-
আমাদের দেশে যত দূত সম্ভব ফরেক্স ব্যবসা ছড়িয়ে দেওয়া উচিত তাতে আমাদের দেশে বেকার সংখ্যা অনেক হ্রাস পাবে আর বেকার সংখ্যা কমে গেলে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল হবে । ফরেক্স সম্পর্কে বেকার লোকজনদের ভালভাবে বুঝালে তারা শিখে দেশের উন্নয়নে ভাল অবদান রাখতে পারবে ।
-
ফরেক্স ট্রেডিং আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত এটা বলার অপেক্ষা রাখেনা । কারন আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি । তবে ফরেক্স ট্রেডং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বাবসা তাই এ বাবসায় জরানোর আগে এ ফরেক্স ট্রেডিং সম্পরকে ভাল জ্ঞান অর্জন কিরে এটি কিরা উচিত। তবে আমি মনে করি ফরেক্স সম্পরকে আমাদের দেশে একটা স্কুল থাকলে ভাল হত। যাতে করে ফরেক্স ট্রেডিং আমাদের জন্য সহজ হত।
-
আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে চাকুরীর যে অবস্থা তাতে ফরেক্স সবার মাঝে দ্রুত ছড়িয়ে পরা উচিৎ। ফরেক্স সবার মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে দেশের বেকার সমস্যা কিছুটা হলেও কমে আসবে। তা্ই আমাদের উচিৎ সবার মাঝে ফরেক্সকে দ্রুত ছড়িয়ে দেওয়া।
-
আমি মনে করি আমাদের দেশে যে পরিমান বেকার তা দুর করার জন্য ফরেকস দ্রত *আমাদের দেশে ছড়িয়ে পরা দরকার । তবে তার আগে কিছু ভাল মানের লোক তৈরি করা প্রয়োজন যারা শিখাতে পারে ।
-
আমাদের দেশে যে হারে বেকার এর হার বেরেছে, তাতে ফরেক্স মার্কেট আমদের দেশে ছড়িয়ে পড়া তা উচিৎ আমি মনে করি,ফরেক্স আন্তর্জাতিক একটা মার্কেট তাই এটা যে কোন প্রান্ত যে কোন দেশ থেকে খুব সহজে করতে পারে,তবে ফরেক্স মার্কেট থেকে যে এতো সহজে যে ইনকাম করা যাই, এই রকম কিছু মনে করলে কিন্তু বিরাট বড় ভুল হবে, ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা তা অনেক কঠিন, আমি বলি যে কেও যে কোন জাইগা থেকে ফরেক্স করতে পারবে, কিন্তু ফরেক্স এর সব কিছু বুঝে সুজে ফরেক্স মার্কেটে নামতে হবে।
-
ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিৎ। কারন আমাদের দেশে শিক্ষিত বেকার মানুষের সংখ্যা অনেক বেশি। যাদের মাঝে ফরেক্স মার্কেটে ব্যাবসার সুযোগ-সুবিধার বিষয়টি ভালভাবে তুলে ধরতে পারলে বা ফরেক্স দেশের যুব সমাজের মাঝে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশ বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও দুর হবে।
-
অবস্যই ফরেক্স দ্রুত ছড়িয়ে পড়া উচিত।।
-
আমি বলবো আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।এমতবস্থায় বাংলাদেশের ফরেক্স বাংলাদেশের বেকারদের জন্য আয়ের খুবই ভালো একটা পথ।তারা চাইলে এটাকে ভালোভাবে শিখে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবে।
-
ফরেক্স ব্যাবসার বিষয় আমাদের দেশে দ্রূত ছড়িয়ে পড়া উচিৎ হলেও তা কখোনোই সম্ভব হবে না৷কারন ফরেক্স ব্যাবসা রিস্কি ও কঠিন ব্যাবসা৷তাই আমাদের বাঙ্গালী সমাজে এখোনোও তেমন একটা প্রকাশ পায়নি৷যদি অন্যান্য ফাঁকিবাজি ব্যাবসা বা কোনোও হায় হায় কোম্পানী হতো তাহলে এতোদিনে গ্রামগন্জেও ফরেক্সের কথা শুনা যেত৷ফরেক্স ব্যাবসায় অনেক লস দিয়ে শিখতে হয় এবং কয়েক বছর ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যাকটিস করতে হয় যা আমাদের বাঙ্গালী সমাজে অনেক কঠিন ব্যাপার৷আমাদের আশেপাশে লুজার ট্রেডারদের সংখ্যাই অধিক !!!তাই এর প্রচার প্রসার তেমন একটা হচ্ছে না৷
-
ফরেক্স ব্যবসায় লাভের সাথে সাথে লসের সম্ভবনা প্রচুর।আর ফরেক্সএর জন্য প্রয়োজন প্রচুর লেখাপরা প্রয়োজন। কাজেই, খুব দ্রুত ফরেক্স করার চেয়ে বুঝে শুনে করাই ভালো। তবে সার্পোট সিসটেম গুলো যেমন ট্রনিং সেন্টার, ফরেক্স ব্রোকার হাউস ইত্যাদি খুব দ্রুত প্রয়োজন।