-
লাভ এবং লস নিয়েই ব্যবসা । ফরেক্স মার্কেট এ ব্যবসা করে লাভ যেমন হিয় তেমনি লস ও হয় । হয়তো সঠিক সময়ে ট্রেড করতে না পারা , লোভ করে বেশি ট্রেড করা , এই সমস্ত কাজের জন্য লস হয়ে থাকে । লসের মাদ্যমেই আমরা আমাদের ভুল গুলোকে ধরতে পারি । ভুলের মাধ্যমেই আমরা বিষয়টা নতুন ভাবে জানতে পারি । তাই লস হলে হতাশ না হয়ে কেন লস হলো , কিসের জন্য হলো তা জানতে চেষ্টা করা উচিত । লসের পর লসের কারন জানতে পারলে , তা যেন আর না হয় তার চেষ্টা করা প্রয়োজন । এতে করে লসের চেয়ে পরবর্তিতে লাভ বেশি হতে পারে বলে আমি মনে করি ।
-
ব্যবসায়ে লাভ-লস দুটোই থাকে এটা স্বাভাবিক হিসাবে মেনে নিতে হবে । তেমনি ফরেক্স ব্যবসা ও ব্যতিক্রম না । ফরেক্স যদি লস হয় তখন ট্রেড বন্ধ না করে হতাশ না হয়ে য় নতুন উদ্যোমে ট্রেড করতে হবে । আর যদি ভুলের কারনে হয়ে থাকে ধীরস্থীরভাবে সিন্ধান্ত নিয়ে বাই- সেল করতে হবে । অথ্যাৎ লসকে শক্তিতে পরিণত করে ট্রেড করে এগিয়ে যেতে হবে ।
-
লস এর পর আমি আর ভাল করে দেখি যে কোন থেকে বা কীভাবে লস হয়েছে তা খুব ভাল করে থুতিয়ে দেখা। ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত অনেক কিছু শিখায়। আর এই প্রতিনিয়ত সময় দেওয়াটা সম্ভব নয়। তাই আমি যত টুকু পারি আমি তা সমস্যা গুলো দেখার চেষ্টা করি এবং যাতে আর কোন লস না হয় তা থেকে আমি এড়িযে চলি।
-
লস করার পর আমি যা করি তা হল যে, যেখান থেকে লস হয়েছে তা ভাল করে খুতিয়ে দেখি। দেখি যে কীভাবে এবং কী করে লস হল তা ভাল করে চেক করে তা শিখার চেষ্টা করি যাতে করে আমার আর কোন লস না হয়।
-
স্বাভাবিকভাবেই লাভ লস ব্যাবস্যর একটি অংশ। এই বলে আমের লাভ হছে বলেই যে আমর ব্যাবসা করতে হবে আর লস হলে বলেই ব্যাবসা করতে হবে না তার কন কারন নাই। লস করলে কি সের জন্য লস করেছে সেই বিশয় জেনে সংসধন করে এবার ব্যাবসা আরাম্ভো করা।
-
ফরেক্স একটি ব্যবসা আর ব্যবসায় লাভ লস থাকবেই যেখানে লস নাই সেটা ব্যবসা হতে পারে না সেটাতো সুধ।ফরেক্স যেহেতু একটা ব্যবসা তাই লস থাকবেই লস করলে বুঝতে হবে কি করলে লাভ করা যায় আর কি কারনে লস হলো ।তখন লসের কারন খুজে বের করে সমাধান করতে হবে ।ফরেক্সে ভালো করতে হলে লস খেলেই কেবল শেখা যায় কি করলে ভালো কিছু পাওয়া যায় তাই ফরেক্সে লস করলে হতাশ হওয়া যাবে না ভুলের কারন খুঝে বের করতে হবে এবং লাভ করতে হবে ।
-
ফরেক্স মাকেট রিক্সি মাকেট ফোড়েক্স থেকে আয় করা অনেক কথিন ফরেক্স মাকেটে একটি ভুলে ফরেক্স মাকেটে অনেক লস হতে পারে তাই বলে ফরেক্স মাকেট করব না তা না | আমি মনে করি ফরেক্স মাকেটে লস হতেই পারে ফরেক্স থেকে লাভ করতে হবে কি করে তা আমাকে করতে হবে তবেই ফরেক্স থেকে এক সময় সফল হওয়া যাবে |
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ট্রেড করতে গিয়ে প্রথমে লসের চিন্তা করাই ভালো। কেননা ফরেক্স ট্রেডিং মার্কেটে লস খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে সবাই লস করবে। তবে লস লাভ মিলিয়ে লাভ করতে পারলে সফলতা। তাই লসের পরে না ভেঙে পরে লসের প্রকৃত কারন বের করে পরবর্তী তে তা শুধরিয়েসঠিকভাবে ট্রেড করার চেষ্টা করা উচিত বলে মনে করি।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি তখন আমি ভয় পাইনা।কারণ আমি ভালো করেই জানি কি ভাবে এই লস টাকে কাটিয়ে তুলতে হবে।আমি জতবারি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করেছি ততবারি আমি কিছু না কিছু সিখেছি।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট টাকে আর ভালোভাবে বুজার জন্য মাজে মাজে লস করার দরকার আছে।আমি ফরেক্স তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করেও হতাশাই ভুগিনা।
-
ফরেক্স মার্কেটে লস একটি স্বাভাবিক ব্যাপার কারন লসকে যেহেতু এটি একটি ব্যবসা তাই ব্যবসা করলে লস হবেই । তবে সবসময় লস করাটা হল দুঃখজনক। তবে একজন ট্রেডার হিসেবে লস করলে আমি যা করি তা হল লস কেন করলাম সেই কারণ খুঁজি এবং কারণ খুঁজে বের করার পর ভবিষ্যতে যাতে এরকম লস আর না হয় সে ব্যাপারে সতর্ক হই ও এই লস থেকে শিক্ষা গ্রহন করি। আসলে ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকতে হলে লসের পরিমান কমিয়ে লাভের পরিমার বাড়াতে হবে আর আমি সে চেষ্টাই করি।