ফরেক্স এ লস করার পিছনে অনেক কারন আছে। আমি দুই একটা কারন বলতেছি। প্রথমেই আপনার অভিজ্ঞতার অভার। একই পেয়ারের ট্রেড একের অধিক ওপেন করা। লোভে পরে ট্রেড ওপেন করা । মানি ম্যানেজম্যান্ট না মেনে ট্রেড ওপেন করা। একই সাথে একই পেয়ারের বাই সেল দুইটাই ট্রেড ওপেন করা। স্টপ লস ও টেক প্রফিট না দেওয়া । নিউজ ঠিকমত না বুজেই নিউজ ট্রেড করা। আপনার চলতি লাভজনক ট্রেড নিউজ এর আগে বন্দ না করা ইত্যাদি।