স্কাল্পিং নতুনদের জন্য ভালনা আমার মতে।
Printable View
স্কাল্পিং নতুনদের জন্য ভালনা আমার মতে।
আমরা জানি স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
বেশির ভাগ ভালো ট্রেডাররা স্কেল্প করে ট্রেড করে থাকে এবং ভালো প্রফিট করতে পারে। স্কেল্পাররা সাধারনত 1m থেকে 30m এর টাইম ফ্রেম কে বেশী পছন্দ করে কারন এসব টাইম ফ্রেমে খুব সহজেই স্কাল্পিং করা যায় এবং ভাল প্রফিট নেওয়া যায় । কিন্তু স্ক্যাল্পিং ট্রেড এর ক্ষেত্রে ভালো অ দক্ষ ট্রেডার রাই ভালো প্রফিট অর্জন করতে পারে।নতুন ট্রেডার রা স্ক্যাল্পিং এ সফল নাও হতে পারে।
নতুনদের প্রতি অনুরোধ স্ক্যাপ্লিং থেকে দূরে থাকুন। নতুনদের কাছে স্ক্যাপ্লিং অনেক লোভনীয় মনে হয়। ফলাফল একাউন্ট জিরো। আগে ফরেক্স শিখুন, ফরেক্স মার্কেটের গতি বুঝুন। নিজস্ব একটি ট্রেড কৌশল আবিস্কার করুন। তারপর ট্রেড করুন। অন্যের দেয়া সিগনাল দিয়ে রিয়েল ট্রেড করবেন না।
ফরেক্স মার্কেটে আমি মনে করি যে স্কাল্পিং ট্রেড আমাদের ট্রেডিং দক্ষতা দিতে পারে না কারন স্কাল্পিং ট্রেড করে লাভের থেকে লস অনেক বেশি হই।আপনি যদি ফরেক্স দক্ষতা অর্জন করতে হবে আর মার্কেটে এনালাইসিস করা ঠিকভাবে বুঝতে হবে।
স্কাল্পিং করতে পারলে খুব ভাল প্রফিট করা যায়। লং ট্রেড করলে অনেক সময় অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু শর্ট করলে আমাদের দ্রুত প্রফিট চলে আসে। আপনি যদি স্কাল্পিং করলে একটু রিস্ক ও বেরে যায়। ভাল ভাবে ট্রেড করতে পারলে স্কাপিং করেও লাভবান হওয়া যায়।
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ নিয়ে ট্রেড ক্লোজ করা। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা। স্কেল্পিং করে কেও ভাল ইনকাম করতে পারলে তার জন্য স্কেল্পিং করা ভাল । দক্ষ না হলে স্কেল্পিং ট্রেডের না করা ভাল।
ব্যক্তিগতভাবে আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে । তবে স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি।
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি।