অনেকদিন যাবৎ অনলাইন সেক্টর থেকে কিছু করার জন্য অনেক কাজ নিয়ে ঘাটাঘাটি করেছি। কিন্তু ফরেক্স ছাড়তে পারিনি। অনেক লস করার পর চিন্তা করেছি যে ফরেক্স ছেড়ে দিব। কিন্তু ফরেক্স ছাড়তে পারিনি। ফরেক্স আসলে মনে প্রানে ধরে গেছে। ফরেক্স নিয়ে স্টাডি করতে ভালো লাগে।
Printable View
অনেকদিন যাবৎ অনলাইন সেক্টর থেকে কিছু করার জন্য অনেক কাজ নিয়ে ঘাটাঘাটি করেছি। কিন্তু ফরেক্স ছাড়তে পারিনি। অনেক লস করার পর চিন্তা করেছি যে ফরেক্স ছেড়ে দিব। কিন্তু ফরেক্স ছাড়তে পারিনি। ফরেক্স আসলে মনে প্রানে ধরে গেছে। ফরেক্স নিয়ে স্টাডি করতে ভালো লাগে।
ফরেক্স ব্যবসাকে আমার অন্তরের চাইতেও বেশী ভালোবাসি । কারণ এই ব্যবসা করে আমার ইচ্ছা হল স্বপ্ন পূরণ করব । সুতরাং কতটা যে ফরেক্সকে ভালোবাসি তা আপনাদের বুঝাতে পারব না । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসব তাহলে যদি উন্নতি করার যায় । তবে ফরেক্স এমন একটা বিষয় এখানে যে ট্রেডারই আসুক না কেন অবশ্যই একে অনেক বেশি ভালবাসবে । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে ফরেক্সকে নিজের আপন করে নেওয়ার সর্বাত্নক চেষ্টা করছি । কেননা এর মাধ্যমে লক্ষ্য অর্জণ করাই আমরা মুল উদ্দেশ্য ।
ফরেক্স টেডিং একটা স্মাট এবং আদশ ব্যাবসা।খুব সহজেই মোবাইল ইন্টারনেট এবং ডিপজিট এর মাধ্যমে টেডিং করা যায়।তবে টেডিং এ প্রফিট করতে হলে দক্ষতার প্রয়জন ফরেক্স টেডিং এর।
নিঃসন্দেহে ফরেক্স একটি ভাললাগার মত ব্যাবসা যদি আপনি এটাকে ঠিকমত আয়ত্তে আনতে পারে। আর যদি ঠিকমত আয়ত্তে আনতে না পারেন তাহলে এর চেয়ে বিরক্তিকর ব্যাবসা পৃথিবীতে দ্বিতীয় কোনটি আছে কিনা আমার জানানাই। কেবর মনে প্রানে ভালবেসে সেই কাজের চেষ্টা করলে সফলতা অনিবার্য বলে আমি মনে করি । আমি আশা করি ফরেক্স মার্কেটের মাধ্যমে আমি আমার চাহিদা মেটাতে সক্ষম হব । ধন্যবাদ ।
ফরেক্স আমার খুব ভাল লাগে আমি ফরেক্স কে খুব ভালবাসি।আমি একজন ছাএ তারপর ও আমি দিন এর মদ্ধে যত টুকু সময় পাই ফরেক্স এ কাজ করি আমি আমার সময় গুল কে কখন ও নষ্ট করি না তাছাড়া আমি ছুটির দিন প্রায় সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটীর দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না তাই প্রায় সারা দিন এ ফরেক্স এ থাকি আর এটা আমার কাছে খুব ভাল লাগে।
সত্যি বলতে আমি ফরেক্সকে অনেকটাই বেশি ভালোবাসি*।কেননা ফরেক্স থেকে যতটা স্বল্প ইনভেস্টমেন্টে এবং যত স্বল্প প্রশিক্ষণ কাজে লাগিয়ে ইনকাম বা উপার্জন করা যায় ,অন্য কোথাও এত সহজে এবং এত দ্রুত উপার্জন করা সম্ভব নয়। এবং এটা একটি উন্মুক্ত ব্যবসা হওয়ায়, এখানে চাইলেই যে কেউ ব্যবসা করতে পারেন। এছাড়া আমি একটা নীতিতে বিশ্বাসী,যেখান থেকে আমার উপকার হবে, অবশ্যই সেই পন্থাকে আমি সম্মান ও ভালোবাসবো। তাই সত্যিই আমি ফরেক্সকে অন্তর থেকে ভালবাসি এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ফরেক্স সম্পর্কে আরো বেশি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের।
ফরেক্স মার্কেট কে আমিও ভালবাসি। কিন্তু শুধু ভালবাসলে তো আর আমি এখান লাভবান হতে পারবো না। আমাকে শিখতে হবে সময় দিতে হবে এটা থেকে লাভবান হতে হলে। আমি যদিও নতুন তারপরও আমি যখন সময় থাকে তখন মাকেট কে দেখি এবং মাঝে মাঝে ট্রেড করি। আমি এখনও শিখছি আমার মনে হয় আরও ২ থেমে ৩ মাস লাগতে পারে রিয়েল ট্রেড এ বসতে। ফরেক্স আমার জীবনে কথা বলা চলা ফেরা এমন কি মানুষের সাথে কথা বলা বদলে দিয়েছে । সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটির দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না । ফরেক্সকে আমি আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য হিসেবে আমি বেঁছে নিয়েছি । অামরা ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই হল অাসল বিষয় ।
ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথমে আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি। ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক ব্যবসা। এটি একটি অনেক বড় ব্যবসা। এটি হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। দৈনিক অনেক মুনাফার লেনদেন হয়ে থাকে। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকলে অভিজ্ঞতা ও দক্ষতার সাথে কাজ করলে ভালো ট্রেডার হওয়া যায়। ভালোভাবে ট্রেনিং করলে ভাল ট্রেডার হওয়া সম্ভব হয়। একজন দক্ষ ট্রেডার হতে পারলে ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকা যায়। এতে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করা যায়। সেখান থেকেই ফরেক্স মার্কেটের উপর আমার আত্মবিশ্বাস হয় এবং আমি ফরেক্স মার্কেটে অনেক ভালোবাসি।
ফরেক্স কে আমি অনেক ভালোবাসি । ফরেক্স আমার একমাত্র উপার্জন এর সেক্টর। এইখান থেকে আমি আমার মাসিক আয় জোগাড় করি। আমি চাই এইখান থেকেই একদিন বড়লোক হবো। সুতরাং যারা ফরেক্সে কাজ করেন এবং ফরেক্সকে ভালোবাসেন তাদের বলতে চাই লেগে থাকুন মেগে খেতে পারবেন।
ফরেক্স আমার একটা পছন্দ মত ব্যবসা। তারমানে ফরেক্স হল আমার মনের মত একটা ব্যবসা। তাছাড়া ফরেক্সে আমি ভালবাসি। আমি ফরেক্সে ভালবাসি তার কিছু কারন আছে। যেমন ফরেক্স আমার জীবনকে পরিবতন করে দিয়েছে। আমি ফরেক্সের জন্য আজ আমি নিজে সাবলম্বী হতে পেরেছি। তাই আমি ঘরে বসেই পড়াশুনার পাশাপাশি ফরেক্স করে আমার সব খরস তুলতে পারি তাই আমি ফরেক্স কে অঙ্কে ভাল বাশি