-
ফরেক্স মার্কেটে আজ বেশির ভাগ ফরেক্স ট্রেডার দেখা জায় যে তারা কোন পেলান ছাড়া ফরেক্স ট্রেড করে এই জন্য দেখা জায় যে ফরেক্স মার্কেটে ৮০% ফরেক্স ট্রেডার প্লান ছাড়া ফরেক্স ট্রেড করে আর ৯৫% ফরেক্স ট্রেডার লস করে এই জন্য ফরেক্স ট্রেড করতে গেলে দরকার ফরেক্স ট্রেডিং প্লান তইরি করে ফরেক্স ট্রেড করা ।
-
আমি আগেও বলেছি এখনো বলি আসলে আমাদের ভুলতা আমরা নাবুঝেই ট্রেড করি , অরথাত আমি বুঝাতে ছেয়েছি যে আমাদের দেশের বেশির ভাগ বিগিনার ট্রেডার রাই অল্প পরিমান ফরেক্স শিখেই নিযেকে অনেক জ্ঞানি মনে করেন এবং রিয়াল মার্কেট এ একাউন্ট করে নিযের সব কিছু বিলিয়ে দেই ।। দোস আমাদের দোস ফরেক্স মার্কেট এর না , তাই বেশি বেশি ফরেক্স শিখি বুঝে এবং নিয়োমিতো মার্কেট ফলো করি এবং এনালাইসিস রে মাদ্ধ্যমে ট্রেড করি ।।
-
বিশেষ করে ফরেক্স মার্কেট এ যারা নতুন ।তারা কোন পরিকল্পনা ছাড়াই ট্রেড করে থাকে যে কারনে তারা লস এর সম্মুখে পরে । তাদের দরকার গ্রাফ , নিউজ সব এনালাসিস করে ট্রেড করা । আসলে পরিকল্পনা নিয়ে ট্রেড করা অনেক বেশি কঠিন । কিন্তু পরিকল্পনার মাধ্যমে যদি আপনি ট্রেড করে থাকেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন বলে আমি মনে করি ।
-
যে কোন কাজে প্লান এর দরকার হয় প্লান ছাড়া যদি করেন তাহলে একটু কষ্ট হবে আপনার সফল হতে আর যদি এখানে প্লান থাকে তাহলেই আপনি সফল । ফরেক্স মার্কেট সবাই চায় দ্রুত টাকা আয় করতে যার কারনে প্লান ছাড়া ট্রেড করে কিন্তু প্লান নিয়ে ট্রেড করলে সব সময়ে এই টাকা আয় করতে পারবেন । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে প্লান করে করাই ভাল ।যদিও একানে ৯০ ভাগ ট্রেডার প্লান ছারাই ট্রেড করে ।
-
আসলে যারা নতুন তাদের বেশির ভাগ ট্রেডারই ফরেক্সে আসে লোভে পড়ে। তাই মনে করে ফরেক্স এমনি এমনি করা যায়। আর লকভ তো বেশি। কিন্তু তারা জানেও না কিভাবে এনালাইসিস করতে হয়। যখন লস খেয়ে বোঝে যে ফরেক্স অনেক রিস্কি তখন হয় গালাগালি দিয়ে চলে যায় নয়তো ফরেক্স শেখার প্রতি আগ্রহী হয়ে থাকে। কিছু ট্রেডার আবার ঝড়ে পরে আর গুটি কয়েক ট্রেডার লেগে থাকে।
-
হা ভাই আমি আপনার সাথে এক মত। ৮০% ট্রেড যদি প্লান ছাড়া না হত তাহলে ফরেক্স মার্কেটে ৯০-৯৫% ট্রেডার লস করত না। ফরেক্স মার্কেটটাই হচ্ছে প্লান করে ট্রেড করার এক গুরুত্বপূন্য জায়গা। তাই যারাই ট্রেড করবেন প্লিজ একটু প্লান করে ট্রেড করুন আর আপনি লাভমান হন।
-
আমার প্রথম থেকেই অনেক ভাল কিছু ট্রেডিং প্লান ছিল । যদি সেগুলো অনুসরন করতাম তাহলে অনেক ভাল একটি পজিশনে চলে যেতে পারতাম । কিছু কখনও সেই ট্রেডিং প্লানগুলো অনুসরন করা হয় না । উন্টা প্লাটা ট্রেড করে ধরা খাই ।
-
ফরেক্সে মার্কেট এ প্রায় আশি ভাগ মানুষ ট্রেড করে প্লান ছাড়া যার কারনেই এখানে ৯৫ ভাগ মানুষ লুসার আমি মনে করব প্রতিটি ট্রেড আমাদের প্লান অনুসারে হওয়া দরকার যাতে করে আমরা এখানে প্লান নিয়ে সফল ভাবে ট্রেড করতে পারি
-
আসলে আমারমনে হয় অধিকাংশ ট্রেড হয়ে থাকে প্ল্যানিং ছাড়া আর এই টার মুল কারন আমি মনে করি ফরেক্স ট্রেডিং তাদের পূর্নাঙ্গরুপে শিখার অভাব কারন ভাল ট্রেইনার নেই কাদের থেকে তারা ফরেক্স শিখবে এই জন্য নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে।তারা ফরেক্স ট্রেডিং চালিয়ে প্রকৃত কথা হল তারা জানেই না যে প্ল্যানিং বলতে কিছু অাছে ফরেক্স মার্কেটে।
-
আসলে আমরা কয় জন ই বা আর প্লান করি ! আর প্ল্যানিং এর কয় জন ই বা বুঝি ঠিক মত এনালাইসিস করাও আমাদের হয়ে উঠে না, আমরা যা করি সেটা হলো আমরা চার্ট দেখি কিছুক্ষণ তারপর চিন্তা করে বাই সেল কিছু একটা দিয়ে বসে থাকি, এমনকি এমনটা আমি ও করি, কারণ আমাদের শতকরা ১০০ জনের মাঝে দেখা যায় যে ১ বা ২ জন ই মাত্র জেনে বুঝে ট্রেড নেই, বাকিরা প্রায় আমার মত.