-
ফরেক্স অনেক ভাল একটা বিজনেস অ্যান্ড আসলে সহজ জিনিস যাই না পাওয়া সহজে তাই আমি বলচি আপনি যতই মনে করুন ফরেক্স অনেক সহজ শুধু বাই সেল দিলেই তো লাভ আসলে কিন্তু ফরেক্স টা না ফরেক্স এ লস করা সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন তাই বলচি ফরেক্স কে জানুন ফরেক্স কি জানুন তবে ফরেক্স থেকে ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো ও অভিজ্ঞ হতে হবে।।
-
কঠিন বলে মানুষের কাছে কিছুই নেই । একটু চেষ্টা করলে যে কোন কাজ করা সম্বম সুতরাং ইহা কঠিন ব্যবসা বলে আমি মনে করি না ।
-
যে কোন ব্যবসা সকল মানেুষের কাছে প্রথমে কঠিন লাগে তবে তা কিছুদিন পরে ঠিক হয়ে যায় । তেমনি ফরেক্স মার্কেটে যারা নতুন জয়েন্ট করেছেন তাদের কাছে অনেক কঠিন লাগতে পারে কিন্তু যখন আপনি এই ব্যপারে কিছুটা অভিজ্ঞতা রাভ করবেন তখন আপনার কাছে এই ব্যবসা কিছুই মনে হবে না । এই ব্যবসা আসলে কোন কঠিন কাজ নয় মূলত একটি স্মার্ট ব্যবসা । লেগে থাকতে পারলে অনেক উপকার হবে ।
-
আমার মনে হয় ফরেক্স কঠিন হলেও একটি সাফল্যকামী ব্যবসা যার মাধ্যমে আপনি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা বলতে পারেন একটি স্মার্ট ব্যবসা যাতে একটু পরিশ্রম দিতে হবে আপনার ব্রেইন এর মাধ্যমে।
-
আমি বলবো ফরেক্স ব্যবসা একটা স্মার্ট ব্যবসা।ফরেক্স ব্যবসা আন্তর্জাতিক মুদ্রা ব্যবসা।এখানে প্রতিদিন হজার হাজার মানুষ ব্যবসা করে প্রচুর চাকা আয় করছেএটা একটা কঠিন কাজ হলেও আপনার মেধা খাঠিয়ে আপনি এখান থেকে প্রতিনিয়ত প্রচুর আয় করতে পারেন।
-
পৃথিবীর সকল কাজই কঠিন হয়। তবে মানুষ চেষ্টা করে তা সহজ করে নেয়। আর ফরেক্স স্বাভাবিক ভাবে জটিল লাগবে। কারন এটা সফট্যার এ করতে হয়। আর তাছারা বিভিন্ন দেশের মুদ্রার মান এর খবর রাখতে হয়। কোন দেশের কি অবস্থা তা জানতে হয়। না জানলে ট্রেড এ ভুল সিদ্ধান্ত হয়।
-
ফরেক্স কনো কঠিন কাজ নয় আপনি একটু মন দিয়ে ফরেক্স এর কাজ শিখতে চাইলে তা শিখতে পারবেন। ফরেক্স একটি স্মার্ট ব্যবসায়। ফরেক্স ব্যবসায় যে কেউ করতে পারে আপনি ইচ্ছা করলে ফরেক্স এর ব্যবসায় করতে পারেন তবে আগে ভাল করে আপনাকে ট্রেড শিখতে হবে না হলে লস করবেন।
-
আমি মনে করি ফরেক্স কখনও কঠিন কাজ না কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে মন দিয়ে কাজ করতে চান তাহলে কোন দিনই আপনার কাছে কঠিন কাজ হবে না, আর দুনিয়াতে কোন কাজ নেই যে মন দিয়ে করলে কঠিন বলে মনে হবে। তবে ফরেক্স একটি স্মার্ট ব্যবসা কারণ এই ব্যবসায় তেমন কোন ঝামেলা নেই কেউ আপনাকে জোড়পূর্বক কোন কাজ করাতে পারবেন বা কেউ কোন ভাবে আপনাকে কিছু বলতে পারবেন না। যেমনটি পুরোটাই আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আর এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবসা যে আপনি ইচ্ছা করলে ঘরে বা বাইরে যে কোন স্থান থেকে এটি করা যায়।
-
আমি একজন দীর্ঘমেয়াদি ট্রেডার এবং আমার কাছে এটি সবচেয়ে উত্তম ব্যাবসা কারন এটি অনেক স্মার্ট ব্যাবসা যা ঘরে বসেই করা যায় । প্রতিটি ব্যাবসায় আপনাকে ঘরের বাহিরে যেতে হবে কিন্তু একমাত্র ফরেক্স এ শুধু টাকা তোলার জন্য আপনাকে ঘরের বাহিরে যেতে হবে । এটি ৪র্থ প্রজন্মের ব্যাবসা যা ঘরে বসে এমন কি বিছানায় বসে করা যায় এবং এটি করার কোনো নির্ধারিত সময় সীমা নেই । তাই এটি স্মার্ট ব্যাবসা ।
-
আমি ফরেক্সকে অনেক বেশি ভালবাসি কারণ এটি ঘরে বসে করা যায় তেমন কোন ধরনের অসুবিধা সৃষ্টি হয় না, আমার চাহিদা অনুযায়ী এই ব্যবসা করতে পারি আর এ কারণে আমি ফরেক্স স্মার্ট ব্যবসা বলি। আর ইচ্ছা করলেই ফরেক্স ব্যবসাটা ঘরে অথবা বাইরে যে কোন স্থান থেকে করতে পারি আর এই ব্যবসা করতে তেমন কোন ধরনের কঠিন কিছু নেই। শুধুমাত্র প্রয়োজন হয় কিছু দক্ষতা ও অভিজ্ঞতা এর আলোকে আপনি এই ব্যবসাটাকে সহজেই করতে পারবেন।