-
আমি বলবো ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়। অনেকে না বুঝে হুজুগের মাথায় হঠাৎ করে না বুঝে ট্রেড দিয়ে বসে তাতে লস হতে হয়। তাই ফরেক্স না বুঝে করলে ক্ষতির সম্মুখিন হতে হবে। ভাল করে বুঝে ট্রেড দিতে হবে।
-
ফরেক্সে আমরা আনেকে লস করি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা না থাকা, তা ছাড়া প্রয়োজর অ্যানালাইসিস,
অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য -
১, ট্যানিকেল
২, পানডামেন্টাল ও
৩, সেন্টিমেন্টাল
এই সব গুলো এনালাইসিস গুরুত্ব পূর্ণ।
-
ব্যবসায়ে লাভ লস আছে আর ফরেক্স একটা ব্যবসা তাই এখানেও লাভ লস আছে ফরেক্স মার্কেটে আমদের লস করার সব থেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের অজ্ঞতা এছাড়া ফরেক্স মার্কেট খুব ভালো করে এনালাইসিস না করতে পারা এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় খুব বেশি ইমোশনাল হয়ে পড়া এছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় বেশি লোভ করা সাধারনত এই সব কারনেই আমরা ফরেক্স মার্কেটে লস করে থাকি।
-
ফরেক্স খুব ঝুঁকিপূর্ণ ব্যবসায় হলেও এখন থেকে অনেক মুনাফা অর্জন করতে সক্ষম । ফরেক্স মার্কেট বিনিয়োগ করি বেশির ভাগ মানুষের লসের কারণে মূলধন চলে যায় ও তারা হতাশ হয়ে ফরেক্স থেকে চলে যান । ফরেক্স কোনো জুয়া খেলে নয় এটা একটি ব্যবসায় । ফরেক্স থেকে ভালো ফল পেতে হলে ফরেক্স নিয়ে অনেক পড়াশোনা করতে হবে , অনেক দিন যাবৎ ডেমো ট্রেড করতে হবে । ডেমো তে ভালো করতে পারলে আসল ট্রেড করা উচিত ও হে আমাদের লোভ পরিহার করতে হবে ফরেক্সে টিকে থাকতে চাইলে ।
-
ভাই আমরা অনেকেই আছি যারা লোভের বশে ফরেক্স ব্যাবসা সম্পরকে ভাল ভাবে না বুঝে শুনেই ফরেক্স ব্যাবসাতে নেমে পরি তাই বেশির ভাগ মানুষ লস করে থাকে ।প্রথমে দেমু দিয়ে ১ বছর প্রাকটিস করেন মার্কেট আনালায়স্যসিস করার চেষ্টা করেন টাইম ফ্রেম সম্পরকে ভাল ধারনা নেন সবশেষে ভাল মনি ম্যানেজমেন্ট রুল ব্যাবহার করেন এবং নিজের আবেগ এবং লোভ কে সংবরন করেন তাহলে আশা করি সফল হতে পারবেন
-
ফরেক্স এ আমি মনে করি টেকনিক্যাল এনালাইসিস ভাল আমি ফরেক্স মাকেটে ট্রেড করার আগে টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স মাকেট ট্রেড করি | আমি টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স থেকে লাভ করেছি আপনি করে দেকতে পারেন ফরেক্স থেকে আপনি ও লাভ করতে পারেন |
-
ভাই ফরেক্স মাকেটে থেকে আমরা লস করে থাকি লোভ এর কারনে ফরেক্স মাকেটে থেকে আমরা অনেক লোভ করি তাই লস করি | ফরেক্স মাকেটে লস এর অন্যতম কারন অদক্ষতা ফরেক্স থেকে অনেক অদক্ষতা অবস্থই ট্রেড কোড়ে থাকে তাই লস করে |
-
না বুঝে কিছু করলে সেখান থেকে তো ভাল কিছু করা সম্ভব ন। আপনি যে কাজ করতে যাবেন সেখান থেকে ভাল কিছু করতে গেলে আপনাকে তার কাজ ভাল করে জানতে হবে আপনি ভাল করে কাজ না জানলে সেখন থেকে কিছু করতে পারবেন না। ফরেক্স করতে গেলে আপ[নাকে ভাল করে ট্রেড শিখতে হবে আর ট্রেড না জেনে ফরেক্স এ কাজ করতে আসলে আপনি লস এ পড়বেন।
-
যেহেতু ফরেক্স একটা ব্যবসা এবং ব্যবসা মাত্রই লাভ লসের সমাহার তাই আমরা লাভ করতে গিয়ে লস করে থাকি। আমি মনে করি ফরেক্স মার্কেট এ প্রফিট করার সাথে সাথে লস করাও শিখা উচিত। কেননা যখন একজন ট্রেডার লস করতে পারে এবং সেই লস রিকভার করতে পারে তখনই সে ট্রেডার হয়ে উঠতে পারে। ধন্যবাদ।
-
আমি বলবো ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়। অনেকে না বুঝে হুজুগের মাথায় হঠাৎ করে না বুঝে ট্রেড দিয়ে বসে তাতে লস হতে হয়। তাই ফরেক্স না বুঝে করলে ক্ষতির সম্মুখি হতে হবে। ভাল করে বুঝে ট্রেড দিতে হবে।