-
যারা ফরেক্সে নতুন,অনভিজ্ঞ ও শুধু লস করে,খোঁজ নিলে দেখবেন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না।একজন ট্রেডার এর একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত।কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত। না করলে আপনি আজীবন লসে থাকবেন।
-
ফরেক্স টাকা লস করার জায়গা এই ধারনাটা মোটেও ঠিক নয় কারন যদি কোন ট্রেডারের ফরেক্স ট্রেড সংক্রান্ত পর্ষাপ্ত জ্ঞান থাকে সে ফরেক্স মার্কেট থেকে প্রচুর আয় করতে পারে। ধন্যবাদ।
-
সবার আগে বলতে হয় ফরেক্স একটা ব্যবসার যায়গা আর ব্যবসায় মানেই কিন্তু লাভ লস জরিতো একটা বিষয়। সেই ক্ষেত্রে ফরেক্সেও লস আছে তবে কোন ব্যবসা তেই কিন্তু কেও এমনি এমনি লস খায়না। অবশ্যয় তার পিছনে কোন না কোন কাজের ব্যর্থতা থাকে। ফরেক্সেও ঠিক তেমন না বুঝে ভালো ভাবে না জেনে অবেগের বশভূত হয়ে বেশিলাভের আশায় ট্রেড করতে গেলে সেটা হয়তো আপনার জন্য লস এর ব্যবসায় হতে পারে।
-
ফরেক্সে লস হয় লোভ এর কারনে তো লোভ না করে,না জেনে ট্রেড করার চেয়ে আগে ডেমো অ্যাকাউন্ট ট্রেড করুন,
লস কম হবে তাই আমি বলব ফরেক্স টাকা লস এর জায়গা না
-
ফরেক্স লস এর জায়গা না তবে আপনি ভুল করলে ,অভিজ্ঞতা বেশি না থাকলে লস হতে পারে .এখানে সর্তক হলে কাজ করলে লস হওয়ার সম্বভনা থাকে না .আপনি ভাল ভাবে কাজ জানলে আপনার লাভই হবে. আপনি ভাল না জানলে, পরিচিত অভিজ্ঞ কারো কাছ থেকে পরার্মশ নিতে পারেন .
-
যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে।
-
ফরেক্স বাজার টাকা লস এবং লাভ উভয় করার স্থান। আসলে যিনি এই বাজারে প্রবেশের পূর্বে বা বিনিয়োগের পূর্বে এই বাজার সম্পর্কে অভিজ্ঞ হবেন তিনিই এই বাজার হতে লাভ করতে পারবেন, আর বাকিরা শুধুমাত্র লস করতে থাকেবেন।
-
ফরেক্স থেকে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সহজেই লাভ বের করে আনতে পারবেন। এজন্য আপনাকে ফরেক্সে খুব মনযোগ এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। আপনি ফরেক্স মার্কেট থেকে খুব সহজেই লসও খেতে পারেন। যদি আপনার মন ট্রেডিং এর সময় অন্যদিকে থাকে। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট টাকা লস করার জায়গা। কোন উদ্দেশ্য ছাড়া না বুঝে শুনে মার্কেটে এনালঅইসিস না করে শুধু লাভের আশায় ট্রেড করলে ভুল হবে এটাই স্বাভাবিক নিয়ম। আর তখন আর্থিক ক্ষতি হবে। অনেক নতুন ট্রেডার আছে যারা না বুঝে শুধু মাত্র নতুন শিখে শখেরর বসে ট্রেড করে তারাই এই লসের ফান্দে পরে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ভাবে জেনে ট্রেড করা প্রয়োজন।
-
আপনার যদি দক্ষতা থাকে ফরেক্স এ অবশ্যই আপনি লস করবেন না। কিন্তু না জেনে সুনে ট্রেড করলে আপনি অবশ্যই লস করবেন।