- 
	
	
	
	
		যেকোনো ট্রেডে লস হতে পারে বলা যাবে না যে আমার এই ট্রেডে কোন দিন লস হবে না তাই তাই লস হয়ার যে কারন আছে কিছু কিছু সেই লারন গুল দেখতে হবে যে আমার এই ট্রেডে লস হোল কেন আর কি কারনে যে লস হয়ছে ফরেক্স মার্কেটে জেমম্ন লস হতে পারে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা না থাকলে লস হতে পারে ।
	 
 
- 
	
	
	
	
		যে কারনে লস গুলো করে থাকে তা হল:-
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) নিয়ম-কানুন না মেনে চলা
৫) মার্কেট এনালাইসিস না করা ও
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ।
অভিজ্ঞতার বিষয় নিয়ে একটি কথা বলি ।যারা ফরেক্স এ নতুন তারা প্রথমে ফরেক্স এ এলে থাদের কাছে মনে হবে এই কাজটি কত সহজ ,তবেকি তাই ।একদ্দম ইনা ।এই ফরেক্স বিষয় টা অনেক জটিল ,অনেক সময় দিতেহয় এই ফরেক্স এর প্রতি তাহলেই কিছু শেখা সম্ভবন ।
	 
 
- 
	
	
	
	
		সকল ব্যবসাতে লাভ আছে আবার লচ ও রয়েছে।ব্যবসা করার আগে ফরেক্স সহজ মনে হয় কিন্তুু যখন ব্যবসা করা হয় তখন অবিগতার অভাবে বেশির ভাগ সময় লস হয়।টিক মতো ট্রেড করতে না পারা। কোন সময় মারকেট কেমন রকম আছে তা ভালে মতো না জানা।এসব এর জন আমাদের ফরেক্স লস হয়ে থাকে।ফরেক্স এ লসের কারন হল ট্রেডারদের যথেষ্ট জ্ঞানের অভাব । কারন একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করতে হয় তা ভালোভাবে শিখতে হবে । ট্রেড করার আগে আপনাকে ধীরস্থিরভাবে বাই-সেল করতে হবে অনেক ভেবেচিন্তে । অর্থাৎ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস, মার্কেটের গতিবিধি ইত্যাদি ভেবে ট্রেড করতে হবে ।অন্যথায় বিরাট লসের সম্মুখীন হতে হবে ।আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।
	 
 
- 
	
	
	
	
		আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে অনেক গুলা কারণ থাকতে পারে।আসলে তারাই ফরেক্স মার্কেট এ বেশী বেশী লস করে যারা ফরেক্স মার্কেট এ নতুন।নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করে।আর ট্রেড করে লস করে।তারা ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালোভাবে জেনে ট্রেড করতো তাহলে ব্যর্থ ফরেক্স ট্রেডার এর পরিমার কমে আসতো।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসুন।
	 
 
- 
	
	
	
	
		সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। 
অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন।