-
ফরেক্স অনলাইন এ উপার্জনের সবচেয়ে সহজ এবং লাভজনক একটি পথ । একান থেকে কেউ চাইলে অনেক ভালো উপার্জন করতে পারবেন । আমাদের মত দেশ এ যদি ফরেক্স কে সরকারি ভাবে শিক্ষা দেয়ার একটা পথ উন্মুক্ত করে দেয়া হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষ ফরেক্স শিখে বেকারত্বের কবল থেকে মুক্তি পাবে । তাই আমি চাই সবাই ফরেক্স এ ভালো করুক এবং নিজেকে পরিবর্তন করতে সফল হোক ।
-
হ্যাঁ অবশ্যই আমি আমার আশেপাশের সবাইকে ফরেক্স শিখাতে চাই । ফরেক্স উপার্জনের অনেক সহজ একটা পথ । ফরেক্স করে অনেক ভালো করা যায় । বিশ্বের অন্যান্য দেশ ফরেক্স এ অনেক এগিয়ে গেছে এবং আমি চাই আমরাও এগিয়ে যায় ।তাই আমি সবাইকে ফরেক্স নিয়ে বলতে পছন্দ করি এবং যারা খুব উৎসাহী তাদেরকে ফরেক্স শিখিয়ে সাবলম্বি করতে চাই । আমি শুধু আমার না আমার দেশের প্রতিটি মানুষের স্বাচ্ছন্দ্য চাই । সবাই ভালো থাকুক এই আশা রেখেই আমি সবাই কে ফরেক্স শিখাতে চাই ।
-
ফরেক্স একটি লাভ জনক এবং খুবি ঝুকি পুর্ন ব্যাবসা ।। এটা কিন্তু যে কেও , অথবা যেকার পক্ষে করা সম্ভব অ না ।। আমি আমার আশে পাশের সবাইকে ফরেক্স শিখাব এটা সম্ভব না কারন এটা একটা জটিল
বিজনেস।। তাই জারা বুঝে এবং খুব ই আগ্রহী সুধু তারেদ কেই ফরেক্স সেখাব ।।
-
একটা জিনিস শুধু নিজেই শিখব আর শিখার পর অন্য কাউকে শিখাবো না এমনটা আমি পছন্দ করি না। আমি চাই আমি যদি ভালোভাবে ফরেক্স শিখতে পারি তবে অন্য আরও অনেককে যতদূর সম্ভব ফরেক্স শিখানোর চেষ্টা করবো।বিশেষ করে আমার পরিবারে আরও কয়েকটা ভাই আছে যারা ফরেক্স শিখতে আগ্রহী।আমি এদেরকে ফরেক্স শিখাবো ভাবছি।আর অন্য যেই হোক না কেন ফরেক্স শিখার আগ্রহ নিয়ে কেউ যদি আমার সাহায্য চাই তবে তাকেই সাহায্য করার চেষ্টা করবো।
-
বর্তমান সময়ে ফোরেক্স সবচেয়ে লাভজনক এবং আধুনিক ব্যবসা। এই ব্যবসায় খুব সহজেই ভাল ফলাফল আনা সম্ভব যদি অনেক ভাল জ্ঞান লাভ করা যায়। অনেক প্রশিক্ষন প্রয়োজন এই ব্যবসা করার জন্য। তাই আমি অন্যদের ও এই ব্যবসায় আসার জন্য বলব কিন্তু তার আগে এই ব্যবসা ভাল করে জেনে নিতে পরামর্শ দেব এবং প্রথমে ডেমো একাউন্ট দিয়ে প্রাকিস্ট করতে বলব এবং ভাল করে জেনে বুঝে ও শিখে এই ব্যবসায় আসতে বলব। এই ব্যবসায় লাভ করা যেমন সহজ ঠিক তেমনি এই ব্যবসা থেকে ছিটকে পড়াটাও ঠিক ততটাই সহজ তাই না বুঝে এই ব্যবসায় আসলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হতাশও হতে পারে। তাই বলি যেনে বুঝে লেগে পড়ুন।
-
আমি চাই আমাদের দেশের প্রতিটা মানুষ জাতে ফরেক্স সিখে এবং টাকা আয় করে নিজের পরিবার এর মুখে হাশি ফোটায় । আর আমি ফরেক্স আর বেপারে আগ্রহি নিজের জনা এবং অন্যকে শিখানোর জনা । ফরেক্স এমন একটি মার্কেট আপনি চাইলে এখানে সারা জিবন থাকতে পারেন । তাই আমি অবসসই সবাই কে শিখাতে চাই ।
-
আমি নিজেই আসলে একজন ছাত্র তাই আমি শিখছি এবং শেখাতে পারব কী না তা নিয়ে সন্দিহান। আমার মতে কেউ যদি শেয়ার করতে চান তাহলে একটি গ্রুপ করে বসে আমাদের জ্ঞান শেয়ার করে নিতে পারি। এতে করে দুজনারই উপকার হবে বলে আমার মনে হয়।
-
ফরেক্স বিজনেস দ্বারা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর এখানে আমাদের ও নিজ নিজ ভুমিকা পালন করা উচিত। আমি মনে করি যেহেতু আমরা ফরেক্স করি এবং নিজের ও নিজের পরিবার কে সাপোর্ট দিতে পারছি , তাহলে তা দেশীয় অর্থনীতিতে ভুমিকা রাখছে। আমিও চাই আমার দেশ এগিয়ে যাক তাই আমার মত আর সবাই ফরেক্স দ্বারা যাতে দেশের কাজে আসতে পারেন তাই আমিও অন্য আরও কাও কে ফরেক্স শিখাতে চাই।
-
আমি এখনো ফরেক্স ব্যবসা নতুন তাই আগে আমাকে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে।ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার প্রতিনিয়ত প্রচুর টাকা আয় করতেছে।ফরেক্স ব্যবসা আমরা যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স বিজনেস করতে পারি তাই আমার আসা আছে আমি ফরেক্স ভালো ভাবে শিখে অন্যকে ফরেক্স শিখতে সাহায্য করব।
-
আমি ফরেক্স নিয়ে অনেক আগ্রহী ।। তাই আমিও চাই সবাইকে ফরেক্স এর অপর আগ্রহী করে তুলতে ।। এর মদ্ধ্যেই আমি অনেক কে ফরেক্স এর কথা বলেছি ।। তারা বেশির ভাগি আগ্রহী ।। তবে যেহেতু এখানে লস খাওয়ার সম্ভবনা বেশি তাই অনেকেই এই বিজনেস কে দূরে রাখে ।। তবে ফরেক্স এ যারা আগ্রহ নিয়া কাজ করে তারা অনেক ভাল করবে বলে আমি মনে করি ।।