-
ফরেক্স আমাদের জন্য লসের জায়গা নয়। কারণ কোন ব্যবসা লসের জন্য তৈরী হয়নি বরং প্রতিটি ব্যবসা তৈরী হয়েছে প্রফিটের জন্য। কিন্তু তারপরেও ফরেক্সে লস হয় । লাভ লস না থাকলে বৈধ ব্যবসা হত কিভাবে ? যেখানে রিক্স থাকবে সেখানেই ভাল কিছুর আশা করা যায়। তবে ফরেক্সে লসগুলো হয় আমাদেরই ভূলের কারণে। কারণ নিয়মানুযায়ী ট্রেড করলে লস হওয়ার কথা নয়। অল্প পরিশ্রমে আমরা অনেক লাভ করতে চাই তখনই লস হয়ে যায়।
-
পৃথিবীতে বহু ধরনের ব্যবসা আছে তবে সব ব্যবসা সব রকমের মানুষের জন্য না।ব্যবসা করতে হলে পুঁজি বিনিয়োগ করতে হয় প্রচুর অভিজ্ঞতা লাগে কিন্তু ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যা করার জন্য তেমন বেশি পুঁজির প্রয়োজন হয় না সামান্য অভিজ্ঞতাকে পুঁজি করে এই ব্যবসায় ধীরগতিতে জ্ঞান অর্জনের মাধ্যমে এ ব্যবসায় সফলতা শীর্ষস্থানে পৌঁছানো সম্ভব। তবে এ সফলতা পেতে হলে প্রচুর অনুশীলন, মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন, মার্কেট আপ এবং ডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে প্রচুর দক্ষতা অর্জনের মাধ্যমে ফরেক্স ব্যবসায় সফলতা অর্জন করা মোটেও অসম্ভব নয়। ন্যূনতম পুঁজি বিনিয়োগের মাধ্যমে ফরেক্স ব্যবসায় লেগে থেকে সফলতা অর্জন করা সম্ভব তাই আমার মতে ফরেক্স কোন লস এর জায়গা নয়, তবে একথা ঠিক মার্কেট সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বা ট্রেডিং সম্পর্কে বিচক্ষণ না হলে যে ফরেক্স নয় যে কোন ব্যবসায় বড় লস এর কারণ হয়ে দাঁড়ায়।
-
ফরেক্স আমাদের জন্য মোটেই লসের জায়গা নয়। আমি মনে করি ফরেক্স ট্রেডিং আমাদের জন্য প্রফিটের জায়গা,একটা আশার আলো। আমরা চাইলে একটু প্রচেষ্টার মাধ্যমে ফরেক্স থেকে ভাল ইনকামের সুযোগ সৃষ্টি করতে পারি। অতি লোভ না করে একটু ধৈর্য্য ধারন করে ফরেক্সে টিকে থাকতে পারলে লসের পরিবর্তে প্রফিট হতে পারে সব সময়। তাই তো স্যামুয়েল জনসন বলেছেন- অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য্য দিয়ে সম্পন্ন করতে হয়।
-
ফরেক্স বিজনেস উন্মুক্ত এবং স্বাধীন। যে কেউ এ বিজনেসে যোগ দিতে পারে। তবে তাকে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। ট্রেডিং শিখতে হবে। তারপর রিয়েল ট্রেড করে প্রফিট করেত পারা যাবে।এটা ধনি- গরিব সবার জন্য। যারা বেকার আছেন তারা তাদের বেকারত্ত দূর করার জন্য এই কাজ শুরু করতে পারেন কোন বিনিয়গ ছাড়াই। এই বিজনেস এর জন্য কোন প্রকার নিষেদাজ্ঞা নেই । কেউ যদি লাবভান হতে চায় তবে তার কাছে অবশ্যই ফরেক্স গুরুত্বপূ্ণ ।
-
আপনি যদি সাঁতার না জেনে বা সাঁতার না শিখে বিশাল সমুদ্রে সাঁতার কাটতে যান, আপনি বিশাল সমুদ্রে ডুবে যাবেন এটাই স্বাভাবিক।তেমনি ফরেক্স ও সেই বিশাল সমুদ্রের ন্যায় এবং এখানে সাঁতার জানা বলতে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা কে বোঝানো হয়েছে।আপনাকে যদি লাইট ছাড়া কোন অন্ধকার গুহায় ছেড়ে দেয়া হয়, তাহলে আপনি সেখানে হুমড়ি খেয়ে পড়বেন এটাই স্বাভাবিক। তেমনি ফরেক্স সম্পর্কেও যদি আপনি অনভিজ্ঞ ও অদক্ষ হয়ে ট্রেডিং করতে আসেন তাহলে আপনি বরাবরই লস করবেন।কেননা ফরেক্সে টিকে থাকার মূলমন্ত্র হলো অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।তাই আপনি যদি আপনার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নিয়মিত ট্রেডিং করতে পারেন , তাহলে আপনি লস তো করবেনই না বরং আপনি মাস শেষে এখান থেকে ভালো মাপের একটা মুনাফা উপার্জন করতে পারবেন। তাই অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার এর কাছে ফরেক্স লসের না,বরং লাভের জায়গা।
-
আমি যদি ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা অর্জন না করেই ফরেক্স বিজনেস শুরু করি তাহলে আমি ফরেক্স থেকে কখনই লাভবান হতে পারবনা। ফরেক্স থেকে লাভবান হতে হলে আগে আমাকে ফরেক্স শিখতে হবে। ফরেক্স এর জন্য কোন নির্দিষ্ট দেশের সীমানাও নির্ধারন করা নেই। যে এপারের লোক করতে পারবে ওপারের লোক করতে পারবে না। বিশ্বব্যাপি সবার জন্যই ফরেক্স উন্মুক্ত। তবে ফরেক্স করার আগে আপনাকে ফরেক্স ভাল ভাবে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেট কোন লসের জায়গা না। এই মার্কেট থেকে প্রফিট করে নিতে হয়। ফরেক্স প্রফিট করা অত সহজ বিষয় না। ফরেক্স মার্কেট অত্যন্ত জটিল একটি মার্কেট। আপনাকে সঠিক নিয়মে এনালাইসিস করতে হবে। আগে ফরেক্স শিখতে হবে। তারপর ফরেক্স এ ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট লসের জায়গা নয়। আপনি যদি না শিখে শুরু করেন তাহলে এটা লসের জায়গা হবে। আবার দেখা গেছে আপনি যত টাকা বিনিয়োগ করুন না কেন আপনাকে আগে শিখতে হবে। না শিখে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা অতি সহজ বিষয় না।
-
ফরেক্স কি আমাদের জন্য লসের জায়গা ? উত্তরে আমি বলবো না। কারণ আমরা যখন নিজেদের আগের ট্রেডগুলো এবং ভূলগুলো নিয়ে এ্যানালাইসিস করি তখন দেখা যায় নিজেদের ভূলের কারণেই লসগুলো হয়েচে। অপরিকল্পিতভাবে এলোমেলো এ্যান্ট্রি দেওয়ার কারনেই ভূলগুলো হয়। আমরা যদি মার্কেট এ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্টসহ অন্যান্য বিষয়গুলো খেয়াল রেখে ট্রেড করি তাহলে ফরেক্সে লস হওয়ার কোন কারন নেই। একটু বেশী লাভ করতে গিয়ে যখনই অধৈর্য্য হয়ে ট্রেড করি তখনই আমরা লস করি।
-
আমি একটা কথা সবাইকে বলে থাকি যে ফরেক্স শুরু করার আগে ভাল করে ফরেক্স শেখার জন্য। ফরেক্স কুন খেলা নয়। আপনি কখনই ফরেক্সকে খেলা মনে করবেন না। ফরেক্স অনেক বিশাল একটা মার্কেট। ফরেক্স আমাদের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি ফরেক্সে দক্ষ না হন তাহলে কিন্তু এখানে উন্নতি করতে পারবেন না। আমি মনে করি এ বিসনেস আমাদের সবার জন্য । এ বিসনেস স্বাধীন এবং উনমুক্ত । আপনি চায়লে এ ব্যবসা করতে পারেন এর জন্য কোন নিশেদাক্ষা নাই ।