কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। ব্যপারটা আরেকটু ... তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন
Printable View
কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। ব্যপারটা আরেকটু ... তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন
আমি মনে করি, এটি একটি সঠিক ব্যবসা কিন্তু আপনাকে মনে রাকতে হবে এটা করার জন্য বা আপনি প্রফিট পাবার মত সঠিক জ্ঞান আছে কি না ? কারন এটি নতুন দের জন্য অনেক টা ঝুকি পূর্ন সুতারং আপনাকে কম পক্ষে ৬ মাস ডিমো এ্যাকাউন ব্যবহার করা উচিত। তাই আমি মনে করি এটা নতুনদের জন্য প্রফিটাবল নয়। ধন্যবাদ
আমি আপনার সাথে একমত. ভাল দক্ষতা অর্জন করতে প্রয়োজন সম্পর্কে বাজার আগে বৈদেশিক মুদ্রার বাজার থেকে একটি অবিচলিত মুনাফা অর্জন করা. একটি নিয়মিত ভিত্তিতে বাজারের বিস্তারিত সমীক্ষা এবং জরুরী praktisa জন্য ডেমো অ্যাকাউন্ট.
দক্ষতা ছাড়া প্রফিট করা ফরেক্স এ সম্ভব কিন্তু আপনি এই প্রফিত ধরে রাখতে পারবেন না কিছু দিন পর দেকবেন আপনি সুধু লস আর লস করছেন । তাই আপনাকে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে দক্ষতা ছাড়া লং টাইম প্রফিট করতে পারবেন না। এমন অনেক ট্রেড আর আছে যারা প্রতম এ ভাল প্রফিত করতে পারে কিন্ত পরে পারে না ।
দক্ষতা ছাড়া তো ভাই মুদি দোকানের ব্যবসা করাও সম্ভব না। আর ফরেক্স ট্রেডিং তো সম্পূর্ণ টাকার খেলা। এখানে ইনভেস্ট নয়, দক্ষতাই মূল। ইনভেস্টমেন্ট তো আপনি ইনসটা ফরেক্স ফোরাম পোস্টিং অথবা OctaFX এর ৮ ডলার বোনাস দিয়েও ট্রেড শুরু করতে পারেন, কিন্তু দক্ষতা না থাকলে একাউন্ট খুলেও লাভ করা সম্ভব হবে না।
প্রফিট আর দক্ষতা ২টা আলাদা বিষয়। যে কেওই যে কোন সময় এক দুইটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারে আবার লসও হতে পারে, তবে যদি কেও ফরেক্স র্মাকেট সম্র্পকে দক্ষ হয় সে ক্ষেত্রে সে একটা গতানো গতিক প্রফিট করতে পারবে আর যদি লস হয় সে ক্ষেত্রেও লসটা সিমিত থাকবে। তো বলতে পারি দক্ষতা থাকলে ফরেক্স র্মাকেটে প্রতিনিয়ত নিয়ম মাফিক ভাবে প্রফিট করা যায়।
কোন কাজে তার সফলতার পিছনে তার দক্ষতা কাজ করে থাকে। আপনি যদি কোন কাজে দক্ষ না হন তবে সে বিষয়ে দক্ষ হতে পারবেন না। তাই ফরেক্সে দক্ষত ছাড়া সফল হওয়া অনেক কঠিন।
আমি মনে করি দখ্যতা ছাড়া প্রফিট সম্ভব নয়।আমি মনে করি ফরেক্স মার্কটে প্রচুর দখ্যতার প্রয়জন হয়।কারন দখ্যতা ছাড়া কোন কিছু সম্বব নয়।
হা বন্ধু দক্ষতা ছাড়া হয়তো ট্রেড করে প্রফিট পাওয়া যায় তবে খুব কমই এরুপ ঘটে। কিন্তু নিয়মিত প্রফিট করার ক্ষেত্তে ট্রেডিং দক্ষতা অপরিহার্ষ একটা বিষয়। ধন্যবাদ।
মানুষ আস্তে আস্তে বড় হয়। কেউ এক লাফে বড় হয় না। তাই আস্তে আস্তে ট্রেডিং করতে করতে নিজের দক্ষতা বড়ানো সম্ভব। এই সময়ে অনেক লস হতে পারে আবার লাভও হতে পারে।