-
আমি বলবো ভালো ফরেক্স ট্রেডার দের মূলনিতি আছে অবশ্যই, তারা ফরেক্স মার্কেট থেকে একদিনে বেশী প্রফিট করার চিন্তা করে না, তারা বেশি লোভ করে না, অল্প তেই খুশি থাকে, তারা সব সময় মানিমানেজমেন্ট ফ্লও করে ট্রেড করে,তারা ধিরে ধিরে ফরেক্স মার্কেট থেকে ক্রমাগত প্রফিট করতে থাকে, একটা ট্রেড যদি লস হয় তাহলে তারা ওই লস টাকে রিকভারি করার জন্য উঠে পড়ে লাগে না, তারা খুব সুন্দর সিগনাল দেখে একটা এন্ট্রি নেই, তাঁদের বিভিন্ন চিন্তা ভাভনা করতে হয় ফরেক্স নিয়া,
-
আমি মনে করি ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ।
-
আসলে সত্যি কথা হল ফরেক্স এর মত একটা ঝুকিপূর্ণ জিনিসকে সব সময়ের পেশা হিসেবে নেওয়া কোন ভাবেই বুদ্ধি মানের কাজ বলে আমি মানতে পারি না। অন্য যে কোন চাকুরীর পাশাপাশি এটা করাটাই যৌক্তিক হতে পারে। কিন্তু তা যেন কোন ভাবেই আপনার প্রধান পেশাকে হুমকি না দেয়।
-
চাকুরির পাশা পাশি ফরেক্স করা খুবই ভাল। কারণ চাকুরির পর অবসর সময়টুকু যদি ফরেক্স মার্কেটে ব্যয় করেন তবে এখান থেকে বেশ ভাল একটা আয় হয়ে যেতে পারে।আর অনেকে তো এখন করছেও তাই। সুতরাং আপনিও আপনার অবসর সময়টুকু কাজে লাগিয়ে চাকুরির পাশাপাশি কিছু আয় করমত পারেন।
-
আসলে চাকরি করেন আর অন্যকোন বিজনেস করেন সেটা কোন সমস্যা না। সমস্যা হচ্ছে প্রচুর টাইম দেয়া। ফরেক্স শুধু একটা বিজনেস নয়। এটা একটা একটা এডুকেশন সেন্টার। এখানে যে যত বেশি শিখবে সে তত বেশি জানবে এবং ট্রেডিংয়ে সে তত বেশি এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। আপনি চাকরি করলেও কোন প্রব্লেম নাই, কিন্তু আপনি ফরেক্স শেখার জন্য প্রচুর সময় দিতে হবে।
-
চাকরীর সাথে সাথে ফরেক্স অবশ্যই করা যাবে কিন্তু অবসর সময়টা পরেক্স ব্যবসায় দিতে হবে । যে চাকুরীজীবি ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসা করতে হবে । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসা লোভ ছাড়া করতে হবে । যে যত বেশী এ্যানালাইসিস করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা সব সময় ফরেক্স মার্কেট ধৈর্য্য সহকারে এই ব্যবসা করতে পারলেই লাভবান হওয়া সম্ভব ।
-
চাকরীর সাথে সাথে ফরেক্স অবশ্যই করা যাবে কিন্তু অবসর সময়টা ফরেক্স ব্যবসায় দিতে হবে । যে চাকুরীজীবি ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য সহকারে ফরেক্স ব্যবসা করতে হবে । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসা লোভ ছাড়া করতে হবে । যে যত বেশী এ্যানালাইসিস করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা সব সময় ফরেক্স মার্কেট ধৈর্য্য সহকারে এই ব্যবসা করতে পারলেই লাভবান হওয়া সম্ভব ।
-
ফরেক্স ব্যবসা শিখতে সময় প্রয়োজন। অভিজ্ঞতা ফরেক্স ব্যবসায় অনেক বেশী প্রয়োজন। এই অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে। ফরেক্স ব্যবসার প্রথম দিকে আপনার তেমন আয় নাও হতে পারে।তাই চাকরীর পাশাপাশি শুরু করলে ভাল হয়।ধীরে ধীরে আয় বাড়বে এবং ফরেক্সে শক্ত হবে আপনার অবস্থান।
-
আমি নিজেই চাকুরীর পাশাপাশি ফরেক্স ব্যবসা করছি। আমি মনে করি শুধুমাত্র ফরেক্স ব্যবসা নিয়ে বসে থাকলে আপনার লাভ তো হবেই না বরং লসের পাল্লাই ভারি হবে। কারন এই মাকের্টে সারদিন বসে থাকরে আপনার ধৈর্য্যর পরীক্ষার সাতে পারবেন না সুতরাং ভুল করে ফেলার সম্ভাবনা 98%। তাই একবার ভুল মানে তো ?
-
আমার মতে চাকরির পাশাপাশি ফরেক্স বাবসায় যে কোন মানুষের জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ। হাতে একটি ভালো মোবাইল থাকলেই যেকোন যায়গায় থেকে ট্রেড করা যায়, তাই চাকরির পাশাপাশি সহজেই ট্রেড করা যায়। তাই চাকরির পাশাপাশি ফরেক্স করায় কোন বাধা থাকে না। তাই এটি যে কোন চাকরিজীবীর জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ।