ফরেক্স ট্রেডিং সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ২৪ ঘন্টা এই মার্কেট ওপেনিং করা থাকে,তাই যে কেউ ফুল টাইম ও কেউ পার্ট টাইম মনেকরে ফরেক্স ট্রেডিং করিতে পারে,তাই বলা যায় যার যখন আবসর সময় থাকবে সে সেই সময় মার্কেট থেকে ট্রড করে প্রফিট করতে পারবে।
Printable View
ফরেক্স ট্রেডিং সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ২৪ ঘন্টা এই মার্কেট ওপেনিং করা থাকে,তাই যে কেউ ফুল টাইম ও কেউ পার্ট টাইম মনেকরে ফরেক্স ট্রেডিং করিতে পারে,তাই বলা যায় যার যখন আবসর সময় থাকবে সে সেই সময় মার্কেট থেকে ট্রড করে প্রফিট করতে পারবে।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টায় খোলা থাকে। আপনি এটাকে ফুল টাইম অথবা পারট টাইম যেকোন হিসাবে নিতে পারেন। তবে ফরেক্স এ সবসময় ট্রেড করলে লসে পরবেন। তাই যে সময় ট্রেড করার জন্য খুব ভালো তখন ই কেবল ট্রেড ওপেন করা উচিত। তবে আমি চাছি এটাকে ফুল্ল তাইম হিসাবে নিতে।
ফরেক্সের কাজ পার্টটাইম এবং ফুল টাইম দু রকম ই করা যাই। আপমি যদি মনে করেন সব সময় ফরেক্সের কাজ করবেন তাহলে পারবেন এবং আপনার যদি অন্য কোন কাজ থাকে তাহলে আপনি আপনার কাজের পাশাপাশি ফরেক্সের কাজ করতে পারেন। ফরেক্সের কাজ করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে এবং ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অল্প সময় ফরেক্সে কাজ করেও বেশি আয় করতে পারেন।
ফরেক্স মার্কেটে আপনি কতক্ষন সময় দিবেন সেটা একান্ত আপনার ব্যপার। আর ফরেক্স মার্কেটে আসলে বলে সময় ঠিক করা যায় না কারন এক সময় দেখা যায় সারাদিন এতে সময় দিচ্ছি আবার অনেক সময় পরীক্ষা থাকার কারনে বেশি সময় থাকতে পারি না। তবে আমার মতে পার্ট টাইম জব হচ্ছে ছাত্রদের জন্য ভাল হয় আবার চাকরিজীবিদের জন্যও অনেক ভাল কারন অফিস শেষে তারা এই কাজটা করতে পারে তবে এই ব্যবসাকে পেশা হিসাবে নিলেও ভাল হবে।
ফরেক্স কি পার্ট টাইম না ফুল টাইম এটা সিদ্ধান্ত আপনি নিজেই নিবেন এই সিদ্ধান্ত আমি মনে করি কেউ কাউকে দিতে পারে না নিজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা ভাল কারন ফরেক্স একটা রিস্কি মার্কেট এটা উপর পুরোপুরিভাবে ডিপেন্ডেড বা নির্ভর হওয়াটা উচিত না আমাদের প্রেক্ষাপটে আপনি নিজের উপর বিশ্বাস রেখে পার্ট টাইম হিসেবে চালিয়ে যেতে থাকেন।
ফরেক্স পার্টাইম বা ফুল টাইম সেটা আপনার উপর নির্ভর করে । আপনি যদি ফরেক্স ছাড়াও অন্য কোন কাজ বা চাকরি করেন তবে ফরেক্সে পার্টাইম হিসেবে নিয়ে কাজ করতে পারেন । তবে ফরেক্স করা কিংবা না করা সম্পুর্ন আপনার বেপার তা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফরেক্স করতে পারেন।
ফরেক্স ট্রেডিং পার্ট টাইম না ফুল টাইম এটা নির্ভর করে ফরেক্স ট্রেডার এটাকে কি হিসেবে নিচ্ছে। একজন ফরেক্স ট্রেডার যদি এটাকে পার্ট টাইম হিসেবে নেয় তবে এটা তার জন্য পার্ট টাইম। সাধারনত যারা চাকুরী জীবি বা অন্য ব্যবসায়ী বা স্টুডেন্ট তারাই ফরেক্সকে পার্ট টাইম হিসেবে নেয়। আর যারা ফরেক্স কে ফুল টাইম হিসেবে নেয় তাদের আয়ের মূল উৎসই হলো ফরেক্স।
আমার মতে ফরেক্স ট্রেডিং কে ফুল টাইম হিসেবে নেয়া উচিত । কারন পার্টটাইম করতে গেলে অনেক রকম ঝামেলা পোহাতে হয় । আর সবচেয়ে ভাল হয় প্রফেশনালি পুরোপুরি ভাবে সময় দিতে পারলে । এটি ফরেক্স ট্রেডিং এর জন্য উপকারী ।
আপনার উপর নির্ভর আপনি কি পার্ট টাইম করতে চান নাকি ফুল টাইম করতে চান। তবে যাদের অন্য কোন জব থাকে তারা এটাকে পার্ট টাইম হিসেবে নেয় আর যারা কোন জব করেনা তারা এটাকে ফুল তাইম হিসেবে নিতে পারে। যাদের অন্য কোন কাজ নেই এবং যারা ফরেক্স ট্রেডের জন্য সর্বদা আগ্রহী তাদের জন্য ফুল টাইম।
ফরেক্স মার্কেটে আমি পার্টটাইম ট্রেড করি । আমি একজন পার্টটাইম ট্রেডার । কারন আমি একটি সরকারি চাকুরি করার পাশাপাশি যখন সময় পাই তখন ফরেক্স মার্কেটে ট্রেড করি । তবে যদি ফরেক্স মার্কেটে আমি ভাল সফলতা পাই তাহলে আমি ফরেক্স মার্কেটে আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবে । ধন্যবাদ ।