্সে ভালো ট্রেড করে কাজ করতে পারে , বুঝে ট্রেড করতে পারে তাদের জন্য ফরেক্স একটা ভালো মাধ্যম । ফরেক্সে কাজ করার মাধ্যমে বিভিন্ন দেশের কারেন্সি সম্পর্কে জানা যায় । সেই দেশের মুদ্রা বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় ।
-
আমরা যারা ছাত্র বা যারা বেকার ঘরে বসে আছি কোন কাজ পাচ্ছি না। তাদের এই বেকার কথাটা মুছে ফেলার জন্য আমরা ফরেক্স করব। কারন এটা করতে গেলে কোন মুলধন লাগে না এব্ং কোন নিদিষ্ট সময় ধরে কাজ করতে হবে এমন কোন কথা নয় আপনি যে কোন সময় এটা করতে পারবেন। আমরা নিজেদের কাজের পাশাপাশি এই কাজ করে ঘরে বসে টাকা আয় করতে পারি তার জন্য আমরা এটা করব।
-
ফরেক্স খুবই ভাল একটি অনলাইন ব্যবসা , এই ব্যবসাটির অনেক সুবিধা রয়েছে যেমন ফরেক্স যে কোন জায়গায় যে কনো সময়ে কোরা যায় , এছাড়া খুব অল্প সময়ে লাভ আর একটা প্রধান কারন হল ফরেক্স খুব বিশ্বস্ত ব্যবসা এই সব কারন গুলোর জন্যি আমি মূলত ফরেক্স করে থাকি ।
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
-
আসলে আমি মনে করি ফরেক্স হল এমন একটি ব্যাবশা যা আপনি পড়ালেখা ও চাকরির পাশাপাশি অনায়েসে করে যেতে পারেন। কারন ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে এবং এখানে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারেবন আপনার যখন খুশি। এখানে লাভ করেলেও আপনি দায়ি লস করলেও আপনি দায়ি... দ্বিতীয় কোন পক্ষ নয় কারন যা হচ্ছে সব আপনার সিদ্ধান্তে।
-
অর্থনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্য ফরেক্স ট্রেডিং করি এটা একটা আন্তর্জাতিক মানের ব্যবসা কোন চিন্তা ছাড়াই এটাকে পেশা হিসেবে নেওয়া যায় । ফরেক্স ট্রেডিং করে নিজেকে স্বাবলম্ভী করা খুবই সহজ ।
-
আমরা সবাই জানি যে ফরেক্স এ কাজ করি আয় করার জন্য। অনেকেই মনে করেন যে ফরেক্স এ শুধু আয় করেই থাকব। কিন্তু কেউ এটা জানে না যে ফরেক্স এ শুধু টাকা আয় করাই নয় ফরেক্স এ বিভিন্ন দেশের মুদ্রার সম্পর্কে ধারনা *দিচ্ছে। কোন দেশে মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে তা আমাদেরকে অনেকটা ধারনা করে দিচ্ছে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি।
-
ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং লাভজনক ব্যাবসা।। ফরেক্স করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা ও তাই এটা আমাদের নিয়মিত পেশা হিসেবে না নিয়ে দিতিয় পেশা হিসেবে নেয়া উচিৎ।। ফরেক্স আমরা যে কোনো পেশার পাশাপাশি ও করতে পারি। এবং ভবিশ্যতে ফরেক্সে আমরা আমাদের কেরিয়ার গরতে পারি।।।