ফরেক্স মার্কেটে সবাইকে নির্দিষ্ট নিয়মে ট্রেড করতে হবে আপনি একটা ট্রেডে কি পরিমান লাভ বা লস করতে চান সেটা আপনাকে বের করতে হবে।। আপনার কেপিটালে কত লাভ বা লস সেটা আপনাকে নিতে হবে।আর সেটা হল মানি মেনেজমেন।
Printable View
ফরেক্স মার্কেটে সবাইকে নির্দিষ্ট নিয়মে ট্রেড করতে হবে আপনি একটা ট্রেডে কি পরিমান লাভ বা লস করতে চান সেটা আপনাকে বের করতে হবে।। আপনার কেপিটালে কত লাভ বা লস সেটা আপনাকে নিতে হবে।আর সেটা হল মানি মেনেজমেন।
ফরেক্স বিজনেসে টিকে থাকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ব্যালেন্স কম হলে বিষয়টি আরও গুরুত্বপূর্ন । ব্যালেন্স অনুযায়ী ট্রেডের লট ঠিক করে ট্রেড করতে হয়। মুলধন কম হলে ছোট লটে ট্রেড করতে হবে। যেমন ধরুন ব্যালেন্স যদি, 1000 ডলার হয় তাহলে 1.00 রটে ট্রেড ওপেন করতে হবে। তার চেয়ে বেশি নয়।
ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট সঠিকভাবে ফলো করে ট্রেড করতে হবে নইলে আপনার এই ক্ষুদ্র ব্যালেন্স খুবই দ্রুত জিরো করে ফেলবেন৷সঠিক মানি মেনেজমেন্ট হচ্ছে- লিভারেজ কম নেওয়া,স্টপলস ও টেকপ্রফিট সঠিকভাবে ব্যাবহার করা,রিস্ক-রিওর্য়াড রেশিও ফলো করে ট্রেড করা৷যার মানি মেনেজমেন্ট যত ভালো হবে তার প্রফিট তত ভালো এবং নিয়মিত আসবে৷
ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্ট এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানি ম্যনেজমেন্ট এর মাধ্যমে আপনার ব্যবসায়ের ধরন নির্ভর করবে। যদি আপনার মূলধন কম থাকে তাহলে আপনি খুব অল্প সরে ট্রেড ওপেন করবে এবং সেটার ব্যালেন্স ও লিভারেজ উপর নির্ভর করে ট্রেড ওপেন করবেন। আর যদি আপনার মানি ম্যনেজমেন্ট বেশি থাকে তাহলে আপনি একটার বদলে দুটো বা তিনটা ট্রেড ওপেন করতে পারবেন এবং তারপরেও খেয়াল রাখতে হবে যেন লিভারেজ এত বেশি কমে না যায়। যদি লিভারেজ কমে যায় তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারেন।
মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স মার্কেট এর প্রাণ এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ সফল হতে পারেন নি , যদি কেউ হয়ে থাকে তাহলে নিতান্তই ভাগ্যের জোরে । প্রথমে আপনাকে নিজেকে নিরাপদ রাখতে হবে এরপর লাভের চিন্তা করতে হবে । সাধারনত একজন প্রফেশনাল টেডার সর্ব্বোচ্চ ২-৩% রিস্ক নেয় । এর বেশি হলেই আপনাকে কঠোর শাস্তি পেতে হবে এবং আপনি কখনই মার্কেটে টিকে থাকতে পারবেন না ।
ফরেক্স-এ মানি ম্যানেজমেন্ট একাউন্ট টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে। মানিম্যানেজমেন্ট না জানা থাকলে ফরেক্স থেকে খুব তাড়াতাড়ি ছিটকে পরতে হবে। মানিম্যানেজমেন্ট জানা থাকলে ২%-৫% রিক্স নিয়ে ব্যবসা করা যায়। যা আপনাকে ফরেক্স মার্কেটে বহুদিন পর্যন্ত টিকিয়ে রাখতে সাহায্য করে।
ফরেক্স এ প্রতিটি ট্রেডারের জন্য মানি মেনেজমেন্ট এ্র্যাকাউন্ট টিকে রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। এজন্য আপনাকে মানি মেনেজমেন্ট বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখতে হবে এমনকি মানি মেনেজমেন্ট এর উপর অধিকাংশ ট্রেডার ৩%-৫% রিক্স নিয়ে ফরেক্স ব্যবসা করতে পারবেন। এবং এই রিক্স নিয়ে আপনি যদি ফরেক্স মার্কেটে ব্যবসা করেন তাহলে বহুদিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন।
ফরেক্স কোন ক্ষণস্থায়ী বেবসা নয় ফরেক্স হল আজীবনের জন্য একটি বেবসা তাই এখানে আজীবন বেবসা করে যেতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে তাহলে আপনার সকল অর্থ এখানে নিরাপত্তায় রইল যাতে করে আপনি কোন রকম ক্ষতিগ্রস্থ হয়ে না পরেন ।
ফরেক্স থেকে লাভ করতে হলে মানি ম্যানেজমেন্ট এর গুরুতব অপরিসীম। তা না হলে ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়ে। তাই আপনাকে ফরেক্স থেকে ইনকাম করতে হলে আগে অবশ্যই ঠিক করে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। আর প্রতিটা ট্রেডকেই গুরুতব দিতে হবে। তাইলে আপনি ফরেক্স থেকে অনেক ভাল কিছু করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ একটা জিনিস আপনাকে সফল করতে পারে সেটা হল মানি ম্যানেজমেন্ট আপনি যদি অনেক ভাল একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন কিন্তু আপনি ভাল করে মানি ম্যানেজমেন্ট করেন না তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন না আবার আপনি যদি একটা খারাপ একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন আর মানি ম্যানেজমেন্ট ভাল করে করেন তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন