-
সফলতা অর্জিত হয় ব্যাক্তির বিশেষ কিছু ইতিবাচক যোগ্যতার কারণেই সবাই সফলতার দেখা পায়না যদিও সবারই প্রত্যশা থাকে সফলতার আপনি যদি ভোরের সৈান্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনাকে ঘুমের আরাম ত্যাগ করতে হবে তেমনি অতিরিক্ত কিছু পেতে হলে অতিরিক্ত কিছু দিতে হবে অবশ্যই ফরেক্সে সফল হতে হলে অন্যদের চেয়ে বেশি ট্রেডিং অভিজ্ঞ হতে হবে ,বেশি জানতে হবে এবং দক্ষতা অর্জনের জন্য পরিশ্রম করতে হবে তবে দিন শেষে আপনিই হলেন সেরা ট্রেডার
-
হ্যা অবশ্যই আপনি ফোরামে মাসের পুরোটা সময়ই চাইলে পোস্ট করতে পারবেন এবং একান থেকে বোনাস লাভ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে ফোরামের সকল নিয়ম কানুন যথাপোযুক্ত ভাবে অনুসরন করতে হবে এবং প্রতিদিনের পোস্টের যে রিমিটেশন রয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে।
-
হ্যা ভাই, ফরেক্স ফোরামে মাসে ৩০ দিনই পোস্টিং করা যায়। আমি বেশীর ভাগ মাসে ১৫ দিন বা ২০ দিন করে থাকি।
-
না। ফোরাম সব সময় ওপেন থাকে। আপনি মাসে ৩০ দিন আপনার ইচ্ছামর সময়ে পোস্ট করতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনাকে ফোরামের রুলস মেনে পোস্ট করতে হবে। তবে আপনি যতই পোস্ট করেন না কেনো ফোরাম আপনাকে সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস দিবে মাসে। রুলস মেনে পোস্ট করুন। কিছু জানার জন্য পোস্ট করুন, শেয়ার করুন নিজের অভিজ্ঞতা।
-
হা আমার জানা মতে ফোরামে মাসে ৩০ দিনই পোষ্টিং করা যায় । তবে একন আমি আর আগের মত পোষ্টিং করি না টাইম ও পাই না । কাওন এখন আমি বড় এমাউন্ট ইনভেস্ট করেছি আর অনেক ধরনের কাজ ও করি । আমার পরিচিত এর মধ্যে অনেকে ফোরামে কাজ করে ট্রেড করে । কারন তারা নতুন । আমার জানা মতে নতুন ট্রেডাররা বেশির ভাগ ফোরামে কাজ করে কএ ট্রেড করে থাকে ।
-
আপনি ইন্সতাফরেক্স এর এই বাংলা ফোরাম এ আপনি মাসে ৩০ দিন পোস্ট করতে পারবেন । আপনি এমন পোস্ট করবেন জাতে করে নতুন ফরেক্স টেড আর আপনার কাছ থেকে কিছু শিখতে পারে । নতুনরা ফরেক্স মার্কেট এ খুব সহজ এ কি ভাবে লাভ করা যাই তাও আপনি পোস্ট করতে পারেন । বিভিন্ন টেড আর এর সমস্যা গুলোর ও সমাধান দিতে পারেন এই ফোরাম এ ।
-
আপনি ফরেক্স এর ফোরাম এ কিছু নিয়ম মেনে আপনি প্রতিদিন ই পোস্ট করতে পারবেন কোন প্রবলেম নেই , আপনি কপি পেস্ট করতে পারবেন না একি পোস্ট বার বার করতে পারবেন না আপনি প্রতিদিন
৩০ করে পোস্ট করতে পারবেন তবে একদিন আপনি ২০ তা পোস্ট করলেই ভাল হয় , ফোরাম এর নিয়ম মেনে আপনি পোস্ট করলে কোন প্রবলেম হবে না ।
-
হ্যা ভাই ফোরামে আপনি প্রতিদিন পোস্ট করতে পারেন কিন্তু আপনাকে ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে হবে।যেমন আপনি একদিনে ২০ বা ৩০ টা পোস্ট করতে পারবেন।এর বেশি পোস্ট করলে আপনাকে বোনাস শিকারি হিসেবে গন্য করা হবে এমন কি আপনাকে ব্যান্ড করে দিতে পারে।তাই আমি মনে করি ফোরামে অপ্রয়োজনীয় থ্রেড বা পোস্ট ওপেন করা থেকে বিরত থেকে আকর্ষণীয়, জ্ঞানগর্ভ, শিক্ষণীয় কোনো কিছু থাকলে তা নিয়ে আপনার থ্রেড ওপেন করুন বা পোস্ট করুন ।
-
ফোরাম পোস্টিং মাসে ৩০ দিনই করা যায়। আমাদের জন্য মাসে ২৫০ ডলার ফিক্সড করে দেওয়া হয়েছে। আপনি মাসে এর বেশি ডলার বোনাস পেতে পারবেন না। এখন আপনি যদি মনে করুন একমাসে ৩০০ ডলার করবেন এবং পরের মাসে ৫০ ডলার পাবেন। এটা আপনার হয়তো নাও হতে পারে। কারন সেই মাসে ২৫০ ডলার একাউণ্ট এ আসবে এবং বাকীটা ভ্যানিশ হয়ে যাবে।
-
ইন্সটাফরেক্স এর প্রত্যেকটি ফোরামের পোষ্টিং মাসে ৩০ দিনই করতে পারবেন এতে কোন সন্দেহ নেই। আমি ইন্সটাফরেক্স এর বাংলা ফোরামে পোষ্ট করি। এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে ইন্সটাফরেক্স ফোরামকে ধন্যবাদ জানায়। যেহেতু বাংলা আমার মাতৃভাষা এজন্য আমি খুবই আনন্দিত হয়েছি যে আমি বাংলা ভাষা এমন একটি ফোরামে কাজ করতে পারছি। তবে পোষ্টিং বাবদ মাসিক আয় করতে পারবেন ২৫০ ডলার, এর বেশি পোষ্টিং করলেও আপনি বোনাস পাবেন না। এজন্য আপনি প্রতিদিন এভারেছে ৩০-৪০টি ফোরামে পোষ্ট করতে পারেন।