-
ফরেক্স এ প্রত্যক ট্রেডার এর উচিত ভালো একটা ব্রোকার নির্বাচন করে ট্রেড করা। কারন ভালো ব্রোকার এ ইনভেস্ট না করলে আপনার টাকা জলে যেতে পারে। আপনি নানা ধরনের সমস্যায় পরতে পারেন। আর ট্রেড করে আপনার প্রফিট ব্রোকার নাঈ দিতে পারে। তাই উইথড্র দিলে যাতে আপনি সাথে সাথে পান সে রকম ব্রোকারে। ট্রেড করতে হবে।
-
আমি ইনস্টাফরেক্স ব্রোকার নিবাচন করেছি।আমার কাছে এটাই ভাল মনে হয়।। কারন আমি এই পযন্ত অনেক ব্রাকারে ট্রেড করেছি কিন্ত
ইনস্টাফরেক্স এর মত কত কম স্প্রেড ব্রোকার আর পায়নি। ইনস্টাফরেক্স এর অনেক ফিচার রয়েছে যা একজন ফরেক্স ট্রেডার এর জন্য আসলেই অনেক কাযকারী।
-
অনলাইনে সার্চ দিলে হাজার হাজার ব্রোকারের নাম আসে যার অধিকাংশই ভুয়া।এদের মধ্য থেকে আপনাকে ভালো ব্রোকার খুজে বের করতে হবে।আর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপানাকে অবশ্যই একটি ভাল ব্রোকার নির্বাচন করতে হবে আর আমি যতদূর জানি এখানে ইনস্টা ফরেক্স হল সব থেকে ভাল ব্রোকার।
-
ব্রোকার সিলেক্ট করতে হলে আমাদের কে বেশী করে ফরেক্স হতে শিক্ষা অর্জন করতে হবে কারন আমরা যদি শিক্ষা অর্জন করতে না পারি তাহলে নামরা এই মার্কেট থেকে বেশী কিছু করে যেতে পারব না তাই আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ভাল করে ট্রেড করার জন্য ভাল ব্রপকার সিল্কেত করতে হবে ।
-
ফরেক্সে প্রথম কাজ হলো ব্রকার নিরবাচন করা । এখানে কোন ভুল হলে ক্ষতিতে পড়ে যেতে হবে । তাই জেনে সুনে এমন ব্রকার নিরবাচন করুন যাতে প্রতারিত হতে না হয় । ইন্সটা ফরেক্স একটি নিরভরযোগ্য একটি ন ব্রকার এখানে কাজ করা যায় ।
-
ফরেক্স ট্রেডিং যদিও লাভজনক ব্যবসায় তারপরও এটি খুবখুবই রিস্কি কারন যে কোন সময় মার্কেট বিপরীতে দাঁড়িয়ে গেলে মুলধন 00 হতে সময় লাগে না। তাই লিভারেজ কম ব্যবহার করে ছোট লট এ বুঝেশুনে ট্রেড এন্ট্রি নিতে হবে। একবার লস হলে সেই লস রিকোভার করা খুব কঠিন কাজ। তাই তারাহুরো করে কোন ট্রেড ওপেন করা ঠিক হবে না। আর কোনো ট্রেড লসে গেলে ঐ ট্রেড টি অল্প লসে যেন ক্লোজ হয়ে যায় সেজন্য অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন।
-
নিজের ডিপোর্জিটের নিরাপদ ব্যাবহার নিশ্চিত করে প্রফিট লাভ করার ক্ষেত্রে ব্রোকার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ন তা ছাড়া ব্রোকার নির্বাচনের ক্ষেত্রে অবশ্রই দেখতে হবে যে কোন ব্রোকার বেশি সুবিধা প্রদান করছে আর সেই অর্থে আমি মনে করি ইন্সটা ফরেক্স অনেক ভাল একটি ব্রোকার হাউজ ।
-
আপনার বিনিয়োগ যেন কম সুবিধা সমৃদ্ধ কোন ব্রোকার হাউজে চলে না যায় সে জন্য ট্রেড করার পূর্বে অবশ্যই এমন একটি ব্রোকার হাউজ বেছে নেওয়া উচিত যে ব্রোকার আপনাকে ট্রেড সহায়ক বিািভন্ন ধরনের সহায়তা প্রদান করবে আর আমার দৃষ্টিতে এমনই একটি ব্রোকার হল ইন্সটা ফরেক্স যারা ট্রেডারদের ব্যাপারে অনেক বেশি যত্নবান।
-
সঠিক ব্রোকার নির্বাচন করা আমাদের দ্বায়ত্ত্ব। কেননা ভুয়া ব্রোকার এ ট্রেড করলে আমাদের টাকা মেরে দিতে পারে। তারা আমাদের প্রফিট নাও দিতে পারে। আর না দিলে আমাদের কিছুই করার থাকবে না। আমি এক্ষেত্রে ইন্সটা ফরেক্স ব্রোকার কে নির্বাচন করেছি।
-
ব্রোকার নির্বাচন কারা খুব দরকারি কারন আমরা এখান এ টাকা ইনভেস্ট করব সেই টাকা তো আমাদের পেতে হবে। অনেক ব্রোকার আছে যারা শুদু ক্লায়েন্ট দের টাকা মেরে দেবার জন্য ব্যবসায় করে। তাই আমাদের ভাল ভাবে ব্রোকার নির্বচন করতে হবে। যেমন ইনস্টা ফরেক্স ব্রোকার হল সব থেকে ভাল ব্রোকার।