-
আমি একজন নারী হিসেবে ফরেক্স ব্যবসা করতে পারছি বলে আমার পরিবার অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। কেননা আমাদের সমাজের মেয়েরা খুব কম ব্যবসা করে থাকে। তবে মেয়েরা ব্যবসার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। তাই আমি এই ব্যবসাটি করি বলে আমি অনেক সন্তুষ্ট। পরিবারের কাছ থেকে আমি অনেক সমর্থন পেয়েছি। এছাড়া আমার পরিবার আমার ওপর নির্ভরশীল। আমি ফরেক্স থেকে যে টাকা আয় করি তা দিয়ে আমি আমার পরিবারকে সহযোগীতা করি এতে আমার পরিবার আমার প্রতি অনেক সন্তুষ্ট।
-
আমার পরিবার আসলে আমাকে ফরেক্স শিখার ক্সেত্রে কখনই বাধা দেয়নি বরং আমি ফরেক্স ট্রেডিং শিখার জন্য একটি ফরেক্স ট্রেডিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এবং আমার পরিবার আমাকে ফরেক্স শিখার জন্র সকল ফিন্যানশিয়াল হেল্প করেছিল আর সেই জন্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। আমার পরিবারের সবাই ফরেক্স সমর্থন করে । তারা এ ব্যবসায় অনেক খুশি । তারা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানে । ফরেক্স এর ব্যবসা সম্পর্কে তারা আমাকে অনেক উৎসাহ এবং অনেক সাহায্য করে । আমি তাদের উপর অনেক খুশি এই কারনে যে তারা আমাকে ফরেক্স এর কাজ করতে মানা করে না । তারা চায়, আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স এ কাজ করি ।
-
না আমার পরিবার এই ব্যবসা সমর্থন করেন না করান তাদের ফরেক্স এর এই ব্যবসার প্রতি কোন জ্ঞান নাই তাই তারা মনে করে যে এই ব্যবসা মনে হয়ে টাকা খেয়ে চলে যেতে পারে তাই । কারন এর আছে যেই অনলাইন ব্যবসা এসেছে তারা বাংলাদেশের সব লোকেরই টাকা খেয়ে চলে গেছে, তখন আমি দেখলাম যে ফরেক্স ব্যবসা যখন ঘরে বসে যেকোন সময় করা যায় তাহলে আমি লেখা পড়ার পাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারি । এসুবিধা দেখে আমার পরিবারও আমাকে ফরেক্স ব্যবসায় সাপট দিয়ে যাচ্ছে ।
-
আসলে ফরেক্স থেকে এভাবে যে আয় করা যায় এটা আমার পরিবার বিশ্বাস করত না। তাদের ভাবনাটা ছিল কিছুটা যৌক্তিক। কারণ তারা ভাবত ইনভেস্ট ছাড়া কীভাবে আয় করা সম্ভব? আমার পরিবারকে অনেক বুঝিয়ে বলার পরও তারা বিশ্বাস করে নি। পরবর্তীতে আমি বেশ অনেক দিন পর ফরেক্স মার্কেট থেকে মুনাফা তুলে আমার পরিবারের হাতে দেওয়ার পর এখন বিশ্বাস করেছে। এখন আমি পরিবার থেকে ভালই সাপোর্ট পাচ্ছি।
-
আমার পরিবারের সবাই ফরেক্স এর ব্যবসায়কে সম্থন করে। তারা এ ব্যবসায় অনেক খুশি। তারা ফরেক্স সম্পরকে অনেক কিছু জানে। আমার ভাই ফরেক্স এর কাজ করতে অনেক উতসাহিত। ফরেক্স এর ব্যবসা সম্পরকে তারা আমাকে অনেক উতসাহ এবং অনেক সাহায্য করে। আমি তাদের উপর অনেক খুশি এই কারনে যে তারা আমাকে ফরেক্স এর কাজ করতে মানা করে না। তারা চায়, আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স এ কাজ করি। আর তাছাড়া আমি ফরেক্স এর কাজ সব সময় করতে। আর আমিও চাইনা ফরেক্স এর কাজ ছেরে দিতে।
-
ব্যাবসায়ে আমাকে অনেক বেশি সহায়তা করেছে আমাকে এখানে ডলার ডিপোর্জিট করার ক্ষেত্রে আমার পরিবার আমাকে অর্থের যোগান দিয়ে সাহায্য করেছে। আর আমার পরিবারে আমার পাশাপাশি আমার ভাইও আমার সাথে এখন ফরেক্স ট্রেডিং করে এবং সে ও এখান থেকে এখন বেশ ভাল প্রফিট করছে।
-
হা আমার পরিবার আমার এই ব্যবসায় আমাকে সমর্থন করে কারন আমি ছাত্রজীবনে অবসর সময়ে লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেটের ব্যবসা করে আয় করতে পারছি। এবং আমার নিজের খরচ নিচে যোগাড় করতে পারছি তাই আমার পরিবার আমার এই ব্যবসায় আমাকে সাহায্য করে এবং আমাকে সমর্থন করে।
-
আমার পরিবার এই ব্যবসা সমর্থন কবে । কারন এটা আমি আমার অবসর সময়ে করে থাকি , এবং আমি ফরম পোষ্টিং করে এ ব্যবসা করে থাকি ,যার ফল আমার ঘর থেকে কন টাকা আনতে হয় না ফরেক্স এ বিনিয়োগ করার জন্য । আর ব্যবসা করলে পরাশুনার কোন ক্ষতি হয় না । প্রতিদিন কয়েক ঘন্টা সময় দিয়ে এ ব্যবসা করা যায় । যার ফলে আমার পরিবার আমাকে এটি করতে সমর্থন করবে ।
-
আমি এই বিজিনেস এ একজন নতুন,আমি এখনো ডেমো তে অনুশীলন করছি,আমি এখনো আমার রিয়েল ট্রেডিং একাউন্ট এ বোনাস পাই নি,যদি পাই তা দিয়ে ভালো কিছু হলে তখন আমি আমার পরিবার এর সদস্য দের বলবো,আমি সফল হলে তারা আমাকে সর্মথন করবে এবং তখন তারা আমাকে বিনিয়োগ এর জন্য অর্থ দিবে।
-
ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসা । এখান থেকে মুনাফা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয় । পরিশ্রম ছাড়া এখান থেকে আয় করা কষ্টসাধ্য । ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই আমার বাড়ি থেকে আমার পরিবারের সদস্যরা আমাকে সমর্থন করেন । িএছাড়া তাড়া আমাকে ফরেক্স ট্রেডিং করার জন্য আমাকে উৎসাহ প্রদান করে থাকে ।